Indian Railways: ট্রেনে কনফার্ম টিকিট নিয়ে কমছে চিন্তা, কোন কোন ট্রেনে বাড়ছে কোচ? জানুন তালিকা

নয়াদিল্লি: যাত্রীদের ভ্রমণের সুবিধার জন্য নিম্নলিখিত মেল এক্সপ্রেস ট্রেনগুলিতে আরও অধিক বার্থ প্রদান করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বিগত অর্থবর্ষ ২০২৩-২০২৪-এর সময় স্থায়ীভাবে ১৫১টি অতিরিক্ত কোচ যুক্ত করেছে। কোচ বৃদ্ধির বিশদ বিবরণ নিম্নরূপ:০২.০৪.২৩ থেকে ট্রেন নং. ১২৫০৫/১২৫০৬ কামাখ্যা জং.-আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা জং. (নর্থ ইস্ট এক্সপ্রেস)-এ স্থায়ীভাবে অতিরিক্ত কোচ বৃদ্ধি করে ৪৯৬টি বার্থ যুক্ত করা হয়েছে।

​০২.০৪.২৩ থেকে ট্রেন নং. ১৫৬৫৮/১৫৬৫৭ কামাখ্যা জং.- দিল্লি-কামাখ্যা জং. (ব্রহ্মপুত্র মেল)-এ স্থায়ীভাবে অতিরিক্ত কোচ বৃদ্ধি করে ৬২০টি বার্থ যুক্ত করা হয়েছে।​ ০১.০৪.২৩ থেকে ট্রেন নং. ১২৫২৩/১২৫২৪ নিউ জলপাইগুড়ি-নিউ দিল্লি-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস-এ স্থায়ীভাবে অতিরিক্ত কোচ বৃদ্ধি করে ৬১২টি বার্থ যুক্ত করা হয়েছে।

০২.০৪.২৩ থেকে ট্রেন নং. ১৫৪৮৩/১৫৪৮৪ আলিপুরদুয়ার জং.-দিল্লি জং.-আলিপুরদুয়ার জং. (সিকিম মহানন্দা এক্সপ্রেস)-এ স্থায়ীভাবে অতিরিক্ত কোচ বৃদ্ধি করে ৫৭৬টি বার্থ যুক্ত করা হয়েছে।২৬.০৬.২৩ থেকে ট্রেন নং. ১৫৪১৭/১৫৪১৮ আলিপুরদুয়ার জং.-শিলঘাট টাউন-আলিপুরদুয়ার জং. (রাজ্যরানি এক্সপ্রেস)-এ স্থায়ীভাবে অতিরিক্ত কোচ বৃদ্ধি করে ২১৬টি বার্থ যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: তৃণমূলের মহিলা সাংসদদের হেনস্থা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! প্রতিবাদে থানার বাইরে অবস্থান ডেরেকদের

যথাক্ৰমে ০৯.০৮.২৩ এবং ১২.০৮.২৩ থেকে ট্রেন নং. ০২৫০২/০২৫০১ আগরতলা-কলকাতা-আগরতলা স্পেশাল এবং ট্রেন নং. ০২৫১৮/০২৫১৭ গুয়াহাটি-কলকাতা-গুয়াহাটি স্পেশাল -এ স্থায়ীভাবে অতিরিক্ত কোচ বৃদ্ধি করে ৪১৫টি বার্থ যুক্ত করা হয়েছে।০২.০৮.২৩ থেকে ট্রেন নং. ১২৫০৫/১২৫০৬ কামাখ্যা -আনন্দ বিহার -কামাখ্যা (নর্থ ইস্ট এক্সপ্রেস)-এ স্থায়ীভাবে অতিরিক্ত কোচ বৃদ্ধি করে ৩৮৪টি বার্থ যুক্ত করা হয়েছে।

০৬.০৮.২৩ থেকে ট্রেন নং. ১৫৬৫৮/১৫৬৫৭ কামাখ্যা জং.- দিল্লি-কামাখ্যা জং. (ব্রহ্মপুত্র মেল)-এ স্থায়ীভাবে অতিরিক্ত কোচ বৃদ্ধি করে ৪৮০টি বার্থ যুক্ত করা হয়েছে।০২.০৮.২৩ থেকে ট্রেন নং. ১৫৪৮৩/১৫৪৮৪ আলিপুরদুয়ার জং.-দিল্লি জং.-আলিপুরদুয়ার জং. (সিকিম মহানন্দা এক্সপ্রেস)-এ স্থায়ীভাবে অতিরিক্ত কোচ বৃদ্ধি করে ৬৬৪টি বার্থ যুক্ত করা হয়েছে।০৪.০৮.২৩ থেকে ট্রেন নং. ২২৫০২/২২৫০১ নিউ তিনসুকিয়া – এসএমভিটি বেঙ্গালুরু-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস-এ স্থায়ীভাবে অতিরিক্ত কোচ বৃদ্ধি করে ৮৩টি বার্থ যুক্ত করা হয়েছে।

যথাক্ৰমে ০৪.০৯.২৩, ০৫.০৯.২৩ এবং ০১.০৯.২৩ থেকে ট্রেন নং. ১৫৯৩০/১৫৯২৯ নিউ তিনসুকিয়া-তাম্বারাম-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস, ট্রেন নং. ১৫৯৩৩/১৫৯৩৪ নিউ তিনসুকিয়া-অমৃতসর-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস এবং ট্রেন নং. ২২৫০২/২২৫০১ নিউ তিনসুকিয়া – এসএমভিটি বেঙ্গালুরু-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস -এ স্থায়ীভাবে অতিরিক্ত কোচ বৃদ্ধি করে ২৪৯টি বার্থ যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: তৃণমূলের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’! লোকসভা নির্বাচনের আগে BJP-NIA ‘যোগসাজশ’, বিস্ফোরক অভিযোগ অভিষেকের

১৭.০৯.২৩ থেকে ট্রেন নং. ১৫৯০৯/১৫৯১০ ডিব্রুগড়-লালগড়-ডিব্রুগড় (অবধ অসম এক্সপ্রেস)-এ স্থায়ীভাবে অতিরিক্ত কোচ বৃদ্ধি করে ১১৬২টি বার্থ যুক্ত করা হয়েছে।১৮.০৯.২৩ থেকে ট্রেন নং. ১৫৭০৭/১৫৭০৮ কাটিহার-অমৃতসর-কাটিহার (আম্রপালি এক্সপ্রেস)-এ স্থায়ীভাবে অতিরিক্ত কোচ বৃদ্ধি করে ৬৭৫টি বার্থ যুক্ত করা হয়েছে।

০৬.১০.২৩ থেকে ট্রেন নং. ১৫৬১২/১৫৬১১ শিলচর-রঙিয়া-শিলচর এক্সপ্রেস-এ স্থায়ীভাবে অতিরিক্ত কোচ বৃদ্ধি করে ২৫৬টি বার্থ যুক্ত করা হয়েছে।০৯.১০.২৩ থেকে ট্রেন নং. ২০৫০১/২০৫০২ আগরতলা-আনন্দ বিহার টার্মিনাস-আগরতলা (তেজস এক্সপ্রেস)-এ স্থায়ীভাবে অতিরিক্ত কোচ বৃদ্ধি করে ১১২টি বার্থ যুক্ত করা হয়েছে।০৩.১২.২৩ থেকে ট্রেন নং. ১৫৭১৩/১৫৭১৪ কাটিহার-পাটনা-কাটিহার (ইন্টারসিটি এক্সপ্রেস)-এ স্থায়ীভাবে অতিরিক্ত কোচ বৃদ্ধি করে ১০৮টি বার্থ যুক্ত করা হয়েছে।

১০.১২.২৩ থেকে ট্রেন নং. ১৫৬১২/১৫৬১১ শিলচর-রঙিয়া-শিলচর এক্সপ্রেস-এ স্থায়ীভাবে অতিরিক্ত কোচ বৃদ্ধি করে ২৭২টি বার্থ যুক্ত করা হয়েছে।২৮.১২.২৩ থেকে ট্রেন নং. ১৫৮৯৫/১৫৮৯৬ (রঙিয়া-মুর্কংসেলেক-রঙিয়া) এক্সপ্রেসে স্থায়ীভাবে অতিরিক্তকোচ বৃদ্ধি করে ৪৩২টি বার্থ যুক্ত করা হয়েছে।

যথাক্ৰমে ১৫.০২.২৪ এবং ২২.০১.২৪ থেকে ট্রেন নং. ১২৫০৫/১২৫০৬ কামাখ্যা -আনন্দ বিহার -কামাখ্যা (নর্থ ইস্ট এক্সপ্রেস) এবং ট্রেন নং. ১৫৬৫৮/১৫৬৫৭ কামাখ্যা জং.-দিল্লি-কামাখ্যা জং. (ব্রহ্মপুত্র মেল)-এ স্থায়ীভাবে অতিরিক্ত কোচ বৃদ্ধি করে ২২৪১টি বার্থ যুক্ত করা হয়েছে।

যথাক্ৰমে ১০.০২.২৪ এবং ২২.০২.২৪ থেকে ট্রেন নং. ১৫৬৬৫/১৫৬৬৬ গুয়াহাটি-মরিয়নি-গুয়াহাটি (বিজি এক্সপ্রেস) এবং ট্রেন নং. ১৫৬৬৯/১৫৬৭০ গুয়াহাটি-ডিব্রুগড় -গুয়াহাটি (নাগাল্যান্ড এক্সপ্রেস)-এ স্থায়ীভাবে অতিরিক্ত কোচ বৃদ্ধি করে ৮১০টি বার্থ যুক্ত করা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে তথা ওয়েটিং লিস্টের যাত্রীদের সুবিধার্থে রেলওয়ের দ্বারা ট্রেন কোচ বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।