ট্রেন যাত্রা এখন আরও আরামদায়ক! স্লিপার ক্লাসের লক্ষ লক্ষ যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা রেলের

#নয়াদিল্লি: ট্রেনে উঠলেই কোমরে ব্যথা? আর তার উপরে যদি যাত্রা এক-দু’ রাতের হয়, তাহলে তো মাথায় হাত! এসি ট্রেন হলে তাও নয় ঠিক আছে, একটু স্বস্তি। কিন্তু স্লিপার ক্লাস ট্রেনে যাত্রা করা নিয়ে চিরকালই যাত্রীর মনে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে সাইড বার্থ যদি কারও পড়ে তাহলে ট্রেনে রাতে ঘুমোনোর সময় আরও বেশি কষ্ট হয়। আপনার জন্য রয়েছে সুখবর! চিন্তার কোনও কারণ নেই, ট্রেনযাত্রা এখন আরও মজাদার। ভারতীয় রেল পরিষেবা আপনার জন্য নিয়ে এসেছে একটি দারুণ ফিচার।

স্লিপার ক্লাস ট্রেনে চারটি বার্থ থাকে। আপার ক্লাস বার্থ মানে একদম উপরে, মিডল ক্লাস বার্থ মানে মাঝখানে, লোয়ার ক্লাস বার্থ মানে নিচের দিকে এবং সাইড বার্থ মানে জানলার পাশে বসার সিট। যাত্রীরা এই সাইড বার্থ নিয়েই বহুবার অভিযোগ করেছেন। সিট গুলির অসম ব্যবধানের জন্য বিশ্রাম বা রাতে ঘুমোনোর সময় ভীষণ অস্বস্তি হয়। পরের দিন কাঁধে এবং কোমড়েও খবুই ব্যথা হয়।

যাত্রীদের কাছ থেকে বার বার এই অভিযোগ উঠে আসায় এ বার রেল পরিষেবা সাইড বার্থে একটি নতুন ফিচার যুক্ত করেছে। সম্প্রতি একটি ভিডিয়ো ট্যুইটারে শেয়ার করা হয়েছিল যেখানে রেল পরিষেবার একজন কর্মকর্তা বুঝিয়ে দিচ্ছেন কীভাবে নতুন বসার জায়গা গুলি কাজ করবে। কী সেই ফিচার দেখে নিন ভিডিয়োটিতে-

স্লিপার-ক্লাস যাত্রীদের জন্য ট্রেনের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় করতে, ভারতীয় রেল পরিষেবা নিচের সাইড বার্থটিকে নতুন ভাবে ডিজাইন করেছে। জানলার পাশের দু’টি সিটকে একসঙ্গে জুড়ে তার উপরে একটি বিছানা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যা ট্রেনযাত্রার সময় বেশ আরামদায়ক হবে বলে দাবি করা হচ্ছে।

Somosree das