নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাতি বলার চেষ্টা কোহলির, হেসেই খুন নেটিজেনরা, দেখুন ভিডিও

#আহমেদাবাদ:  কেম ছো? মজা মা!- হিন্দি সিনেমার দৌলতে এখন একটা দুটো বিভিন্ন ভাষার শব্দ জানেন সকলেই৷ তবে বিরাট গুজরাতি বলায় কার্যত ‘হাসির খোরাক’ হলেন নেটিজেনদের কাছে! কী ছিল গল্পটা জানেন৷

 ভারত বনাম ইংল্যান্ড  (India vs England)  -র মধ্যে আহমেদাবাদের মোতেরায় (Motera Stadium) খেলা হয়েছিল তৃতীয় টেস্ট ম্যাচ৷ ভারতীয় স্টার স্পিনার অক্ষর প্যাটেল  (Axar Patel) ম্যান অফ দ্য ম্যাচ হন৷ মাত্র দুই দিনের মধ্যে পিঙ্ক বল টেস্ট খতম হয়ে যায়৷ ডে নাইট টেস্ট অক্ষর প্যাটেল মাত্র ৭০ রান দিয়ে ১১ উইকেট নেন৷ অক্ষর এই সাফল্যের জন্য ক্রিকেট দুনিয়া থেকে আসা প্রশংসার সাগরে ভাসছেন৷ তাঁকে ভারতের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) গুজরাতিতে অভিনন্দন জানিয়েছেন৷ কিন্তু বিরাট আসলে পাঞ্জাবি তাই তাঁর মুখে ভাঙা ভাঙা গুজরাতি শুনে হেসে খুন হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল৷

দেখে নিন সেই নিদারুণ হাসির মুহূ্র্ত-

ভারতীয় দল মোতেরায় (নরেন্দ্র মোদি স্টেডিয়াম) কামাল করেছে৷ রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে অক্ষর প্যাটেল এই দুই বোলার ইংলিশ ক্রিকেটারদের একদম শেষ করে দিয়েছে৷  প্রথম ইনিংসে ইংল্যান্ড গুটিয়ে গিয়েছিল ১১২ রানে৷ ভারতীয় দল প্রথম ইনিংসে আউট হয় ১৪৫ রানে৷ ইংল্যান্ডের হয়ে লিচ ও জো রুট অনেক উইকেট তুলে নিয়েছিলেন৷ কিন্তু দ্বিতীয় ইনিংসেও ইংলিশ ব্যাটসম্যানরা ভেজা দেশলাই বাক্সের মতোই ফুস হয়ে যান৷

প্রথম ইনিংসে উইকেট পাওয়া অকসর প্যাটেল দ্বিতীয় ইনিংসে হিরো প্রতিপন্ন হন৷ তিনি দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট পান৷ লেফট আর্ম স্পিনার চেন্নাইয়ের দ্বিতীয় টেস্ট ম্যাচে অভিষেক ঘটান৷ ম্যাচ জেতার পর অকসর প্যাটেলের সঙ্গে কথা বলছিলেন হার্দিক পান্ডিয়া৷ এই সাক্ষাৎকার চলাকালীন বিরাট তাঁদের মধ্যে ঢোকেন ও গুজরাতিতে তাঁকে বাহবা দেন৷ তিনি বলেন, ‘এ বাপু থারি বোলিং কামাল ছে’ -অর্থাৎ এই তোমার বোলিং দুর্দান্ত ছিল৷ কিন্তু বিরাট এমনভাবে গুজরাতিটা বলেছিলেন যে হাসি চেপে রাখতে পারেননি হার্দিক -অকসর কেউই৷