Virat Kohli’s Duck: আবার একটা ‘শূন্য’, Ind vs WI সিরিজে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে উত্তাল ট্যুইটার

#আহমেদাবাদ:  ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ  (Ind vs WI) সিরিজে বিরাট কোহলি (Virat Kohli) আর অধিনায়ক নন, তাও চাপমুক্ত হয়ে উঠতে পারলেন না৷ অধিনায়কত্বের চাপমুক্ত হয়েও তাঁর ঝুলিতে রান কই৷ ভারত বনাম ওয়েস্টইন্ডজ (Ind vs WI) তৃতীয় একদিনের ম্যাচে ২ বলে ০ রান (Virat Kohli’s Duck) করে প্যাভিলয়নে ফিরতেই প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে ট্যুইটারে ঝড়৷ ৭১ টি আন্তর্জাতিক শতরানের মালিকের এই অবস্থা নিয়ে কেউই সমালোচনা করতে ছাড়ছেন না৷ ভারত ইতিমধ্যেই ওয়েস্টইন্ডিজের  (Ind vs WI) বিরুদ্ধে সিরিজ জিতে গেছে তাই এই অবস্থায় তৃতীয় একদিনের ম্যাচ খেলার সময় সেই চাপও ছিল না তবুও পারফর্ম করতে ব্যর্থ বিরাট কোহলি (Virat Kohli)৷

অথচ তৃতীয় একদিনের ম্যাচে মাত্র ২টি বল খেলতে পারলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli ৷ এদিকে এদিন অধিনায়ক রোহিত শর্মাও ব্যাট হাতে বড় কিছু করতে পারেননি৷ ১৩ রানে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর ব্যাট করতে নামেন বিরাট কোহলি৷ নিজের প্যাডে বল নিয়ে তিনি থার্ডম্যানেক দিকে যাওয়া বল থেকে রান পাবেন ভেবেছিলেন তার বদলে জোসেফের বলে শাই হোপের হাতে ধরা পড়েন তিনি (Virat Kohli’s Duck)৷

আরও পড়ুুন – IPL 2022: ‘একাধিকবার ভাবছি হাত কেটে ফেলব’-কেন উইলিয়ামসন, আইপিএল শুরুর আগে মাথায় হাত SRH-র

আর এরপরেই ট্যুইটারে ঝড় শুরু হয় প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে৷


সাই হোপের হাতে তালুবন্দি হওয়ার সঙ্গে সঙ্গেই ওয়েস্টইন্ডিজ ক্যাম্প উচ্ছ্বাসে ফেটে পড়ে৷ বিরাট কোহলি দৃশ্যতই নিজের ওপর বিরক্ত, প্যাভিলিয়নে ফেরার সময়ে তাঁর বডি ল্যাঙ্গোয়েজেই সে কথা ধরা পড়ছিল৷ ফ্যানরা সমালোচনা করার পাশাপাশি অত্যন্ত আশঙ্কিত তাঁর ফর্ম নিয়ে৷

আরও পড়ুন – IPL 2022 Mega Auction: নিলামের মঞ্চে বড় ধামাকা দিতে তৈরি কেকেআর, টার্গেট এই প্লেয়াররা

 বিরাট কোহলি-র ফর্ম সাম্প্রতিককালে সত্যিই উষ্মার কারণ হয়েছে৷ গত কয়েক বছর ধরেই হঠাৎ করে পরেই চলেছে তাঁর ফর্ম৷ নভেম্বর ২০১৯-র পর আর শতরান নেই বিরাট কোহলির ব্যাট থেকে৷ বিশেষজ্ঞ থেকে ফ্যান সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে এই তারকা ব্যাটসম্যানের রান খরা খতম হবে আর তিনি আন্তর্জাতিক কেরিয়ারে নিজের ৭২ তম শতরান করে ফেলবেন৷