IND vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা-র সম্ভাব্য ১১ তে কারা, বদলে দেবেন ম্যাচের ভাগ্য

#রাজকোট : রাজকোটে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে লড়াইয়ের জন্য রণনীতি দুপক্ষই তৈরি৷ ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে সিরিজে ২-১ পিছিয়ে রয়েছে৷ শেষ টি টোয়েন্টি ম্যাচে ঋষভ পন্থের নেতৃত্বাধীন ভারত জয়ে ফিরেছে৷ তরুণ ক্রিকেটারদের নিয়ে তৈরি তরুণ অধিনায়ক প্রথম দুই ম্যাচেই প্রোটিয়াদের  বিরুদ্ধে বিশেষ কোনও জ্বলওয়া দেখাতে পারেনি৷

তবে জয়ে ফেরা দল ছন্দে থাকবে এমনটাই আশা ভারতীয় ফ্যানদের৷ পাশাপাশি এই ম্যাচ জিতে সিরিজ জিততে চাইবে দক্ষিণ আফ্রিকাও৷

দেখে নিন কেমন হতে পারে ভারতীয় ক্রিকেটের সম্ভাব্য একাদশ- রতুরাজ গায়কোয়াড়, ইশান কিষাণ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- টেম্বা বাবুমা (অধিনায়ক), কুইন্টনডি কক, ডেবন প্রিটোরিয়াস, রসি বান ডের ডুসেন, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক),  ডেভিড মিলার, বায়নে পর্নেল, কাগিসিও রাবাদা, কেশব মহারাজ, এনরিক নোর্ৎজে. তবরেজ শামসি

রাজকোটে দুই দলকেই হিটওয়েভ বা লু -র পরিস্থিতির মুখোমুখি হতে হবে না৷ তবে আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে ক্রিকেটারদের জন্য৷ শুক্রবার রাজকোটে বৃষ্টির সম্ভবনা নেই৷ কিন্তু আকাশে মেঘ থাকবে৷ দিনের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস অবধি পৌঁছে যাবে৷ তবে সন্ধ্যা ৭ টায় যখন থেকে খেলা তখন তাপমাত্রা কমে ৩০ ডিগ্রি সেলিসয়াসের আশেপাশে থাকবে৷

আরও পড়ুন – Jalpaiguri News: দীর্ঘ কয়েক দশক ধরে জলকষ্টে ভুগছে কাঠালগুড়ি চা বাগানের মানুষ,নির্বিকার প্রশাসন 

পিচের কথা জানতে চাইলে ক্রিকেটার অর্থাৎ ব্যাটসম্যানদের সহায়ক হবে৷ এখানে হওয়া আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে সব সময় রান অন্তত ১৫০ রানের বেশি হয়েছে৷ সৌরাষ্ট্রতে প্রথমবার ভারত বনাম অস্ট্রেলিয়া ২০১৩ তে টি টোয়েন্টি ম্যাচ হয়েছিল৷ অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২০২ রানের লক্ষ্য মাত্রা রেখেছিল৷ যা যুবরাজ সিংয়ের দাপটে মাত্র ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ভারত৷ এখানে টস জেতা দল প্রথমে ব্যাট করতে চাইবে৷

দেখে নিন ভারতীয় দল
ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), রতুরাজ গায়কোয়াড়, ইশান কিষন, দীপক হুড্ডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক , হার্দিক পান্ডিয়া, বেঙ্কটেশ আইয়ার,  যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং, উমরানমালিক৷