ভারত-পাকিস্তান ম্যাচ চলতি সপ্তাহেই! আবার বড় মঞ্চে খেলা, তারিখ, সময় জেনে নিন

মুম্বই : ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ক্রিকেটভক্তরা। গত কয়েক বছরে অনেক বড় মঞ্চে দুই দলের মধ্যে ম্যাচ হয়েছে। এদিকে, জুলাই মাসে আরও একবার দুই দল একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মহিলাদের এশিয়া কাপে।

ভারত এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। ওডিআই এবং টি-টোয়েন্টি ফর্ম্যাট-সহ মোট সাতবার এই শিরোপা জিতেছে। টিম ইন্ডিয়া বর্তমানে এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল।

মহিলা এশিয়া কাপ ২০২৪-এ আটটি দল শিরোপার জন্য লড়বে। প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে এবং তার পর ২৮ জুলাই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচটি হবে ১৯ জুলাই।

আরও পড়ুন- রোহিত শর্মার আয় ও মোট সম্পত্তি কত? টাকার অঙ্ক জানলে আকাশ থেকে পড়বেন

এই ম্যাচই হতে চলেছে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ। ভারতীয় দলের গ্রুপে নেপাল, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহী রয়েছে। মহিলা এশিয়া কাপ ২০২৪- এর সমস্ত ম্যাচ ডাম্বুলার রাঙ্গিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে। এক নজরে দেখে নেওয়া যাক টিম ইন্ডিয়ার এশিয়া কাপের সূচি-

ভারতের গ্রুপ পর্বের ম্যাচ
১৯ জুলাই (শুক্রবার): ভারত বনাম পাকিস্তান – সন্ধে ৭টা, রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শ্রীলঙ্কা।

২১ জুলাই (রবিবার): ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী – দুপুর ২টো, রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শ্রীলঙ্কা।

২৩ জুলাই (মঙ্গলবার): ভারত বনাম নেপাল – সন্ধে ৭টা। রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শ্রীলঙ্কা।

—- Polls module would be displayed here —-

মহিলাদের এশিয়া কাপ ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার করা হবে। মহিলাদের এশিয়া কাপের ম্যাচগুলি ভারতে Disney+Hotstar-এ সরাসরি সম্প্রচার করা হবে।

আরও পড়ুন- ‘বিরাট কোহলি আর আমাদের চেনে না, ওর এখন অনেক টাকা, ক্ষমতা’, মারাত্মক অভিযোগ

মহিলা এশিয়া কাপ ২০২৪-এর জন্য ভারতীয় দল-

হরমনপ্রীত কউর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার), উমা ছেত্রী (উইকেটকিপার), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, জেমিমা রড্রিগস, রেণুকা ঠাকুর, দয়ালান হেমলতা, আশা শোভন। , রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, সাজনা সজীবন।