জাতীয় সঙ্গীত গাওয়া মাথায় উঠল ! ইশান কিষাণের কানের কাছে ওটা কী, ভাইরাল ভিডিও

#হারারে: জিম্বাবোয়েতে ধামাকা পারফরম্যান্স করেই চলেছে  শুভমান গিল এবং শিখর ধাওয়ানরা প্রথম ম্যাচে কাঁপিয়ে দিয়েছে৷  বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে সহজ জয় পাওয়ার খবর তো সকলেরই জানা৷ এমনকি শনিবারের দ্বিতীয় ম্যাচ জিতেও সিরিজ জিতে নিয়েছে৷  প্রথম ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে শুভমান গিলের ৮২ রান এবং শিখর ধাওয়ান ৮১ রান করেছিলেন৷ এই জুটিত প্রথম ম্যাচে ১৯.১ ওভার হাতে থাকতেই ১৯০ জয়ের লক্ষ্যে পৌঁছেছিল দল৷

কিন্তু এদিনের ম্যাচের অন্য একটি ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে৷ সেটা হল ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিষাণের৷ ম্যাচ শুরুর আগে যখন ভারতের জাতীয় সঙ্গীত বাজছিল তখন ইশান কিষাণের মুখের কাছে ভনভন করে মৌমাছি চলে এসেছিল৷

 

 

 

 

ইশান কিষাণ অত্যন্ত মনযোগ সহকারে জাতীয় সঙ্গীত গাইছিলেন ,সেই সময় কার্যত তাঁর কানের মধ্যে দিয়ে মৌমাছিটি প্রায় ঢুকে যাচ্ছিল৷  ইশান কিষাণের এই ভাইরাল ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় কাঁপিয়ে ভাইরাল হয়েছে৷

 

আরও পড়ুন – Ind vs Zim: মাঠের মধ্যে হতে চলেছিল ভয়ানক বিপত্তি! ইশান ও অক্ষরের ভাইরাল ভিডিও

সকলেই আতঙ্কিত হয়ে পড়েছেন যদি কোনওভাবে মৌমাছিটি ইশান কিষাণকে হুল ফুটিয়ে দিত বা কানে কোনও ভাবে  ঢুকে যেত তাহলে অবস্থা আরও ভয়ানক হয়ে যেতে পারত৷

এদিনের  ম্যাচে জিম্বাবোয়ে শুরু থেকেই খুব খারাপ খেলেছিল৷৪০.৩ ওভারে ১৮৯ রান করেছিল তারা৷ তাও নবম উইকেটে ৭০ রানের পার্টনারশিপ হয়েছিল রিচার্ড নাগরাভা এবং ব্র্যাড ইভান্সের মধ্যে৷