India vs England: শততম টেস্টের পর ট্যুইটারে আবেগপ্রবণ পোস্ট ইশান্তের

#আহমেদাবাদ: একজন পেসারের পক্ষে ১০০টি টেস্ট খেলা কিন্তু মুখের কথা নয়! সেখানে ইশান্ত শর্মার (Ishant sharma)১৪ বছরের দীর্ঘ কেরিয়ারের কম চোট-আঘাত আসেনি৷ আঘাত-যন্ত্রণার ইতিহাস ভুলেই কিন্তু ইশান্ত বুধবার মাইলস্টোন লিখলেন৷ কপিল দেবের (Kapil Dev) পর দ্বিতীয় ভারতীয় পেসার হিসাবে ১০০ নম্বর টেস্ট খেললেন৷

বুধবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) গোলাপি বলে দিন-রাতের টেস্টে পেলেন উইকেটও৷ তবে ইশান্ত শততম টেস্ট খেলার দিনটি কোনওদিনই ভুলতে পারবেন না৷ ম্যাচের আগে তাঁর সম্মানে শুধুই গার্ড অফ অনার ছিল না৷ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (RamNath Kovind) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) হাত থেকে পেলেন বিশেষ স্মারক৷

এদিন রাতে ইশান্ত দিনের ঘটে যাওয়া প্রতিটি সেরা মুহূর্তের কোলাজ বানিয়ে ছবি পোস্ট করলেন ট্যুইটারে৷ দিল্লির ল্যাঙ্কি পেসার তাঁর স্ত্রী প্রতিমা সিংয়ের সঙ্গেও ছবি পোস্ট করলেন৷ প্রতিমাও কিন্তু জাতীয় মহিলা বাস্কেটবল টিমের খেলোয়াড়৷ ইশান্ত ট্যুইটারে লিখলেন “এই মুহূর্তে নিজের আবেগ ব্যক্ত করার জন্য শব্দ অনেকটাই কম পড়ে যাবে৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দজি, অমিত শাহজি ও প্রতিমা সিংকে আমার ধন্যবাদ৷ এর সঙ্গেই আমার টিমের সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই এই সম্মান ও বিশেষ মুহূর্তের জন্য৷ সবসময় ভালবাসা আর সমর্থনের জন্য আমি ধন্য৷”