গ্রেফতার ২৫৬ অনুপ্রবেশকারী

Indian Railways: রেল পথে গ্রেফতার ২৫৬ অনুপ্রবেশকারী, কড়া নিরাপত্তা মালদহ থেকে অসম

কলকাতা: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর হাতে এই বছর গ্রেফতার ২৫৬ অবৈধ অনুপ্রবেশকারী। অবৈধ অনুপ্রবেশকারীদের (বাংলাদেশি ও রোহিঙ্গা) শনাক্তকরণের ধারাবাহিক লড়াইয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) জানুয়ারি থেকে সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন স্টেশনে তল্লাশি চালানোর সময় ২৫৬ জন অনুপ্রবেশকারী এবং ১৮ জন ভারতীয় দালালকে গ্রেফতার করে।

২১ সেপ্টেম্বর, ২০২৪-এর একটি ঘটনায়, আগরতলার আরপিএফ টিম আগরতলা রেলওয়ে স্টেশনে একটি নিয়মিত তল্লাশি চালায়। তল্লাশির সময় তারা সন্দেহভাজন নাগরিকত্বের ১১ জন ব্যক্তিকে (০৪ জন মহিলা ও ০৭ পুরুষ) স্টেশন চত্বরে শনাক্ত করে। জিজ্ঞাসাবাদে তারা তাদের পরিচয়ের কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেনি। পরে তারা স্বীকার করে যে বাংলাদেশ থেকে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং ট্রেনের মাধ্যমে মুম্বই ও আহমেদাবাদ যাওয়ার পরিকল্পনা ছিল।

আরও পড়ুন: আবহাওয়ার চরম রদবদল…! চতুর্থী থেকে অষ্টমী! কী হবে বাংলায়? পুজোর আবহাওয়ার মেগা আপডেট দিয়ে দিল আলিপুর

পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য পরে ধৃত সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীকে অফিসার ইন-চার্জ/গভর্মেন্ট রেলওয়ে পুলিশ/আগরতলার হাতে তুলে দেওয়া হয়।উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ দ্বারা স্টেশন এবং ট্রেনে অবৈধ অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এবং সন্দেহভাজন ব্যক্তিদের উপর কড়া নজর রাখার জন্য নিয়মিতভাবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যেকোনা ধরনের সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করতে বিভিন্ন স্তরে মোতায়েন করা আরপিএফ কর্মীরা খুব সতর্ক হয়ে থাকে।

নিউ জলপাইগুড়ি, কোচবিহার, বদরপুর সহ একাধিক স্টেশন থেকে প্রচুর অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে রেল রক্ষী বাহিনী।ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে মুলত পূর্ব ও উত্তর পূর্ব রেলের একটা বড় অংশ সীমান্ত লাগোয়া এলাকাকে সংযুক্ত করে৷ ফলে এই সমস্ত স্থানের নিকটবর্তী স্টেশন ও যাতায়াতকারী রেলের উপরে সবচেয়ে বেশি করে টার্গেট করেন অনুপ্রবেশকারীরা৷ তাই রাজ্য রেল পুলিশ ও আরপিএফের তরফে জোরদার নজরদারি চালানো হচ্ছে৷ প্রায় প্রতি মাসেই অনুপ্রবেশকারী গ্রেফতার হচ্ছে৷ উৎসবের সময় নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে।