W/B এর মত আরও একাধিক সিগনাল আছে। যেমন W/L। রেলওয়ের যেখানে W/L বোর্ড লাগানো থাকে সেখানে ড্রাইভারকে হর্ন বাজাতে হয়। এর অর্থ সামনে একটি গেট আছে। সাধারণত ২৫০ মিটার দূরত্বের মধ্যে এই বোর্ড লাগানো হয়ে থাকে।

Indian Railways: নিশ্চিন্তে পরীক্ষা দিয়ে আসুন পড়শি রাজ্যে…. ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল

গুয়াহাটি: অসমে ১৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য গ্রেড III ও IV পরীক্ষাপ্রার্থীদের  সুবিধার্থে ১২ জোড়া পরীক্ষা স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। পাশাপাশি গ্রেড III ও IV পরীক্ষার জন্য প্রার্থীদের অতিরিক্ত ভিড় কমাতে দুই জোড়া ট্রেনের পরিষেবা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিম্নলিখিত বিবরণ অনুযায়ী এই ট্রেনগুলি পরিচালনা করা হবে-

ট্রেন নং ০৫১৫৭ (আলিপুরদুয়ার-গুয়াহাটি) ১৪ সেপ্টেম্বর, ২০২৪-এ ১৭.০০-এ আলিপুরদুয়ার থেকে রওনা দিয়ে পরের দিন ০৪.৫৫-এ  গুয়াহাটি পৌঁছবে।

 ট্রেন নং ০৫১৫৮ (গুয়াহাটি-আলিপুরদুয়ার) ১৫ সেপ্টেম্বর, ২০২৪-এ ২০.০০ তে গুয়াহাটি থেকে রওনা দিয়ে পরের দিন ০৭.৩০-এ  আলিপুরদুয়ার পৌঁছবে।

ট্রেন নং. ০৫১৫৯ (আলিপুরদুয়ার-বঙাইগাঁও) ১৪ সেপ্টেম্বর, ২০২৪-এ ১৮.০০ টায় আলিপুরদুয়ার থেকে রওনা দিয়ে পরের দিন ০১.০০-এ বঙাইগাঁও পৌঁছবে।

 ট্রেন নং. ০৫১৬০ (বঙাইগাঁও-আলিপুরদুয়ার) ১৫ সেপ্টেম্বর, ২০২৪  ১৮.০০-এ বঙাইগাঁও থেকে রওনা দিয়ে পরের দিন ০১.৪৫-এ  আলিপুরদুয়ার পৌঁছবে।

ট্রেন নং. ০৫১৬১ (মরিয়নি-নারেঙ্গি) ১৪ সেপ্টেম্বর ১৬.০০টায় মরিয়নি থেকে রওনা দিয়ে পরের দিন ০৪.৫৫টায় নারেঙ্গি পৌঁছবে।

ট্রেন নং ০৫১৬২ (নারেঙ্গি-মরিয়নি) ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ২০.২৫-এ নারেঙ্গি থেকে রওনা দিয়ে পরের দিন ০৯.০০টায় মরিয়নি পৌঁছবে।

ট্রেন নং ০৫১৭৯ (করিমগঞ্জ-শিলচর) ১৪ সেপ্টেম্বর ২০২৪-এ করিমগঞ্জ থেকে রওনা দিয়ে একই দিনে ২২.৩০টায় শিলচর পৌঁছবে।

ট্রেন নং ০৫১৮০ (শিলচর-করিমগঞ্জ) ১৫ সেপ্টেম্বর, ২০২৪-এ ০০.০৫টায় শিলচর থেকে রওনা দিয়ে একই দিনে ০২.৪০ ঘণ্টায় করিমগঞ্জ পৌঁছবে।

ট্রেন নং ০৫১৮১ (করিমগঞ্জ-শিলচর) ১৫ সেপ্টেম্বর, ২০২৪-এ  করিমগঞ্জ থেকে রওনা দিয়ে একই দিনে ০৬.৪০ টায় শিলচর পৌঁছবে।

ট্রেন নং. ০৫১৮২ (শিলচর-করিমগঞ্জ) ১৫ সেপ্টেম্বর, ২০২৪-এ  শিলচর থেকে রওনা দিয়ে একই দিনে ২৩.৪০-এ করিমগঞ্জ পৌঁছবে।

ট্রেন নং. ০৫১৮৩ (ডিব্রুগড়-লিডু) ১৪ ও ১৫ সেপ্টেম্বর, ২০২৪-এ ডিব্রুগড় থেকে রওনা দিয়ে সংশ্লিষ্ট একই দিনে লিডু পৌঁছবে।

ট্রেন নং. ০৫১৮৪ (লিডু-ডিব্রুগড়) ১৫ ও ১৬ সেপ্টেম্বর, ২০২৪-এ  লিডু থেকে রওনা দিয়ে একই দিনে  ডিব্রুগড় পৌঁছবে।

 ট্রেন নং. ০৫১৭৭ (জামিরা-শিলচর) ১৪ সেপ্টেম্বর, ২০২৪-এ ১০.০০ -এ জামিরা থেকে রওনা দিয়ে একই দিনে ১৩.১০ -এ শিলচর পৌঁছবে।

ট্রেন নং. ০৫১৭৮ (শিলচর-জামিরা) ১৪ সেপ্টেম্বর, ২০২৪  ১৪.০০ -এ শিলচর থেকে রওনা দিয়ে একই দিনে ১৭.১০ ঘণ্টায় জামিরা পৌঁছবে।

ট্রেন নং. ০৫১৯৭ (জামিরা-শিলচর) ১৪ সেপ্টেম্বর, ২০২৪  ১৮.০০ -এ জামিরা থেকে রওনা দিয়ে একই দিনে ২১.১৫ ঘণ্টায় শিলচর পৌঁছবে।

ট্রেন নং. ০৫১৯৮ (শিলচর-জামিরা) ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ২২.০০ -এ শিলচর থেকে রওনা দিয়ে পরের দিনে ০১.১০ -এ জামিরা পৌঁছবে।

ট্রেন নং. ০৫১০৩ (জামিরা-শিলচর) ১৫ সেপ্টেম্বর, ২০২৪  ০৩.০০ -এ জামিরা থেকে রওনা দিয়ে একই দিনে ০৬.১৫ -এ শিলচর পৌঁছবে।

ট্রেন নং. ০৫১০৪ (শিলচর-জামিরা) ১৫ সেপ্টেম্বর, ২০২৪ -এ ১৮.০০ ঘণ্টায় শিলচর থেকে রওনা দিয়ে একই দিনে ২১.১০ ঘণ্টায় জামিরা পৌঁছবে।

ট্রেন নং. ০৫১৮৭ (মুর্কংসেলেক-কামাখ্যা) ১৪ সেপ্টেম্বর, ২০২৪-এ ১৪.৩০-এ ঘণ্টায় মুর্কংসেলেক থেকে রওনা দিয়ে পরের দিনে ০৫.০০-এ কামাখ্যা পৌঁছবে।

ট্রেন নং. ০৫১৮৮ (কামাখ্যা-মুর্কংসেলেক) ১৫ সেপ্টেম্বর, ২০২৪-এ ১৯.৪৫-এ কামাখ্যা থেকে রওনা দিয়ে পরের দিন ১০.৩০-এ  মুর্কংসেলেক পৌঁছবে।

ট্রেন পরিষেবা সম্প্রসারণ:

১৪ থেকে ১৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭০৩/১৫৭০৪ (নিউ জলপাইগুড়ি-বঙাইগাঁও-নিউ জলপাইগুড়ি)এক্সপ্রেস কামাখ্যা পর্যন্ত এবং ট্রেন নং. ০৫৮০১/০৫৮০২(নিউ বঙাইগাঁও-গুয়াহাটি-নিউ বঙাইগাঁও)প্যাসেঞ্জার কোকরাঝাড় পর্যন্ত সম্প্রসারণ করা হবে।

ট্রেন নং. ০৫৮০২ (গুয়াহাটি-কোকরাঝাড়) ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২০২৪-এ ২২.৩০-এ  নিউ বঙাইগাঁও থেকে রওনা দিয়ে সংশ্লিষ্ট একই দিনে ২৩.৪৫টায় কোকরাঝাড় পৌঁছবে।

ট্রেন নং. ০৫৮০১ (কোকরাঝাড়-গুয়াহাটি) ১৫ ও ১৬ সেপ্টেম্বর, ২০২৪  ০২.০০-এ কোকরাঝাড় থেকে রওনা দিয়ে সংশ্লিষ্ট একই দিনে ০৩.০০-এ  নিউ বঙাইগাঁও পৌঁছবে।