শ্রীনগর: বিধানসভা নির্বাচনের পর থেকেই ফের জম্মু কাশ্মীরে বার বার সেনাবাহিনীকে নিশানা করছে জঙ্গিরা৷ পাল্টা জঙ্গিদের উপযুক্ত জবাবও দিচ্ছে নিরাপত্তা বাহিনী৷ জঙ্গিদের সঙ্গে এই লড়াইয়ে শহিদ হয়েছেন বেশ কয়েকজন সেনা জওয়ানও৷ তবে শুধু সেনা জওয়ানরাই নন, জঙ্গি দমন অভিযানে গিয়ে প্রাণ দিল ফ্যান্টম নামে একটি সেনা কুকুরও৷
জানা গিয়েছে, সোমবার জম্মুর আখনুরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় সেনাবাহিনীর৷ জঙ্গিদের দলটিকে কোণঠাসাও করে ফেলে নিরাপত্তা বাহিনী৷ কিন্তু আচমকাই জঙ্গিদের ছোড়া একটি গুলি এসে লাগে ফ্যান্টম নামে ওই কুকুরটির শরীরে৷ গুরুতর আহত হয় চার বছর বয়সি ফ্যান্টম৷ পরে মৃত্যু হয় তার৷
Update
We salute the supreme sacrifice of our true hero—a valiant #IndianArmy Dog, #Phantom.
As our troops were closing in on the trapped terrorists, #Phantom drew enemy fire, sustaining fatal injuries. His courage, loyalty, and dedication will never be forgotten.
In the… pic.twitter.com/XhTQtFQFJg
— White Knight Corps (@Whiteknight_IA) October 28, 2024
আরও পড়ুন: ‘আমার ৮৩ কেজি ওজন, ভদ্রমহিলার চল্লিশ কেজি!’ পুলিশি জিজ্ঞাসাবাদের পর মুখ খুললেন তন্ময়
জম্মু কাশ্মীরে নিযুক্ত হোয়াইট নাইট কর্পসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে ফ্যান্টমের মৃত্যু সংবাদ জানানো হয়েছে৷ সেখানে লেখা হয়েছে, ‘আমাদের প্রকৃত নায়ক, ভারতীয় সেনার সাহসী সারমেয় ফ্যান্টমের এই চূড়ান্ত আত্মত্যাগকে আমরা শ্রদ্ধা জানাই৷ ফ্যান্টমের সাহস, আনুগত্য এবং নিষ্ঠাকে কোনওদিন ভুলে যাওয়া সম্ভব নয়৷’
জানা গিয়েছে, চার বছর বয়সি ফ্যান্টম বেলজিয়ান মেলিনইস প্রজাতির পুরুষ কুকুর ছিল৷ গোটা বিশ্বেই সেনা কুকুর হিসেবে কাজ করার জন্য এই প্রজাতির কুকুরদের সুনাম রয়েছে৷ ২০২০ সালের ২৫ মে জন্ম হয় ফ্যান্টমের৷ ভারতীয় সেনায় অ্যাসল্ট ডগ হিসেবে নিযুক্ত ছিল ফ্যান্টম৷ ২০২২ সালের ১২ অগাস্ট মিরাটের আরভিসি সেন্টার থেকে প্রশিক্ষণ শেষ করে ভারতীয় সেনায় যোগ দিয়েছিল ফ্যান্টম৷