India vs New Zealand: ময়াঙ্কের উইকেট হারালেও কানপুর টেস্টে শুরুটা ভালোই হল ভারতের

কানপুর: টি টোয়েন্টির পালা শেষ ৷ এবার শুরু টেস্টের লড়াই ৷ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে কিউয়িদের ৩-০ উড়িয়ে দেওয়ার পর আজ, বৃহস্পতিবার থেকে কানপুরে প্রথম টেস্ট খেলতে নেমেছে ভারত ৷ এই টেস্টে কোহলি এবং রোহিতের মতো দলের অনেক সিনিয়র ক্রিকেটাররাই খেলছেন না ৷ অধিনায়ক অজিঙ্কা রাহানের ভরসা তাই তরুণ ক্রিকেটাররাই ৷ দলের নতুন হেড কোচ রাহুল দ্রাবিড়েরও ভারতীয় দলের কোচ হিসেবে প্রথম টেস্ট পরীক্ষা ৷ দ্রাবিড়-ভক্তদের একটাই আশা, দ্বিতীয় সারির ভারতীয় দল নিয়েও যেন নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারেন অজিঙ্কা রাহানেরা (India vs New Zealand-Kanpur Test)।

টস জিতে এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে ময়াঙ্ক আগরওয়ালের উইকেট হারায় ভারত ৷ ২৮ বলে ১৩ রান করেন তিনি ৷ আরেক ওপেনার শুভমান গিল করেন ৫২ রান ৷

আরও পড়ুন– টেস্ট ছাড়া আর সুযোগ পান না! সেই অশ্বিনকে দেখলেই হাঁটু কাঁপে উইলিয়ামসনের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট-বাহিনীর স্বপ্নের ট্রফি ছিনিয়ে নিয়েছিল নিউজিল্যান্ড ৷ এবার তাদের বিরুদ্ধে ঘরের মাঠে লড়াই টিম ইন্ডিয়ার ৷ টেস্টে বিশ্বসেরাদের বিরুদ্ধে ভারতের এই দলও সিরিজে নিজেদের সেরাটাই দেবে বলে মনে করা হচ্ছে ৷

কানপুরের পিচে ঘাস নেই। প্রথম দু’দিন ব্যাটসম্যানদের জন্য তাই আদর্শ হয়ে উঠতে পারে পিচ। চিরাচরিতভাবে তৃতীয় দিন থেকে বল ঘোরার সম্ভাবনা রয়েছে এখানে ৷ বরাবরই গ্রিন পার্কের উইকেট স্পিনারদের জন্য সহায়ক ৷

এই ম্যাচে টেস্টে অভিষেক ঘটেছে শ্রেয়স আয়ারের। ভারতের ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলে নিয়মিত খেললেও টেস্ট ফর্ম্যাটে জায়গা পাচ্ছিলেন না। হনুমা বিহারির মতো ব্যাটসম্যান থাকায় শ্রেয়সকে টেস্ট দলে আগে সেভাবে ভাবেননি নির্বাচকরা।

আরও পড়ুন-আজ জীবনের অন্যতম আনন্দের দিন ভুবনেশ্বর কুমারের, এক খবরে বাড়িতে খুশির হাওয়া

পাঁচ জন ব্যাটসম্যান, উইকেটরক্ষক, তিন স্পিনার ও দুই পেসারে দল গড়েছে ভারত। প্রথম একাদশে রয়েছেন শুভমান গিল, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা এবং উমেশ যাদব ৷