২,০২৯ কোটি টাকা অনুমোদন! রেল কর্মীদের জন‍্য বড় সুখবর, পুজোর আগেই বিরাট অঙ্কের বোনাস ঘোষণা কেন্দ্রের

Indian Railway: ২,০২৯ কোটি টাকা অনুমোদন! রেল কর্মীদের জন‍্য বড় সুখবর, পুজোর আগেই বিরাট অঙ্কের বোনাস ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: রেল কর্মীদের জন‍্য সুখবর। গতবারের মতো কর্মীদের জন‍্য এবারেও ‘প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস’ (কাজের ভিত্তিতে দেওয়া বোনাস) ঘোষণা করল কেন্দ্র সরকার। বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেন, ১১.৭২ লক্ষ রেলকর্মী পেতে চলেছেন এই বোনাস।

রেলমন্ত্রকের ঘোষণা অনুযায়ী, ‘প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস’ হিসেবে ৭৮ দিনের বেতনের সমান বোনাস পেতে চলেছেন কর্মীরা। সূত্রের খবর, মোট ২,০১৯ কোটি টাকা অনুমোদন করা হয়েছে কর্মীদের বোনাসের দেওয়ার জন‍্য। প্রায় ১২ লক্ষ রেলকর্মী পেতে চলেছেন এই বোনাস।

আরও পড়ুন: আরজি করের ঘটনার পরই চলে গিয়েছিলেন হোটেলে, এবার দুর্নীতি মামলায় গ্রেফতার সন্দীপ ‘ঘনিষ্ঠ’ সেই আশীস পান্ডে!

রেলওয়ের বিভিন্ন বিভাগের কর্মীরা পাবেন এই বোনাস। ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার (গার্ড), স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, পয়েন্টসম্যান, মিনিস্ট্রিয়াল স্টাফ (মন্ত্রীসভার সদস‍্য) এবং অন্যান্য গ্রুপ এক্সসি কর্মীদের এই অর্থ প্রদান করা হবে। রেলকর্মীদের কাজের উত্‍সাহ প্রদানের জন‍্যই এই বোনাস দেওয়া হয় বলেই জানাচ্ছে রেল মন্ত্রক।