রোহিত বলেন, অধিনায়ক হওয়ার পর দলগত পারফরম্যান্সকেই গুরুত্ব দিয়েছি। কখনও ব্যক্তিগত মাইলস্টোন নিয়ে ভাবিনি। ১১ জন ক্রিকেটারের একসঙ্গে খেলে একটাই লক্ষ্য হওয়া উচিত।

IND vs ENG: রোহিতের হাফ সেঞ্চুরির, লাঞ্চ বিরতি পর্যন্ত ভারতের ১১৮ রানে ৩ উইকেট

রাঁচি: চতুর্থ দিনেই আসতে চলেছে রাঁচিতে ভারত বনাম ইংল্যান্ড টেস্টেল ফল। খুব বড় অঘটন না ঘটলে টিম ইন্ডিয়ার জয় ম্যাচ জেতায় সমস্যা হওয়ার কথা নয়। চতুর্থ দিনের সকালে ভারতের ৩টি উইকে পড়লেও, রোহিত শর্মার অর্ধশতরান ভারতকে জয়ের লক্ষ্যে অনেকটাই এগিয়ে দিয়েছে। চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ভারতের স্কোর ১১৮ রানে ৩ উইকেট।

তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৪০। চতুর্থ দিনের সকালেও ঠান্ডা মাথায় শুরু করেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ওপেনিং জুটিকে গুরুত্বপূর্ণ ৮৪ রানের পার্টনারশিপ করেন রোহিত-যশস্বী। ৩৭ রান করে সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল। এরপর নিজের অর্ধশতরান পূরণ করেন ভারত অধিনায়ক। তবে জুটি ভাঙার পর বেশি সময় ক্রিজে থাকতে পারেননি রোহিত। দলের ৯৯ রানের মাথায় ব্যক্তিগত ৫৫ রান করে আউট হন হিটম্যান।

দ্বিতীয় ইনিংসেও দলের প্রয়োজনে সময় ফের একবার নিরাশ করেন রজত পাতিদার। খাতা না খুলেই সাজঘরে ফেরেন তিনি। এরপর লাঞ্চের আগে পর্যন্ত উইকেটে টিকে থাকেন শুভমান গিল ও রবীন্দ্র জাদেজা। লাঞ্চ পর্যন্ত ১৮ রানে গিল ও জাদেজা ৩ রানে অপরাজিত। ম্যাচ জিততে ভারতের এখনও দরকার ৭৪ রান। হাতে রয়েছে ৭ উইকেট।