অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে রোহিতদের কী পরামর্শ দিলেন গাভাসকার ? জানুন

#হায়দারাবাদ: নাগপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিতে ভারতের সিরিজে সমতা ফেরানোর নেপথ্যে বড় ভূমিকা ছিল অধিনায়ক রোহিতের। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদেই চার বল বাকি থাকতে জিতে যায় ভারত। তবে লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া রান পাননি। বিরাট এই সিরিজে ফের ব্যর্থ। দুই ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ১৩!

আরও পড়ুন – একাধিক গোলের সুযোগ নষ্ট, ড্র দিয়ে কলকাতা লিগ শুরু ইস্টবেঙ্গলের

তবে ফিনিশারের ভূমিকায় দীনেশ কার্তিক ভরসা দিয়েছেন দলকে। শেষ ওভারে পরপর দুটো বাউন্ডারি মেরে জিতিয়ে ফেরেন তিনি। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে স্বস্তি দিচ্ছে ম্যাথু ওয়েডের ফর্ম। আক্রমণাত্মক মেজাজে রয়েছেন তিনি। অধিনায়ক অ্যারন ফিনচও গত ম্যাচে চালিয়ে খেলেছেন। ক্যামেরন গ্রিন, টিম ডেভিড রান পেয়েছেন।

তবে বোলিংয়ে জস হ্যাজলউড, প্যাট কামিন্সরা রান আটকাতে পারছেন না। সেই সুযোগ কাজে লাগিয়ে সিরিজ পকেটে পুরতে চাইছেন রোহিত-বিরাটরা। ভারতের খেলায় এখনো ধারাবাহিকতার অভাব স্পষ্ট সেটা বোঝা গিয়েছে। এই জায়গাটা উন্নতি করতে হবে, না হলে চরম বিপদ মনে করেন সুনীল গাভাসকর।

সানি জানিয়েছেন ভারতীয় দলের মাথায় রেখে নামা উচিত আজ সিরিজ নির্ণায়ক ফাইনালে টসের ফল পক্ষে যাক বা বিপক্ষে, ভারত যেন প্ল্যান বি ঠিক করে রাখে। অর্থাৎ আগে ব্যাট করতে হলেও যাতে কমপক্ষে দুশোর বেশি রান তোলা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পরে ব্যাট করলে সুবিধা। কিন্তু সেটা নিজেদের হাতে নেই।

তবে রান দিলেও হর্ষল প্যাটেলকে বাইরে রাখা উচিত হবে না মনে করেন তিনি। আর ওপেনিং পার্টনারশিপে রাহুলকে আরও আত্মবিশ্বাসী হতে হবে। একটু ধৈর্য দেখাতে হবে বিরাট কোহলিকে। আগের দিন যেটা দেখিয়ে সফল হয়েছিলেন রোহিত। দলের দুই সিনিয়র ব্যাটসম্যানকে যত বেশি সম্ভব উইকেটে থাকার দায়িত্ব নিতে হবে।

ওয়েডকে আটকানোর ক্ষেত্রে তাঁকে লেন্থ বল বেশি করার পরামর্শ দিয়েছেন গাভাসকর। তবে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাতে হলে বল হাতে জ্বলে উঠতে হবে চাহালকে। আজ তিনি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের বিপদে ফেলবেন মনে হচ্ছে সানির।