India vs South Africa Final: মিলে যাচ্ছে সব অঙ্ক, টি-২০ বিশ্বকাপ আসছে ভারতের ঘরে! জেনে নিন বিস্তারিত

এক মাসের লড়াই শেষে ২৯ জুন শনিবার নির্ধারিত হতে চলেছে কার মাথায় উঠবে টি-২০ ক্রিকেটে বিশ্বসেরার শিরোপা। মুখোমুখি হতে চলেছে প্রতিযোগিতার সবথেকে সেরা ও ধারাবাহিক দুই দল ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারতীয় সময় রাত ৮টা থেকে বার্বাডোজের ব্রিজডোজের ব্রিজ টাউন স্টেডিয়ামে মুখোমুখি হবে রোহিত শর্মা ও এডেন মার্করামের দল। ট্রফির খরা কাটাতে মরিয়া দুই দেশ।
এক মাসের লড়াই শেষে ২৯ জুন শনিবার নির্ধারিত হতে চলেছে কার মাথায় উঠবে টি-২০ ক্রিকেটে বিশ্বসেরার শিরোপা। মুখোমুখি হতে চলেছে প্রতিযোগিতার সবথেকে সেরা ও ধারাবাহিক দুই দল ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারতীয় সময় রাত ৮টা থেকে বার্বাডোজের ব্রিজডোজের ব্রিজ টাউন স্টেডিয়ামে মুখোমুখি হবে রোহিত শর্মা ও এডেন মার্করামের দল। ট্রফির খরা কাটাতে মরিয়া দুই দেশ।
২০১১ সালে শেষবার ওডিআই বিশ্বকাপ জিতেছে ভারত। ২০১৩ সালে শেষবার কোনও আইসিসি ট্রফি জিতেছে ভারত। আর টি-২০ বিশ্বকাপ ভারতের ঘরে এসেছে সেই ২০০৭ সালে। তারপর থেকে শুধুই খরা। এবার সেই আইসিসি ট্রফির খরা কাটবে ও ভারত আরও একবার বিশ্বসেরা হবে, সেই আশাতেই বুক বাঁধছে দেড়শো কোটির দেশ। তারমধ্যে একটি পরিংসখ্যান সামনে এসেছে। যেই অঙ্ক বলছে কাপ আসছে ভারতের ঘরে। কী সেই সমীকরণ? চলুন দেখে নেওয়া যাক।
২০১১ সালে শেষবার ওডিআই বিশ্বকাপ জিতেছে ভারত। ২০১৩ সালে শেষবার কোনও আইসিসি ট্রফি জিতেছে ভারত। আর টি-২০ বিশ্বকাপ ভারতের ঘরে এসেছে সেই ২০০৭ সালে। তারপর থেকে শুধুই খরা। এবার সেই আইসিসি ট্রফির খরা কাটবে ও ভারত আরও একবার বিশ্বসেরা হবে, সেই আশাতেই বুক বাঁধছে দেড়শো কোটির দেশ। তারমধ্যে একটি পরিংসখ্যান সামনে এসেছে। যেই অঙ্ক বলছে কাপ আসছে ভারতের ঘরে। কী সেই সমীকরণ? চলুন দেখে নেওয়া যাক।
পাকিস্তান দল ২০০৭ সালের মতন এই বছরেও ম্যাচ টাই হওয়ার পর জিততে ব্যর্থ হয়েছে। ২০০৭ সালে  ভারত বনাম পাকিস্তানের প্রথম গ্রুপ স্টেজের ম্যাচটি টাই হয়েছিল। খেলার ফলাফল পাওয়ার জন্য বোলআউটের পথ বেছে নেওয়া হয়েছিল। যেখানে ভারতীয় দল তিন-শূন্য ব্যবধানে পাকিস্তানকে পরাস্ত করে এবং জিতে নিয়েছিল ম্যাচটি। এবারের বিশ্বকাপেও আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টাই করেছিল পাকিস্তান।  সুপার ওভারে ম্যাচ হারে বারররা।
পাকিস্তান দল ২০০৭ সালের মতন এই বছরেও ম্যাচ টাই হওয়ার পর জিততে ব্যর্থ হয়েছে। ২০০৭ সালে ভারত বনাম পাকিস্তানের প্রথম গ্রুপ স্টেজের ম্যাচটি টাই হয়েছিল। খেলার ফলাফল পাওয়ার জন্য বোলআউটের পথ বেছে নেওয়া হয়েছিল। যেখানে ভারতীয় দল তিন-শূন্য ব্যবধানে পাকিস্তানকে পরাস্ত করে এবং জিতে নিয়েছিল ম্যাচটি। এবারের বিশ্বকাপেও আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টাই করেছিল পাকিস্তান। সুপার ওভারে ম্যাচ হারে বারররা।
ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানকে ২০০৭ সালে দুবারই রান ডিফেন্ড করে হারিয়েছিল। এবারেও ঠিক সেটাই হলো। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল কেবলমাত্র ১১৯ রান ডিফেন্ড করে গ্রুপ পর্বে ম্যাচে জিতেছিল।
ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানকে ২০০৭ সালে দুবারই রান ডিফেন্ড করে হারিয়েছিল। এবারেও ঠিক সেটাই হলো। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল কেবলমাত্র ১১৯ রান ডিফেন্ড করে গ্রুপ পর্বে ম্যাচে জিতেছিল।
২০০৭ সালে  টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ওডিআই ফরম্যাটে বিশ্বকাপ জয়ী দল ছিল অস্ট্রেলিয়া এবং তৎকালীন সময়ে তারাই ছিল টেস্টের এক নম্বর দল। বর্তমান টি-২০ বিশ্বকাপের সময়তেও ঠিক একই পরিস্থিতি।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ওডিআই ফরম্যাটে বিশ্বকাপ জয়ী দল ছিল অস্ট্রেলিয়া এবং তৎকালীন সময়ে তারাই ছিল টেস্টের এক নম্বর দল। বর্তমান টি-২০ বিশ্বকাপের সময়তেও ঠিক একই পরিস্থিতি।
অস্ট্রেলিয়া দলের বোলার প্যাট কামিন্স হ্যাটট্রিক করার পর এই সমীকরণটি আরও উজ্জ্বল হয়ে যায়। আসলে, ২০০৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন অজি কিংবদন্তি বোলার ব্রেট লি। এবারও হ্যাটট্রিক করেছেন কামিন্স।
অস্ট্রেলিয়া দলের বোলার প্যাট কামিন্স হ্যাটট্রিক করার পর এই সমীকরণটি আরও উজ্জ্বল হয়ে যায়। আসলে, ২০০৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন অজি কিংবদন্তি বোলার ব্রেট লি। এবারও হ্যাটট্রিক করেছেন কামিন্স।
২০০৭ সালে আয়োজক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাঁ হাতি পেসার রুদ্র প্রতাপ সিং যিনি ১৩ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছিলেন। অন্যদিকে এবারের বিশ্বকাপের কো-হোস্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতীয় দলের বাঁ হাতি পেসার অর্শদীপ সিং ৯ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন।
২০০৭ সালে আয়োজক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাঁ হাতি পেসার রুদ্র প্রতাপ সিং যিনি ১৩ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছিলেন। অন্যদিকে এবারের বিশ্বকাপের কো-হোস্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতীয় দলের বাঁ হাতি পেসার অর্শদীপ সিং ৯ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন।
২০০৭ সালে ঠিক যেমন ঘটেছিল ২০২৪ বিশ্বকাপে ঠিক তেমনটাই ঘটতে দেখা যাচ্ছে। প্রথমত ২০০৭ সালে কেরালা দল থেকে সুযোগ পেয়েছিলেন  শ্রীশান্থ। এবার২০২৪ সাবে ভারতীয় দলের কেরালার প্লেয়ার হলেন সঞ্জু স্যামসন।
২০০৭ সালে ঠিক যেমন ঘটেছিল ২০২৪ বিশ্বকাপে ঠিক তেমনটাই ঘটতে দেখা যাচ্ছে। প্রথমত ২০০৭ সালে কেরালা দল থেকে সুযোগ পেয়েছিলেন শ্রীশান্থ। এবার২০২৪ সাবে ভারতীয় দলের কেরালার প্লেয়ার হলেন সঞ্জু স্যামসন।
২০০৭ সালে ভারতীয় ক্রিকেচ দলের একটি ম্যাচ অ্যাসোসিয়েট দেশের বিরুদ্ধে ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে কানাডার (অ্যাসোসিয়েট কান্ট্রি) বিরুদ্ধে একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে।
২০০৭ সালে ভারতীয় ক্রিকেচ দলের একটি ম্যাচ অ্যাসোসিয়েট দেশের বিরুদ্ধে ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে কানাডার (অ্যাসোসিয়েট কান্ট্রি) বিরুদ্ধে একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে।