গম্ভীর ও কোহলি একে অপরের অনেক ভাল ভাল ইনিংস নিয়ে কথা বলেন। গোটা সাক্ষাৎকার দেখে আপনার একবারও মনে হবে না, এই দুজনের মধ্যে কোনওদিন ঝামেলা হয়েছিল!

India vs Sri Lanka: গম্ভীরের কোচিংয়ে টিম ইন্ডিয়ার প্রথম অনুশীলন, ভারতীয় ক্রিকেটে শুরু নয়া অধ্যায়, দেখুন ভিডিও

কলম্বো: ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে সোমবারই প্রথম সাংবাদিক বৈঠক করেছিলেন গৌতম গম্ভীর। আগামী ৩ বছর নিজের টার্গেট অনেকটাই পরিষ্কার করে দিয়েছেন টিম ইন্ডিয়ার নতুন হেডস্যার। এবার ভারতের কোচ হিসেবে প্রথমবার দল নিয়ে অনুশীলনে নামলেন গম্ভীর। সামনে এল সেই ভিডিও। সৌজন্যে বিসিসিআই।

কোচ হিসেবে গৌতম গম্ভীরের প্রথম চ্যালেঞ্জ শ্রীলঙ্কা সফর। ইতিমধ্যেই শ্রীলঙ্কায় পৌছে গিয়েছে ভারতীয় দল। সেখানে পৌছে সময় নষ্ট করেননি নতুন কোচ। দল নিয়ে নেমে পড়েছেন অনুশীলনে। মঙ্গলবার থেকে ভারতীয় ক্রিকেটে গম্ভীর যুগের সূচনা হয়ে গেল। কলম্বোয় মঙ্গলবার সকালে অনুশীলন করে টিম ইন্ডিয়া।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায় অনুশীলনে নামছেন গৌতম গম্ভীর। প্রথম দিনই মাঠে অনুশীলনে তীক্ষ্ণ নজর রাখেন তিনি। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে ও তাদের বিভিন্ন বিষয়ে টিপসও দেখা যায়। গৌতম গম্ভীরের সঙ্গে গোটা দলকে ফুরফরে মেজাজেই পাওয়া যায়।

আরও পড়ুনঃ শুধু কপিল-ধোনি-রোহিত নয়, টিম ইন্ডিয়াকে আইসিসি ট্রফি জিতিয়েছেন আরও এক অধিনায়ক

প্রসঙ্গত, ২৭ জুলাই থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজ। ২৭, ২৮, ৩০ জুলাই ৩টি টি-২০ ম্যাচ খেলবে দুই দেশ। এরপর ২, ৪ ও ৭ অগাস্ট ৩টি একদিনের ম্যাচ খেলবে ভারত-শ্রীলঙ্কা। টি-২০ সিরিজে দেশকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব ও ওডিআই সিরিজে রোহিত শর্মা। জয় দিয়ে কোচিং কেরিয়ার শুরু করতে আত্মবিশ্বাসী গম্ভীর।