এই ট্রেনগুলির পরিষেবা সম্প্রসারণের ফলে সংশ্লিষ্ট রুটগুলির অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা উপকৃত হবেন বলেই আশা প্রকাশ করছে রেল। এছাড়াও, ট্রেন নং. ০২৩০৯ (হাওড়া-নিউ জলপাইগুড়ি) স্পেশাল ১৫, ২২, ২৯ মে এবং ০৫, ১২, ১৯, ২৬ জুন, ২০২৪ তারিখ চলাচল করবে।

Summer Special Train: গরমের ছুটিতে বেড়াতে যাবেন? রেলযাত্রীদের জন্য বড় সুখবর দিল ভারতীয় রেল, জানলে চমকে যাবেন

গুয়াহাটি: গরমের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে গুয়াহাটি থেকে তিন জোড়া সামার স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একটি স্পেশ্যাল ট্রেন গুয়াহাটি এবং জম্মু ও কাশ্মীরের জম্মু তাওয়াইয়ের মধ্যে উভয় দিক থেকে নয়টি ট্রিপের জন্য এবং আরেকটি গুয়াহাটি ও মহারাষ্ট্রের পুনের হাদপসারের মধ্যে উভয় দিক থেকে আটটি ট্রিপের জন্য চলাচল করবে।

যাত্রীদের সুবিধার জন্য উভয় ট্রেনে এসি ২-টিয়ার, এসি ৩-টিয়ার এবং স্লিপার ক্লাস কোচ থাকবে। অন্য আরকেটি একমুখী স্পেশ্যাল ট্রেন গুয়াহাটি থেকে আগরতলা পর্যন্ত একটি ট্রিপের জন্য চলাচল করবে।  সেই অনুযায়ী, সামার স্পেশ্যাল ট্রেন নং ০৫৬৫৬ (গুয়াহাটি-জম্মু তাওয়াই) ০৬ মে থেকে ০১ জুলাই, ২০২৪ পর্যন্ত প্রত্যেক সোমবার গুয়াহাটি থেকে ২০.৩০ ঘণ্টায় রওনা দিয়ে বুধবার ১৭.৩৫ ঘণ্টায় জম্মু তাওয়াই পৌঁছবে।

আরও পড়ুন-       শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

ফেরত যাত্রার সময় সামার স্পেশ্যাল ট্রেন নং. ০৫৬৫৫ (জম্মু তাওয়াই-গুয়াহাটি) ০৯ মে থেকে ০৪ জুলাই, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার জম্মু তাওয়াই থেকে ১০.০০ ঘণ্টায় রওনা দিয়ে শনিবার ১৩.২০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। উভয় পথে যাত্রার সময় এই স্পেশ্যাল ট্রেনটি রঙিয়া, নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি, কাটিহার, বেগুসরাই, হাজিপুর, ছাপরা, গোরখপুর, লখনউ, বেরেইলি, সাহরানপুর, লুধিয়ানা, কাঠুয়া হয়ে চলাচল করবে।অন্য আরেকটি সামার স্পেশ্যাল ট্রেন নং. ০৫৬১০ (গুয়াহাটি-হাদপসার) ০৬ মে থেকে ২৪ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক সোমবার গুয়াহাটি থেকে ২০.৪০ ঘণ্টায় রওনা দিয়ে বুধবার ১৮.২০ ঘণ্টায় হাদপসার পৌঁছবে।

আরও পড়ুন-    সদ্যোজাত শিশুর কি AC-তে ঘুমানো উচিত? ৯০% বাবা-মায়েরা এই ভুলটাই করে, এখনই সতর্ক না হলে ঘনঘন অসুস্থ হবে আপনার সন্তান

ফেরত যাত্রার সময় সামার স্পেশ্যাল ট্রেন নং. ০৫৬০৯ (হাদপসার-গুয়াহাটি) ০৯ মে থেকে ২৭ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার হাদপসার থেকে ১০.০০ ঘণ্টায় রওনা দিয়ে শনিবার ০৮.১৫ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। উভয় পথে যাত্রার সময় এই স্পেশাল ট্রেনটি রঙিয়া, নিউ বঙাইগাঁও, নিউ কোচবিহার, কাটিহার, বারাউনী, দানাপুর, বক্সার, মির্জাপুর, সাতনা, ইতর্সি, কোপারগাঁও হয়ে চলাচল করবে।এই রুটগুলির অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা গরমের সময় এই স্পেশ্যাল ট্রেনে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ভ্রমণ করার সুযোগ গ্রহণ করতে পারবেন।

এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে। একমুখী স্পেশ্যাল ট্রেন নং. ০৫৬৬৩ (গুয়াহাটি-আগরতলা) ০৭ মে, ২০২৪ তারিখ মঙ্গলবার ২৩.৩০ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওনা দিয়ে পরের দিন ১৬.০০ ঘণ্টায় আগরতলা পৌঁছবে। এসি ২-টিয়ার, এসি ৩-টিয়ার, স্লিপার ও জেনারেল কোচ দিয়ে গঠিত এই একমুখী স্পেশ্যাল ট্রেনটি জাগীরোড, চাপরমুখ, হোজাই, লামডিং, নিউ হাফলং, বদরপুর, নিউ করিমগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট ও আম্বাসা হয়ে চলাচল করবে।