জিতল ভারত।

Ind vs Zim t20 series: বিরাট-রোহিতোত্তর যুগের সূচনা, নতুনদের নিয়েই বিদেশের মাঠে সাফল্য পেল শুভমনের ভারত

বিরাট-রোহিতোত্তর যুগের সূচনাটা খারাপ হল না ভারতের। বিশ্বকাপ জেতা দলের অধিকাংশ খেলোয়ারকেই বিশ্রাম দিয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে নেমেছিল ভারত। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় ভারত। পরপর তিন ম্যাচ জিতে সিরিজও জিতে নেন শুভমনরা। সিরিজের শেষ ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার। সেই ম্যাচে জিম্বাবোয়েকে ৪২ রানে হারিয়ে ৪-১ ব্যাবধানে সিরিজ পকেটে পুড়ে নিল ভারত।

আরও পড়ুন: প্রসবের সময় মারা যান স্ত্রী! দেহ সৎকার করে চিতাভস্ম থেকে যা পাওয়া গেল… জানলে আপনিও শিউরে উঠবেন

রবিবার হারারেতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করে ভারত। শুরুতে যশস্বী, অভিষেক এবং শুভমনের উইকেট হারিয়ে চাপে পড়লে ভারতের ইনিংসের হাল ধরেন সঞ্জু এবং রিয়ান। ভারতের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৫৮ রান করেন সঞ্জু স্যামসন। ঝোড়ো ১২ বলে ২৬ করেন শিবম দুবে এবং ২৪ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন রিয়ান পরাগ।

আরও পড়ুন: ফের বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী! ২০২৫-এ কী হবে? শুনলে গায়ে কাঁটা দেবে

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৩৪ রান করেন ডিয়ন মায়ার্স। এছাড়াও ওপেনার মারুমানি ২৪ বলে ২৭ রান করেন। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস।

বিশ্বকাপে তেমন দাগ কাটতে না পারলেও এদিন ভারতের হয়ে ব্যাটে-বলে সফল হলেন শিবম দুবে। ব্যাটে ১২ বলে ২৬ রানের পাশাপাশি ৪ ওভার বল করে ২টি উইকেট নিয়ে ২৫ রান খরচ করেন তিনি। পাশাপাশি ৩.৩ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন মুকেশ কুমার।