FIFA World Cup Qualifier

FIFA World Cup Qualifiers Indis vs Qatar: কাতার ম্যাচে রেফারির ‘ডাকাতি’, হাস্যকর গোল নিয়ে সমাজমাধ্যম জুড়ে ট্রোল, কটাক্ষ

দোহা: মঙ্গলবারই ফুটবল বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। কাতারে ১ গোলে এগিয়ে থেকেও রেফারির খারাপ সিদ্ধান্তে পর্যুদস্ত হতে হয়েছে ভারতকে। সেই ম্যাচে রেফারির অন্যায় সিদ্ধান্তই এখন আলোচনার বিষয়বস্তু।

এমনিতেই ধারে এবং ভারে সব দিক থেকেই অনেক কঠিন প্রতিপক্ষ কাতার, সেই ম্যাচে কাতারকে হারাতে পারলে বিশ্বকাপ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারত ভারত। কিন্তু ৭৩ মিনিটে রেফারির খারাপ সিদ্ধান্তে ম্যাচে সমতা ফেরায় কাতার। সমাজমাধ্যমে রেফারির এই সিদ্ধান্তকে শুধু ভুল বা বিতর্কিত নয়, ডাকাতিও বলছেন অনেকে।

কী হয়েছিল ম্যাচের ৭৩ মিনিটে? ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং কাতারের ফুটবলারের গোলমুখী শট বাঁচালেও বল হাত থেকে ফস্কে গোল লাইনের বাইরে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়া বল গোল লাইনের বাইরে থেকে টেনে এনে গোলে শট মারেন কাতারের ফুটবলার আইমেন। সবাইকে অবাক করে দিয়ে ম্যাচের রেফারি এবং দুই লাইন্সম্যান এটিকে গোল দেন। রেফারির এই সিদ্ধান্ত দেখে অবাক হয়ে যান ভারতীয় ফুটবলাররা। রেফারি তখন বল থেকে খুব একটা দূরে ছিলেন না, তাই এই সিদ্ধান্ত ইচ্ছাকৃত বলেই সমাজমাধ্যেমে অনেকে দাবি করেন। রেফারির এই সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে ভারতীয় ফুটবলাররা প্রতিবাদ জানালেও কাজের কাজ হয়নি।

প্রসঙ্গত, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ‘ভার’ ব্যবহার করা হয় না, তাই হয়তো খুব সহজেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায়। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন অবশ্য জানিয়েছে ফিফায় এই ধরনের রেফারিং নিয়ে প্রতিবাদ জানাবে।