Jasprit Bumrah: জসপ্রীত বুমরাহ কার কাছ থেকে ইয়র্কার ডেলিভারি শিখেছেন, এতদিনে হল রহস্যভেদ

বিশাখাপত্তনম টেস্টে ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারতীয় দল। ৫ ম্যাচের সিরিজের বর্তমান ফল ১-১। দ্বিতীয় টেস্টে ভারতের জয়ে ব্যাটিংয়ে যেমন বড় ভূমিকা নিয়েছেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। ঠিক তেমন বোলিংয়ে আগুন ঝরিয়েছেন জসপ্রীত বুমরাহ। ২ ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বুমরাহ।

দ্বিতীয় ম্যাচে ৯টি উইকেট নিলেও প্রথম ইনিংসে অলি পোপকে নিখুঁত ইয়র্কারে করা বুমরাহের বোল্ড সকলের নজর কেড়ে নিয়েছে। ইয়র্কার স্পেশালিস্ট হিসেবে বরাবর খ্যাতি রয়েছে বুমরাহের। এমন নিখুঁত ইয়র্কার কার কাছ থেকে শিখেছেন কিংবা কে তাঁর অনুপ্রেরণা এই বিষয়ে ফ্যানেদের জানার কৌতুহল রয়েছে। দ্বিতীয় টেস্টের পর সেউ বিষয় নিয়েই মুখ খুললেন বুমরাহ।

এক সাক্ষাৎকারে জসপ্রীত বুমরা জানিয়েছেন,?ইয়র্কারই ছিল আমার প্রথম শেখা ডেলিভারি। ছোট বেলায় টেনিস বল দিয়ে ক্রিকেট খেলতাম। সেই সময় থেকেই এই ডেলিভারি রপ্ত করার চেষ্টা চালিয়ে গিয়েছি। এছাড়া আমি টেলিভিশনে ওয়াকার ইউনিস, ওয়াসিম আক্রম ও জাহির খানকে এটা করতে দেখেছি এবং তাদের দেখে অনুপ্রাণিত হই। সেখান থেকেই আমি এই ডেলিবারি শিখেছি।?

আরও পড়ুনঃ IND VS ENG: সিরিজের মাঝেই ভারত ছাড়ছে ইংল্যান্ড দল! কারণটা কী

প্রসঙ্গত, বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে ৩৯৬ রান করে ভারত। ডাবল সেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল। জবাবে প্রথম ইনিংসে ২৫৬ রান করে অলাআউট হয়ে যায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৭৬ রান করেন জ্যাক ক্রাউলি। ৬ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। প্রথম ইনিংসে ১৪৩ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে ২৫৫ করে ভারত। ১০৪ রান করেন শুভমান গিল। ৩৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৯২ রানে অলআউট হয়ে যায় ব্রিটিশরা।