তবে টি-টোয়েন্টি ও ওয়ানডে সফরের জন্য যে দল ঘোষণা হয়েছে তা দেখে সকলের চক্ষু চড়কগাছ৷  ঘোষিত দলের জন্য এখন জোর সমালোচনা  হচ্ছে। বিশেষ করে টিম ইন্ডিয়ার নতুন কোচ গম্ভীরকে টার্গেট করেছেন ফ্যানরা।  তাঁদের সাফ দাবি কেকেআর দলের কিছু ক্রিকেটারকে জায়গা করে দেওয়ার জন্য গম্ভীর - ধোনির  শিষ্যের নাম জাস্ট ছেঁটে ফেললেন৷

Gautam Gambhir- KKR Lobby: দায়িত্ব নিয়েই জনরোষের মুখে গম্ভীর, নিজের লোকদের নেবেন বলে পারফরমারদের নাম জাস্ট ছেঁটে ফেললেন!

এলেন, দেখলেন, জয় করলেন- এই প্রবাদ এখন অতীত কোচের দায়িত্ব নেওয়ার পর প্রথম সিরিজের বল এখনও গড়ায়নি তার আগেই খেল দেখাতে শুরু করলেন ভারতের নতুন কোচ গৌতম গম্ভীর৷  এখন টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীর একই ধারা অনুসরণ করছেন। এবং, সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের আগেই তিনি তার চিহ্ন দেখাতে শুরু করেন।
এলেন, দেখলেন, জয় করলেন- এই প্রবাদ এখন অতীত কোচের দায়িত্ব নেওয়ার পর প্রথম সিরিজের বল এখনও গড়ায়নি তার আগেই খেল দেখাতে শুরু করলেন ভারতের নতুন কোচ গৌতম গম্ভীর৷  এখন টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীর একই ধারা অনুসরণ করছেন। এবং, সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের আগেই তিনি তার চিহ্ন দেখাতে শুরু করেন।
সর্বশেষ শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। রোহিত শর্মার নেতৃত্বে ওডিআই দল এবং সূর্য কুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বিসিসিআই। ২৭ জুলাই থেকে ভারত বনাম শ্রীলঙ্কা  সিরিজে ৩ টি টি-টোয়েন্টি ও ৩ টি ওয়ানডে খেলবে টিম ইন্ডিয়া।
সর্বশেষ শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। রোহিত শর্মার নেতৃত্বে ওডিআই দল এবং সূর্য কুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বিসিসিআই। ২৭ জুলাই থেকে ভারত বনাম শ্রীলঙ্কা  সিরিজে ৩ টি টি-টোয়েন্টি ও ৩ টি ওয়ানডে খেলবে টিম ইন্ডিয়া।
তবে টি-টোয়েন্টি ও ওয়ানডে সফরের জন্য যে দল ঘোষণা হয়েছে তা দেখে সকলের চক্ষু চড়কগাছ৷  ঘোষিত দলের জন্য এখন জোর সমালোচনা  হচ্ছে। বিশেষ করে টিম ইন্ডিয়ার নতুন কোচ গম্ভীরকে টার্গেট করেছেন ফ্যানরা।  তাঁদের সাফ দাবি কেকেআর দলের কিছু ক্রিকেটারকে জায়গা করে দেওয়ার জন্য গম্ভীর - ধোনির  শিষ্যের নাম জাস্ট ছেঁটে ফেললেন৷
তবে টি-টোয়েন্টি ও ওয়ানডে সফরের জন্য যে দল ঘোষণা হয়েছে তা দেখে সকলের চক্ষু চড়কগাছ৷  ঘোষিত দলের জন্য এখন জোর সমালোচনা  হচ্ছে। বিশেষ করে টিম ইন্ডিয়ার নতুন কোচ গম্ভীরকে টার্গেট করেছেন ফ্যানরা।  তাঁদের সাফ দাবি কেকেআর দলের কিছু ক্রিকেটারকে জায়গা করে দেওয়ার জন্য গম্ভীর – ধোনির  শিষ্যের নাম জাস্ট ছেঁটে ফেললেন৷
ধোনির শিষ্য কে তা কাউকে বলে দেওয়ার অবাক লাগে না৷  আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রতুরাজ গায়কোয়াড়। জিম্বাবোয়ে সিরিজে ধারাবাহিকভাবে রান পেলেও কেন তাঁকে কেন দলে জায়গা দেওয় হয়নি তা নিয়ে বিসিসিআই নির্বাচকদের প্রশ্ন করছেন ফ্যানরা। অন্যদিকে, কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের ওয়ানডে দলে জায়গা পাওয়া এখন বড় প্রশ্নের মুখে৷
ধোনির শিষ্য কে তা কাউকে বলে দেওয়ার অবাক লাগে না৷  আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রতুরাজ গায়কোয়াড়। জিম্বাবোয়ে সিরিজে ধারাবাহিকভাবে রান পেলেও কেন তাঁকে কেন দলে জায়গা দেওয় হয়নি তা নিয়ে বিসিসিআই নির্বাচকদের প্রশ্ন করছেন ফ্যানরা। অন্যদিকে, কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের ওয়ানডে দলে জায়গা পাওয়া এখন বড় প্রশ্নের মুখে৷
সুযোগ পেয়েছেন কেকেআর পেসার হর্ষিত রানাও৷ তাঁর জায়গা নিয়ে ফের একবার স্ক্যানারের নিচে টিম সিলেকশন৷ কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগে কেকেআরের মেন্টর ছিলেন গম্ভীর। এ কারণে ফ্যানরা ক্ষিপ্ত যে, শুধু নিজের পছন্দের লবির ক্রিকেটারদেরই দলে তুলে নিয়েছেন৷
সুযোগ পেয়েছেন কেকেআর পেসার হর্ষিত রানাও৷ তাঁর জায়গা নিয়ে ফের একবার স্ক্যানারের নিচে টিম সিলেকশন৷ কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগে কেকেআরের মেন্টর ছিলেন গম্ভীর। এ কারণে ফ্যানরা ক্ষিপ্ত যে, শুধু নিজের পছন্দের লবির ক্রিকেটারদেরই দলে তুলে নিয়েছেন৷
জিম্বাবোয়ে সিরিজে দুর্দান্ত খেলছেন রতুরাজ গায়কোয়াড়। তিনি এক ইনিংসে অপরাজিত ৭৭ এবং অন্য ইনিংসে ৪৯ রান করেছেন। তাছাড়া গত ৭টি টি-টোয়েন্টি ইনিংসে ৭১ গড়ে রান করেছেন তিনি। জিম্বাবোয়ে সিরিজে ওপেনার ছাড়া  সব পজিশনেই রান করেছেন।
জিম্বাবোয়ে সিরিজে দুর্দান্ত খেলছেন রতুরাজ গায়কোয়াড়। তিনি এক ইনিংসে অপরাজিত ৭৭ এবং অন্য ইনিংসে ৪৯ রান করেছেন। তাছাড়া গত ৭টি টি-টোয়েন্টি ইনিংসে ৭১ গড়ে রান করেছেন তিনি। জিম্বাবোয়ে সিরিজে ওপেনার ছাড়া  সব পজিশনেই রান করেছেন।
ফ্যানদের দাবি গম্ভীর ইচ্ছে করেই এমনটা করছেন,  তাঁরা বলছেন, রতুরাজ ধোনির শিষ্য হওয়ার কারণে দলে জায়গা পাননি।
ফ্যানদের দাবি গম্ভীর ইচ্ছে করেই এমনটা করছেন,  তাঁরা বলছেন, রতুরাজ ধোনির শিষ্য হওয়ার কারণে দলে জায়গা পাননি।
কিছু নেটিজেন শ্রেয়স আইয়ার এবং হর্ষিত রানার প্রতি গম্ভীরের ভালবাসা দেখানোর জন্য সমালোচনা করেছেন৷ কেকেআরের প্রাক্তন মেন্টর কেকেআর খেলোয়াড়দেই তুলে নিয়েছেন।
কিছু নেটিজেন শ্রেয়স আইয়ার এবং হর্ষিত রানার প্রতি গম্ভীরের ভালবাসা দেখানোর জন্য সমালোচনা করেছেন৷ কেকেআরের প্রাক্তন মেন্টর কেকেআর খেলোয়াড়দেই তুলে নিয়েছেন।
কেউ কেউ মন্তব্য করছেন যে গম্ভীর এমন কিছু করেন না৷ তাঁদের দাবি গম্ভীর মনে রাখতে চান, তিনি কীভাবে দলের হয়ে খেলেছেন। সব মিলিয়ে টিম ইন্ডিয়ার দল নির্বাচন এখন নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।
কেউ কেউ মন্তব্য করছেন যে গম্ভীর এমন কিছু করেন না৷ তাঁদের দাবি গম্ভীর মনে রাখতে চান, তিনি কীভাবে দলের হয়ে খেলেছেন। সব মিলিয়ে টিম ইন্ডিয়ার দল নির্বাচন এখন নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।