টি-২০ বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে আরও একবার সমালোচকদের যাবতীয় প্রশ্নের জবাব দিয়েছেন বিরাট কোহলি। ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ে ৫৯ বলে ৭৬ রানের ম্যাচ উইনিং ইনিংসও খেলেছেন তিনি।

IND Vs SA Final T20 World Cup 2024: ভাঙন ঠেকালেন কোহলি-অক্ষর, বিরাট বিক্রমে ফাইনালে ১৭৬ রান তুলল ভারত

বার্বাডোজ: প্রথম দুই ওভারে ব্যাটে ঝড় তুলেছিলেন বিরাট এবং রোহিত। কিন্তু রোহিতের আউট হওয়ার পরেই পরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। রোহিত ৫ বলে ৯ রান করেন। পন্থ এবং সূর্যকুমার ০ এবং ৩ করে আউট হলে ম্যাচের হাল ধরেন অক্ষর প্যাটেল এবং বিরাট কোহলি। অক্ষর এক দিক থেকে বড় শট খেলতে থাকেন, অন্য দিকে উইকেটে টিকে থাকেন বিরাট। পরে অক্ষর ৩১ বলে ৪৭ রান করে রান আউট হলে ব্যাট করতে নামেন শিবম দুবে। টিম ম্যানেজম্যান্টের এত দিনের ভরসার দাম দিলেন শিবম দুবে। ১৬ বলে ২৭ করেন দুবে। ব্যক্তিগত ৫০ রান পেরোনোর পরেই চেনা মেজাজে পাওয়া গেল বিরাটকে। বিরাটের সৌজন্যেই ১৮তম ওভারে ১৬ রান দেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার রাবাডা। শেষ পর্যন্ত ৫৯ বলে ৭৬ করে আউট হন কোহলি।

শেষ পর্যন্ত বিরাট বিক্রমেই ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলল ভারত। এক দিনের বিশ্বকাপ ফাইনালের মতো টি২০ বিশ্বকাপ ফাইনালেও ব্যর্থ সূর্যকুমার। তবে বার্বাডোজে ভরসার দাম দিলেন দুবে এবং অক্ষর। অক্ষরকে ৫ নম্বরে নামিয়েছিলেন রোহিত। প্রবল চাপের মধ্যে অক্ষরের সঙ্গে বিরাটের ৭২ রানের যুগলবন্দিই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। পাশাপাশি ফাইনালে ছন্দে ফিরে সব সমালোচনার জবাব দিলেন কোহলি।