IND vs SL, 1st T20: ঈশানের ৮৯ এবং শ্রেয়সের ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের পাহাড় ভারতের

ভারত –  ১৯৯/২

লখনউ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ৩-০ টি ২০ সিরিজ জয়ের পর শ্রীলংকার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে নেমেছিল ভারত। টস ভাগ্য সহায় হয়নি ভারতের। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক শানাকা। রোহিত শর্মা এবং ঈশান কিশান প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে শুরু করেন। লাহিরু, চামিরা, করুনারত্নে, জয়বিক্রমদের ওপর মুম্বই ইন্ডিয়ান্স জুটি যেন ছরি ঘোরালেন।

আরও পড়ুন – Ajinkya Rahane Ranji : রঞ্জি ট্রফিতে গোয়ার বিরুদ্ধে খাতা না খুলেই ফিরে গেলেন রাহানে, বাড়ল চাপ

বেশি আক্রমনাত্মক ছিলেন ঈশান। ৩০ বলে অর্ধশত রান পূর্ণ করলেন। অন্যদিকে রোহিত শর্মার চেষ্টা ছিল যতটা লম্বা খেলা যায়। ১০ ওভারে ১০০ রানে পৌঁছে গেল ভারত। ডাগ আউটে বসে স্বস্তিতে স্যান্ডউইচ খাচ্ছিলেন রাহুল দ্রাবিড়। শেষ পর্যন্ত লাহিরুর বলে বোল্ড হলেন রোহিত শর্মা (৪৪)। এরপর নামলেন শ্রেয়স আইয়ার। কিন্তু লঙ্কার বোলাররা বুদ্ধি করে স্লো বল ব্যবহার করলেন।

ভারতের রান তোলার গতি কিছুটা কমে গেল। ঈশান কিশান অবশ্য নিজের স্বাভাবিক আক্রমনাত্মক ব্যাটিং চালিয়ে গেলেন। শ্রেয়স আইয়ার অবশ্য একেবারেই টাইমিং করতে পারছিলেন না। সুনীল গাভাসকার পর্যন্ত ভূয়শী প্রশংসা করলেন ঈশানের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও, আজ যেন নিজের নামের প্রতি সুবিচার করলেন ঝাড়খণ্ডের তরুণ।

উইকেট রক্ষা করতে পারেন, ওপেন করতে পারেন, প্রয়োজনে মিডল অর্ডারে খেলতে পারেন। ঈশান হিট করে গেলে ভারতের অপশন বেড়ে যাবে। যেভাবে এগোচ্ছিলেন মনে হচ্ছিল শতরান পাবেন। কিন্তু শেষ পর্যন্ত ৫৫ বলে ৮৯ রানে ফিরতে হল ঈশানকে। মারলেন ১০ টি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি।

এরপর এলেন জাদেজা। শেষ দুই ওভারে কিছু বড় শট খেললেন শ্রেয়স আইয়ার। ঝড়ের গতিতে অর্ধশত রান করে ফেললেন তিনি। দেখে খুশি হতে পারেন কেকেআর সর্মথকরা। এই ম্যাচ ভারতের জেতার কথা। শ্রীলংকা জিতলে সেটা মিরাকেল।