হাওড়া ও শিয়ালদহ থেকে শহরতলীর ট্রেন সংখ্যা জেনে আপনি অবাক হবেন! হাওড়া ও কলকাতার শহরতলীর বিভিন্ন জায়গায় যোগাযোগের সবচেয়ে সহজ ও সাশ্রয়ী উপায় হল পূর্ব রেলের সাব-আরবান ট্রেন রুট অর্থাৎ ‌যাকে আমারা বলি লোকাল ট্রেন।

Indian Railways: বড় খবর! রেলের টিকিট বিক্রি চক্র গ্রেফতার 

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ-এর হাতে আটক ১১ জন দালাল ও ২.৮৫ লক্ষ টাকারও অধিক মূল্যের রেলওয়ে টিকিট উদ্ধার। দালালদের উপদ্রব নিয়ন্ত্রণ করার লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) পক্ষ থেকে নিয়মিতভাবে অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি ১৭ থেকে ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত এই জোনের মধ্যে তল্লাশি অভিযান চালিয়ে আরপিএফ ১১ জন দালালকে আটক করে এবং তাদের কাছ থেকে ২.৮৫ লক্ষ টাকারও অধিক মূল্যের ৬৪টি রেলওয়ে টিকিট উদ্ধার করে।

আরও পড়ুনঃ দেশজুড়ে কর্মবিরতির ডাক ডাক্তারদের! ১৪ অগাস্টে কলকাতার রাজপথে প্রতিবাদে মেয়েরা

১৭ জুলাই, ২০২৪ তারিখের একটি ঘটনায় আলিপুরদুয়ার জং.-এর আরপিএফ টিম এবং সিআইবি টিম যৌথভাবে ধুপগুড়ির পিআরএস কাউন্টারে তল্লাশি অভিযান চালায়। এই অভিযানের সময় এই যৌথ দলটি প্রায় ৮৯,৫৮৭ টাকা মূল্যের ১৪টি টিকিট উদ্ধার করে এবং এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন দালালকে আটক করে। পরবর্তী পদক্ষেপের জন্য জলপাইগুড়ি রোডে রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই বছরের ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত সময়ের মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সুরক্ষা বাহিনীর দ্বারা নিজেদের জোনের বিভিন্ন স্টেশন ও ট্রেনে বিভিন্ন তল্লাশি অভিযানের সময় মোট ১৪৮ জন দালালকে গ্রেফতার করা হয় এবং ২৯.৩৮ লক্ষ টাকা মূল্যের মোট ১১০০টি টিকিট উদ্ধার করা হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, রেলওয়ে টিকিটের অকর্তৃত্বশীল ও অবৈধ ক্রয়-বিক্রয়ের প্রতি কঠোর নজরদারি রাখার পাশাপাশি, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ রেলযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার কাজের পাশাপাশি রেল ব্যবহারকারীদের পরিষেবা ও সাহায্য প্রদানের জন্য সবসময় প্রস্তুত। ট্রেনে যাত্রার সময় যাতে কোনও ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য যাত্রীদের উপযুক্ত টিকিটের সঙ্গে ভ্রমণ করার অনুরোধ জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনে যাত্রা করার সময় কোনও ধরনের সমস্যার সম্মুখীন হলে রেল যাত্রীরা ১৩৯ (টোল-ফ্রি) নম্বরে কল করতে পারেন।