: ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের পর কে আসতে চলেছেন তা নিয়ে দেশ জুড়ে জারি রয়েছে জোর জল্পনা৷  উত্তরসূরি কে হবেন তা খুঁজে বের করার জন্য ভারতীয় ক্রিকেটের অপেক্ষা, সম্ভবত শীঘ্রই শেষ হতে চলেছে৷ বোর্ড সূত্রে জানা গেছে গৌতম গম্ভীর দায়িত্ব নিতে রাজি হয়েছেন৷ আইপিএল ২০২৪ এ কেকেআর ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসাবে তাঁর পারফরম্যান্স কোচ হওয়ার বাজারে তাঁর দর অনেকটাই বাড়িয়ে দিয়েছে৷

Indian Cricket Team Coach: ভিভিএস লক্ষ্মণ, আশিষ নেহরা নন, ভারতীয় দলের কোচ হওয়ার পথে এই নামেই সিলমোহর, গোপন খবর লিক আউট

: ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের পর কে আসতে চলেছেন তা নিয়ে দেশ জুড়ে জারি রয়েছে জোর জল্পনা৷  উত্তরসূরি কে হবেন তা খুঁজে বের করার জন্য ভারতীয় ক্রিকেটের অপেক্ষা, সম্ভবত শীঘ্রই শেষ হতে চলেছে৷ বোর্ড সূত্রে জানা গেছে গৌতম গম্ভীর দায়িত্ব নিতে রাজি হয়েছেন৷ আইপিএল ২০২৪ এ কেকেআর ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসাবে তাঁর পারফরম্যান্স কোচ হওয়ার বাজারে তাঁর দর অনেকটাই বাড়িয়ে দিয়েছে৷
: ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের পর কে আসতে চলেছেন তা নিয়ে দেশ জুড়ে জারি রয়েছে জোর জল্পনা৷  উত্তরসূরি কে হবেন তা খুঁজে বের করার জন্য ভারতীয় ক্রিকেটের অপেক্ষা, সম্ভবত শীঘ্রই শেষ হতে চলেছে৷ বোর্ড সূত্রে জানা গেছে গৌতম গম্ভীর দায়িত্ব নিতে রাজি হয়েছেন৷ আইপিএল ২০২৪ এ কেকেআর ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসাবে তাঁর পারফরম্যান্স কোচ হওয়ার বাজারে তাঁর দর অনেকটাই বাড়িয়ে দিয়েছে৷
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ভারতীয় দলের প্রধান কোচের ভূমিকার জন্য বিদেশি কোচদের সন্ধানও করেছিল৷  অস্ট্রেলিয়ার হেভিওয়েট নামগুলির পাশাপাশি স্টিফেন ফ্লেমিং এবং অ্যান্ডি ফ্লাওয়ারের মতো বিভিন্ন আইপিএল ফ্রাঞ্চাইজি কোচদেরও আগ্রহী বলে মনে হয়েছিল৷  তবে বোর্ড সূত্রে এই মুহূর্তে যা খবর তাতে গৌতম গম্ভীর  বাকিদের থেকে অনেকটাই এগিয়ে৷
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ভারতীয় দলের প্রধান কোচের ভূমিকার জন্য বিদেশি কোচদের সন্ধানও করেছিল৷  অস্ট্রেলিয়ার হেভিওয়েট নামগুলির পাশাপাশি স্টিফেন ফ্লেমিং এবং অ্যান্ডি ফ্লাওয়ারের মতো বিভিন্ন আইপিএল ফ্রাঞ্চাইজি কোচদেরও আগ্রহী বলে মনে হয়েছিল৷  তবে বোর্ড সূত্রে এই মুহূর্তে যা খবর তাতে গৌতম গম্ভীর  বাকিদের থেকে অনেকটাই এগিয়ে৷
আইপিএল ২০২৪ (IPL 2024)-র লিগ পর্বে KKR-র দারুণ পারফরম্যান্সের পরেই গম্ভীরের নাম আলোচনায় আসতে শুরু করে কেকেআর এক নম্বর দল হিসেবে লিগ পর্ব শেষ করে। এরপরে ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শিরোপা ঘরে নিয়ে যায় কেকেআর। ফাইনালের পরে, গম্ভীর বিসিসিআই সেক্রেটারি জয় শাহের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গিয়েছিল গৌতম গম্ভীরকে৷ কী  নিয়ে তাঁদের  দুজনের কথা হয়েছিল তা কেউই জানাননি, শুধুমাত্র তাঁদের কথা বলতে দেখে জল্পনা গড়িয়েছিল অনেক দূর৷
আইপিএল ২০২৪ (IPL 2024)-র লিগ পর্বে KKR-র দারুণ পারফরম্যান্সের পরেই গম্ভীরের নাম আলোচনায় আসতে শুরু করে কেকেআর এক নম্বর দল হিসেবে লিগ পর্ব শেষ করে। এরপরে ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শিরোপা ঘরে নিয়ে যায় কেকেআর। ফাইনালের পরে, গম্ভীর বিসিসিআই সেক্রেটারি জয় শাহের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গিয়েছিল গৌতম গম্ভীরকে৷ কী  নিয়ে তাঁদের  দুজনের কথা হয়েছিল তা কেউই জানাননি, শুধুমাত্র তাঁদের কথা বলতে দেখে জল্পনা গড়িয়েছিল অনেক দূর৷
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, গম্ভীর এখন টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হতে চলেছেন।
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, গম্ভীর এখন টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হতে চলেছেন।
গম্ভীর সম্প্রতি KKR-র মেন্টরের ভূমিকা নিয়েছিলেন, লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে তাঁর চাকরি ছেড়ে দিয়ে, আরেকটি আইপিএল দলে তিনি ২০২২ সালে কোচিং স্টাফের সদস্য হিসাবে যোগ দিয়েছিলেন।
গম্ভীর সম্প্রতি KKR-র মেন্টরের ভূমিকা নিয়েছিলেন, লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে তাঁর চাকরি ছেড়ে দিয়ে, আরেকটি আইপিএল দলে তিনি ২০২২ সালে কোচিং স্টাফের সদস্য হিসাবে যোগ দিয়েছিলেন।
যদিও প্রাক্তন ভারতীয় ওপেনারের কোনও জাতীয় দলের প্রধান কোচ বা এমনকি আইপিএলের কোনও দলের কোচ হওয়ার কোনও অভিজ্ঞতা নেই৷  তবে কেকেআরকে এই বছর আইপিএল চ্যাম্পিয়ন করার পিছনে  তাঁর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল৷ এটাই বিসিসিআই-এর পক্ষে দ্রাবিড়ের উত্তরসূরি হিসাবে তাঁর নামটি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য যথেষ্ট ছিল।
যদিও প্রাক্তন ভারতীয় ওপেনারের কোনও জাতীয় দলের প্রধান কোচ বা এমনকি আইপিএলের কোনও দলের কোচ হওয়ার কোনও অভিজ্ঞতা নেই৷  তবে কেকেআরকে এই বছর আইপিএল চ্যাম্পিয়ন করার পিছনে  তাঁর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল৷ এটাই বিসিসিআই-এর পক্ষে দ্রাবিড়ের উত্তরসূরি হিসাবে তাঁর নামটি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য যথেষ্ট ছিল।
বিসিসিআই ২৭ মে -র মধ্যে প্রধান কোচের পদের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা দিয়েছিল৷ এখানে বেশ  কিছু ভুয়ো 'সচিন তেন্ডুলকর', 'নরেন্দ্র মোদিস' এবং 'অমিত শাহ' -র মতো ৩০০০ টিরও বেশি আবেদন জমা পড়েছে৷ বিসিসিআই সম্ভবত শীঘ্রই সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু করতে পারে৷ ক্রিকেট উপদেষ্টা কমিটি সেই দায়িত্ব নেবে৷
বিসিসিআই ২৭ মে -র মধ্যে প্রধান কোচের পদের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা দিয়েছিল৷ এখানে বেশ  কিছু ভুয়ো ‘সচিন তেন্ডুলকর’, ‘নরেন্দ্র মোদিস’ এবং ‘অমিত শাহ’ -র মতো ৩০০০ টিরও বেশি আবেদন জমা পড়েছে৷ বিসিসিআই সম্ভবত শীঘ্রই সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু করতে পারে৷ ক্রিকেট উপদেষ্টা কমিটি সেই দায়িত্ব নেবে৷