Rohit Sharma, IND vs SL: সাংবাদিক সম্মেলনে বিন্দাস মুডে রোহিত শর্মা ! হাসি মজায় দিলেন সব উত্তর

#মোহালি: রাত পোহালেই মোহালির ২২ গজে শ্রীলংকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত। শুক্রবার ম্যাচ নিয়ে অধিনায়ক রোহিত শর্মার বিন্দুমাত্র টেনশন আছে বডি ল্যাঙ্গুয়েজ বোঝা গেল না। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক সম্মেলনে রীতিমতো হাসি মজা করলেন ভারতের নতুন অধিনায়ক। নিজে এই নিয়ে ৪০ তম টেস্ট ম্যাচে নামতে চলেছেন। হিটম্যান বললেন আমি খুশি ৪০ টেস্ট খেলতে পেরে। সংখ্যা দিয়ে আমার কিছু আসে যায় না।

আরও পড়ুন – Elina Svitolina: টেনিস কোর্টে ইউক্রেনের বদলা! রুশ প্রতিদ্বন্দীকে উড়িয়ে দিলেন এলিনা সোয়াইতোলিনা

চোট সমস্যা, খারাপ ফর্ম, ধারাবাহিকতার অভাব – এসবই খেলার অঙ্গ। আপনি যখন দীর্ঘ সময় ধরে খেলবেন, তখন এই সমস্যা হওয়াটাই স্বাভাবিক। মাঠে দর্শক আসছে এটা দারুণ ব্যাপার। পিচ কি ধরনের হবে একজন সাংবাদিক প্রশ্ন করলে, রোহিত মজা করে বলেন, দয়া করে এই প্রশ্নগুলোই করুন। আমার জন্য ভাল। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন বিতর্কিত প্রশ্ন না হলেই ভাল। আবার কখনও বলে উঠলেন, আমার হিন্দি ততটা ভাল নয়।

শুক্রবার মোহালিতে শততম টেস্ট খেলতে নামছেন বিরাট কোহলি। ভারতের দ্বাদশ ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করতে চলেছেন তিনি। প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে এসে সতীর্থের ভূয়সী প্রশংসা করে গেলেন রোহিত। রোহিত বলেছেন, দীর্ঘ একটা যাত্রা পেরিয়ে এল। কী অসাধারণ সময় কাটিয়েছে। এই ফরম্যাটে দুর্দান্ত পারফর্ম করেছে। দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু পরিবর্তন করেছে।

আশা করি আগামিদিনেও এভাবেই দলকে সাহায্য করে যাবে ও। একটু থেমে তাঁর সংযোজন, আমরা এই টেস্টটা ওর জন্য বিশেষ ভাবে খেলতে চাই। আশা করি পাঁচদিন ভাল ক্রিকেট খেলতে পারব আমরা। দীর্ঘদিন ধরে কোহলিকে কাছ থেকে দেখেছেন রোহিত। তাঁর থেকে নেতৃত্বও পেয়েছেন। অধিনায়ক এবং ব্যাটার বিরাটের সেরা পারফরম্যান্স তুলে ধরেছেন মুম্বইয়ের ক্রিকেটার।

রোহিত বলেছেন, ২০১৮-এ অস্ট্রেলিয়ায় আমরা সিরিজ জিতেছিলাম। অসাধারণ একটা সিরিজ ছিল ওটা। বিরাট তখন নেতা ছিল। দুর্দান্ত ভাবে দলকে নেতৃত্ব দিয়েছিল। ব্যক্তিগত ভাবে ২০১৩-এ দক্ষিণ আফ্রিকা সফরে ওর শতরান অসাধারণ লেগেছিল। এর পাশাপাশি অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারার জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি সেটাও মনে করিয়ে দিয়েছেন রোহিত শর্মা।