Indian Railway: যাত্রী পরিষেবায় এবার বিশেষ উদ্যোগ, বিধাননগর স্টেশনে থামবে নতুন লোকাল

কলকাতা: যাত্রী পরিষেবায় এবার বিশেষ উদ্যোগ রেলের৷ বিধাননগর রোড স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখান থেকে বিভিন্ন পেশার বহু যাত্রীরা যাতায়াত করেন। বিশেষ করে ব্যস্ত সময়ে প্রতিদিন স্টেশনে প্রচুর ভিড় হয়।

যাত্রীদের সুরক্ষা এবং ভিড় পরিচালনার প্রয়োজনীয়তা বিবেচনা করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৩১৩৩৭ আপ শিয়ালদহ – কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনটির বিধাননগর রোড স্টেশনে সন্ধ্যা ৭:১৭ টায় থামবে আগামী ছয় মাসের জন্য।

আরও পড়ুন: প্রমাণ লোপাট করতে আরজি করে ভাঙচুর করেছে বাম-বিজেপি, দাবি মমতার

আরও পড়ুন: ‘রাজনীতি করার আগে আমি মানুষ!,’ দেশের সামনে অপমান করার চক্রান্ত, বাম-বিজেপিকে তুমুল আক্রমণ মমতার

সন্ধ্যা ৭:১০ এর শিয়ালদহ- কল্যানী সীমান্ত লোকাল বিধাননগর স্টেশনে থামবে৷ যাত্রীদের সুরক্ষা এবং সুবিধার কথা বিবেচনা করে পূর্ব রেলওয়ে ৩১৩৩৭ আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল (শিয়ালদহ থেকে বিকেল ৭:১০ টায় ছাড়ে) ট্রেনের বিধাননগর রোড স্টেশনে (BNXR) দাঁড়াবে।