যাত্রী পরিষেবায় নজর, চালু একাধিক এফওবিযাত্রী পরিষেবায় নজর, চালু একাধিক এফওবি

Indian Railways: গরমে যাত্রীদের জলের ব্যবস্থাপনায় সহযোগিতা করার আহ্বান রেলের

এই প্রচন্ড গ্রীষ্মে পূর্বরেল বিভিন্ন স্টেশনে জলের সুবন্দোবস্ত করছে – কোথাও নতুন করে মেশিন বসানো হচ্ছে, আবার কোনও কোনও জায়গায় যেখানে জলের কল বসানো ছিল, সেগুলিকে সংস্কার করা হচ্ছে যাতে এই গরমে মানুষের জলের চাহিদা মেটানো যায়।  এজন্য স্টেশন গুলিতে জল সরবরাহের খোলনলচে বদলে দেওয়া হচ্ছে।  যেসব জায়গাগুলিতে বিশেষ ব্যবস্থার প্রয়োজন মনে হয়েছে, সেসব জায়গাগুলিতে পূর্ব রেলের স্কাউটস এন্ড গাইডস এর ছেলেরা জেনারেল কোচের সামনে গিয়ে যাত্রীদের জল সরবরাহ করেছে। এছাড়াও কিছু NGO-র সহযোগিতায় ট্রেনের মধ্যে উপস্থিত যাত্রী এবং প্লাটফর্মে অপেক্ষারত যাত্রীদের জল সরবরাহ করা হয়েছে।  অর্থাৎ এই প্রচন্ড গরমে যাত্রীদের কষ্ট যাতে কম করা যায়, সেই বিষয়ক সমস্ত দিকেই নজর রেখেছে পূর্বরেল।

আরও পড়ুনঃ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের ৩ জেলায়! ভিজবে কলকাতা? সারাদিন সঙ্গে রাখুন ছাতা

কিন্তু দুঃখের বিষয় হলো, রেলওয়ের এতো উদ্যোগ, এতো সচেতনতামূলক প্রচারের পরেও কিছু সংখ্যক অন্য মানসিকতার মানুষ কিছু কিছু স্টেশনে যাত্রীদের উদ্দেশ্যে লাগানো জলের কলগুলিকে খুলে নিয়ে চলে যাচ্ছে যা কারো নজরে আসা সম্ভব হচ্ছে না, কিন্তু নিত্যযাত্রী যারা এই গরমে প্লাটফর্মে ট্রেন ধরার জন্য অপেক্ষা করে থাকেন, তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং কষ্টের মধ্যে পড়তে হচ্ছে।  তাই যাত্রীদের কাছে রেলওয়ের পক্ষ থেকে আবেদন যে, আপনারা যখনি দেখবেন যে, এই ধরণের কাজ আপনার চোখের সামনে করা হচ্ছে, অর্থাৎ কোনো অবাঞ্চিত ব্যক্তি প্যাসেঞ্জার আমেনিটিজ এর উপর হস্তক্ষেপ করছে বা যাত্রীদের জন্য লাগানো জলের কল খুলে নিয়ে যাত্রীদের অসুবিধা করার চেষ্টা করছে , আপনারা সঙ্গে সঙ্গে প্লাটফর্মে কর্তব্যরত রেলকর্মীকে জানান এবং সহযোগিতা করুন।

যাত্রীস্বাচ্ছন্দে ব্যবহুত কোনওপ্রকার “পাবলিক প্রপার্টি” যা কিছু সংখ্যক মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে ভেঙে ফেলবে বা নষ্ট করবে, এটা রেল কোনওভাবেই বরদাস্ত করবে না  এবং এটি আইনত অপরাধ।  রেলওয়ে এবং সাধারণ যাত্রীদের যৌথ উদ্দ্যোগের মাধ্যমেই এই “পাবলিক প্রপার্টি” গুলি রক্ষা করা সম্ভব।  নিত্যযাত্রীদের কাছে অনুরোধ, আপনারা সজাগ হন এবং এই কুকর্ম গুলি রুখতে রেলকে সহযোগিতা করুন।