ট্রেনটি হাওড়া থেকে রাত ১১ঃ৫৫ মিনিটে ছেড়ে ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ ও আলুয়াবাড়ি রোড হয়ে পরের দিন সকাল ১ঃ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে।

Train News: ট্রেনের সিটে সে কী কাণ্ড! টিটিই এসে সিটে বসা যাত্রীকে যখন জিজ্ঞাসা করলেন, পাশের যাত্রী মুখ খুলতেই সর্বনাশ

সে কী কাণ্ড ট্রেনের কামরায়৷ বিহারের ট্রেনে চেক করার সময় টিটিই যাত্রীদের  থেকে টিকিট চাইলেন, সবাই চুপচাপ বসে থাকলেন, এরপর টিটি আবার কঠিন গলায় জিজ্ঞেস করলেন, টিকিট কোথায়? কোথা থেকে আসছেন তাতেও সবাই চুপচাপ বসে রইল। টিটিই সঙ্গে সঙ্গে বুঝে যান যে এই সিটে বসে থাকা যাত্রী বড় গণ্ডগোল করেছেন,  তাঁর কাছে টিকিট নেই। Photo- Representative
সে কী কাণ্ড ট্রেনের কামরায়৷ বিহারের ট্রেনে চেক করার সময় টিটিই যাত্রীদের  থেকে টিকিট চাইলেন, সবাই চুপচাপ বসে থাকলেন, এরপর টিটি আবার কঠিন গলায় জিজ্ঞেস করলেন, টিকিট কোথায়? কোথা থেকে আসছেন তাতেও সবাই চুপচাপ বসে রইল। টিটিই সঙ্গে সঙ্গে বুঝে যান যে এই সিটে বসে থাকা যাত্রী বড় গণ্ডগোল করেছেন,  তাঁর কাছে টিকিট নেই। Photo- Representative
এরপরেই টিটিই জানিয়ে দেন আগের স্টেশন থেকেই সবার টিকিট করা হবে এবং সেই সঙ্গে সকলকে টিকিটের পেনাল্টিও দিতে হবে। এরপরেই  খুললেন  এক যাত্রী। তারপর যা হল, তাতেই বেরিয়ে এল  সত্যিটা৷  তবে যাত্রীরা বারবার অনুরোধ করলেও টিটি শোনেনি। Photo- Representative
এরপরেই টিটিই জানিয়ে দেন আগের স্টেশন থেকেই সবার টিকিট করা হবে এবং সেই সঙ্গে সকলকে টিকিটের পেনাল্টিও দিতে হবে। এরপরেই  খুললেন  এক যাত্রী। তারপর যা হল, তাতেই বেরিয়ে এল  সত্যিটা৷  তবে যাত্রীরা বারবার অনুরোধ করলেও টিটি শোনেনি। Photo- Representative
পূর্ব সেন্ট্রাল রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক সরস্বতী চন্দ্রের মতে, টিকিটবিহীন/অনিয়মিত যাত্রীদের বিরুদ্ধে ফাঁদ শক্ত করতে, দানাপুর, সোনপুর, সমষ্টিপুর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং ধানবাদের পাঁচটি বিভাগে একযোগে একটি মেগা টিকিট চেকিং অভিযান চালানো হয়েছিল, যার কারণে মেইল/এক্সপ্রেস ট্রেনের টিকিট চেক করা হয়েছে এসি কোচে অননুমোদিত ভ্রমণকারীরা। Photo- Representative
পূর্ব সেন্ট্রাল রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক সরস্বতী চন্দ্রের মতে, টিকিটবিহীন/অনিয়মিত যাত্রীদের বিরুদ্ধে ফাঁদ শক্ত করতে, দানাপুর, সোনপুর, সমষ্টিপুর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং ধানবাদের পাঁচটি বিভাগে একযোগে একটি মেগা টিকিট চেকিং অভিযান চালানো হয়েছিল, যার কারণে মেইল/এক্সপ্রেস ট্রেনের টিকিট চেক করা হয়েছে এসি কোচে অননুমোদিত ভ্রমণকারীরা। Photo- Representative
এর পাশাপাশি, সমস্ত যাত্রীবাহী ট্রেন এবং মেমু ট্রেনগুলিতেও বিশেষ টিকিট চেকিং করা হয়েছিল এবং টিকিটবিহীন যাত্রীদের ধরা হয়েছিল। Photo- Representative
এর পাশাপাশি, সমস্ত যাত্রীবাহী ট্রেন এবং মেমু ট্রেনগুলিতেও বিশেষ টিকিট চেকিং করা হয়েছিল এবং টিকিটবিহীন যাত্রীদের ধরা হয়েছিল। Photo- Representative
এই অভিযানে, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জং, গয়া, পাটনা, দানাপুর, সোনপুর, মুজাফফরপুর, সমস্তিপুর, সীতামারহি, ধানবাদের মতো প্রধান স্টেশনগুলিতে রেলের আধিকারিক, তত্ত্বাবধায়ক, রেলকর্মী, টিটিই এবং বিপুল সংখ্যক রেল নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবং গোমোহ. আটক হয়েছেন ৯ হাজারের বেশি যাত্রী৷ Photo- Representative
এই অভিযানে, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জং, গয়া, পাটনা, দানাপুর, সোনপুর, মুজাফফরপুর, সমস্তিপুর, সীতামারহি, ধানবাদের মতো প্রধান স্টেশনগুলিতে রেলের আধিকারিক, তত্ত্বাবধায়ক, রেলকর্মী, টিটিই এবং বিপুল সংখ্যক রেল নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবং গোমোহ. আটক হয়েছেন ৯ হাজারের বেশি যাত্রী৷ Photo- Representative
এই অভিযানে মোট ৯ হাজার ৪২০ জন টিকিটবিহীন/অনিয়মিত যাত্রী ধরা পড়ে যাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৫৪ লাখ ৪০ হাজার টাকা। Photo- Representative
এই অভিযানে মোট ৯ হাজার ৪২০ জন টিকিটবিহীন/অনিয়মিত যাত্রী ধরা পড়ে যাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৫৪ লাখ ৪০ হাজার টাকা। Photo- Representative
এর মধ্যে দিল্লি থেকে বিনা টিকিটে যাত্রা করছিলেন একদল যাত্রী। টিটি বারবার জিজ্ঞাসা করলেও যাত্রীরা কিছু না বললে টিটি আগের স্টেশন থেকে টিকিট করতে বলে। তখন এক যাত্রী বললেন, তিনি দিল্লি থেকে আসছেন। Photo- Representative
এর মধ্যে দিল্লি থেকে বিনা টিকিটে যাত্রা করছিলেন একদল যাত্রী। টিটি বারবার জিজ্ঞাসা করলেও যাত্রীরা কিছু না বললে টিটি আগের স্টেশন থেকে টিকিট করতে বলে। তখন এক যাত্রী বললেন, তিনি দিল্লি থেকে আসছেন। Photo- Representative
তারপর আর কী! সবাইকে টিকিটের ভাড়া ও জরিমানা দিতে হয় দিল্লি থেকে। এতে যাত্রীরাও হতবাক হয়ে যান। কারণ তাঁরা ভাবতে পারেননি ইস্ট সেন্ট্রাল রেলওয়ের যাত্রীদের সর্বদা সঠিক ভ্রমণ টিকিট নিয়ে ভ্রমণ করার জন্য আবেদন করা হয়েছে। Photo- Representative
তারপর আর কী! সবাইকে টিকিটের ভাড়া ও জরিমানা দিতে হয় দিল্লি থেকে। এতে যাত্রীরাও হতবাক হয়ে যান। কারণ তাঁরা ভাবতে পারেননি ইস্ট সেন্ট্রাল রেলওয়ের যাত্রীদের সর্বদা সঠিক ভ্রমণ টিকিট নিয়ে ভ্রমণ করার জন্য আবেদন করা হয়েছে। Photo- Representative