রোহিত, বিরাট, জাদেজা নেই! জিম্বাবোয়ে সিরিজে ভারতের দল কেমন হবে? ম্যাচ কবে থেকে?

কলকাতা: ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে রোহিত শর্মার ভারতীয় দল। অন্যদিকে, অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষ্মণের নেতৃত্বে জিম্বাবোয়ের উদ্দেশে রওনা দিয়েছে টিম ইন্ডিয়া।

ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৬ জুলাই থেকে। শুভমান গিল ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। ভারতীয় দলের জন্য আপাতত রেগুলার কোচ নেই। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) প্রধান ভিভিএস লক্ষ্মণ এই সিরিজে কোচের দায়িত্ব নেবেন।

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে ভারতের একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। জিম্বাবোয়ে সফরে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের মাত্র ৩ জন সদস্যকে দেখা যাবে। সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও শিবম দুবে।

আরও পড়ুন- ডোপিংয়ের অভিযোগ, হার না মানা লড়াই লড়েই প্যারিস অলিম্পিক গেমসে শ্যুটার সন্দীপ

বিশ্বকাপ দলের রিজার্ভ ক্রিকেটার রিঙ্কু সিং ও খলিল আহমেদও জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে অংশ নেবেন। হ্যারিকেন বেরিলের কারণে ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন দল বর্তমানে বার্বাডোসে আটকে রয়েছে।

—- Polls module would be displayed here —-

আমেরিকা থেকে জিম্বাবোয়ে পৌঁছবে শুভমন গিলের ভারতীয় দল। রিয়ান পরাগ এবং অভিষেক শর্মা প্রথমবার ভারতীয় দলে অন্তর্ভুক্ত হয়েছেন। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ‘এক্স’-এ ছবি শেয়ার করেছেন। সেখানে অভিষেক শর্মা, রিয়ান পরাগ, রুতুরাজ গায়কওয়াড়, আভেশ খান, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, তুষার দেশপান্ডে এবং এনসিএ প্রধান লক্ষ্মণকে দেখা যাচ্ছে।

ভারত-জিম্বাবোয়ের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে ৬ জুলাই। ওই দিন শনিবার। দ্বিতীয় ম্যাচটি হবে পরের দিন অর্থাৎ রবিবার। তার মানে টানা দুটি ব্যাক টু ব্যাক ম্যাচ । ভারতীয় সময়ে ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে চারটে থেকে। টস হবে তার আধা ঘন্টা আগে। অর্থাৎ ৪টেয়।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি হবে ১৪ জুলাই। অর্থাৎ সপ্তাহে ৫টি ম্যাচ হবে। সবগুলো ম্যাচই হবে জিম্বাবোয়ের রাজধানী হারারেতে।

আরও পড়ুন- চাকরি ছাড়লেন দ্রাবিড়! গোপন কথা জানালেন, একজন ক্রিকেটারের নাম নিলেন

জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কওয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, শিবম দুবে, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আভেশ খান, খলিল আহমেদ , মুকেশ কুমার এবং তুষার দেশপান্ডে।