হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে স্পেন! জয়ের জন্য মরিয়া হরমন, মনপ্রীতরা

#ভুবনেশ্বর: হকি বিশ্বকাপের ঢাকের কাঠি পড়ে গিয়েছিল একদিন আগেই। গ্রুপ লিগের প্রথম ম্যাচে বিরসা মুন্ডা আন্তর্জাতিক স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ স্পেন। হরমনপ্রীতদের পাখির চোখ যে জয়েই, তা আর বলার অপেক্ষা রাখে না। একে তো আয়োজক দেশ, তারপর টোকিও গেমসে ব্রোঞ্জ জিতে অনুরাগীদের প্রত্যাশা অনেকখানি বাড়য়ে দিয়েছে ভারতীয় দল। বিশ্বকাপে সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত অধিনায়ক হরমনপ্রীত সিংও।

ওলিম্পিকসে দুরন্ত পারফরম্যান্সের পর মনপ্রীত সিংয়ের থেকে ‘ক্যাপ্টেনস আর্মব্যান্ড’ উঠেছে তাঁর হাতে। অধিনায়ক হিসেবে মেগা আসর স্মরণীয় করে বদ্ধপরিকর ‘অমৃতসর কা পুত্তর’। বিশ্বের সেরা তিন ড্র্যাগ ফ্লিকারের মধ্যে একজন ২৭ বছর বয়সি ডিফেন্ডার হরমনপ্রীত। ২০২০ টোকিও ওলিম্পিকসহ মোট পাঁচটি টুর্নামেন্টে দেশের সর্বাধিক গোলদাতা তিনি।

আরও পড়ুন – ভারতের মাটিতে বিশ্বকাপে জয় দিয়ে শুরু আর্জেন্টিনার, লড়াই করে হার দক্ষিণ আফ্রিকার

১৬৪টি ম্যাচে তাঁর ঝুলিতে ১২৬ গোল। কোচ গ্রাহাম রিড বলছেন, ‘স্পিড, স্ট্রেন্থ ও অ্যাকুরেসির সমম্বয়ে সফল ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত’। ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতা, ৭০ কেজি ওজন, নিখুঁত অ্যাথলেটিসিজম সুদর্শন হরমনের ইউএসপি। ২০১৬ সালে জুনিয়র বিশ্বকাপ জয়ের কারিগর হরমনপ্রীত। পারফরম্যান্সের এই ধারাবাহিকতা ধরে রাখার রহস্য কী?

পাঞ্জাব তনয়ের সাফ কথা, ‘ড্র্যাগ ফ্লিক অনন্য শিল্প। একে বাঁচিয়ে রাখার দায়িত্ব আগামী প্রজন্মকেও নিতে হবে। তবে এটা কোনও রকেট সায়েন্স নয়। গোল করার এক সহজ পদ্ধতি। পুশারের সঙ্গে ফ্লিকারের বোঝাপড়া প্রয়োজন। উল্লেখ্য, ১৯৭৫ সালে ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল অজিতপাল সিংয়ের নেতৃত্বে। সেই বন্ধনীতে কি যোগ হবে হরমনপ্রীত সিংয়ের নাম?

তবে ভারতের থেকে তালিকায় পিছিয়ে থাকলেও স্পেন কিন্তু খুব কঠিন প্রতিপক্ষ। শেষবার প্রো লিগের ম্যাচে তারা ভারতকে হারিয়েছিল। সেটা মনে রেখেই আজ নামবে বরুণ কুমার, নিলম, মনদীপ সিং রা।