এরপর আগামী কয়েক মাস আর কোনও টেস্ট ম্যাচ খেলবে না ভারতীয় দল। সামনে রয়েছে আইপিএল ও টি-২০ বিশ্বকাপ। ধরমশালায় জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে জায়গা কিছুটা পাকা হল টিম ইন্ডিয়ার।

IND vs ENG 4th Test: চতুর্থ টেস্টে ভারতীয় দলে একাধিক বদল? থাকতে পারে মহাচমক! জেনে নিন বিস্তারিত

শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের  ৫ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ। রাঁচিতে হবে এই ম্যাচ। ইতিমধ্যেই সিরিজে পিছিয়ে গিয়েও ২-১ ব্যবধানে লিড নিয়েছে টিম ইন্ডিয়া।
শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের ৫ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ। রাঁচিতে হবে এই ম্যাচ। ইতিমধ্যেই সিরিজে পিছিয়ে গিয়েও ২-১ ব্যবধানে লিড নিয়েছে টিম ইন্ডিয়া।
এমএস ধোনির ঘরের মাঠে রোহিত শর্মার দলের কাছে সুযোগ সিরিজে পকেটে পোরার। প্রথম টেস্ট হারের প্রশ্ন উঠেছিল ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে। তবে পরপর ২টি টেস্ট জিতে আত্মবিশ্বাসী ভারত।
এমএস ধোনির ঘরের মাঠে রোহিত শর্মার দলের কাছে সুযোগ সিরিজে পকেটে পোরার। প্রথম টেস্ট হারের প্রশ্ন উঠেছিল ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে। তবে পরপর ২টি টেস্ট জিতে আত্মবিশ্বাসী ভারত।
চতুর্থ ম্যাচে রাঁচির পিচ ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি করেছে। পিচের একদিন ঘাস রয়েছে অপরদিকে ন্যাঁড়া উইকেট। একদিকে পেসাররা সাহায্য পাবে, অপরদিকে স্পিনাররা। বিশেষ করে বেন স্টোকস অবাক হয়েছেন উইকেট দেখে।
চতুর্থ ম্যাচে রাঁচির পিচ ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি করেছে। পিচের একদিন ঘাস রয়েছে অপরদিকে ন্যাঁড়া উইকেট। একদিকে পেসাররা সাহায্য পাবে, অপরদিকে স্পিনাররা। বিশেষ করে বেন স্টোকস অবাক হয়েছেন উইকেট দেখে।
চতুর্থ ম্যাচে ভারতের একাদশ কেমন হবে তা নিয়েও রয়েছে জল্পনা। জসপ্রীত বুমরাহে বিশ্রাম দেওয়া হয়ছে। রজত পাতিদার ফর্মে নেই। কেএল রাহুল দলে ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।
চতুর্থ ম্যাচে ভারতের একাদশ কেমন হবে তা নিয়েও রয়েছে জল্পনা। জসপ্রীত বুমরাহে বিশ্রাম দেওয়া হয়ছে। রজত পাতিদার ফর্মে নেই। কেএল রাহুল দলে ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।
এখনও পর্যন্ত যা খবর তাতে রাঁচি টেস্টে কেএল রাহুলের প্রথম একাদশে আসার সম্ভাবনা খুবই কম। আর পেস অ্যাটাকে দুই বঙ্গ পেসারের মধ্যে একজন প্রথম দলে আসবেন। আকাশ দীপের অভিষেক হয় কিনা সেটাই দেখার।
এখনও পর্যন্ত যা খবর তাতে রাঁচি টেস্টে কেএল রাহুলের প্রথম একাদশে আসার সম্ভাবনা খুবই কম। আর পেস অ্যাটাকে দুই বঙ্গ পেসারের মধ্যে একজন প্রথম দলে আসবেন। আকাশ দীপের অভিষেক হয় কিনা সেটাই দেখার।
এক ঝলকে দেখে নিন চতুর্থ টেস্টে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রজত পাতিদার /  কেএল রাহুল, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল,  অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার /  আকাশ দীপ।
এক ঝলকে দেখে নিন চতুর্থ টেস্টে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রজত পাতিদার / কেএল রাহুল, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার / আকাশ দীপ।