গতি বাড়ল ট্রেনের

Indian Railways: রেলের মহা ধামাকা! গতি বাড়ল হাওড়া-শিয়ালদহের ৫২টি ট্রেনের, টাইম টেবিলে বিরাট পরিবর্তন

কলকাতা: বৃহস্পতিবারই দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিংয়ের সময় কমিয়ে বড় চমক দিয়েছিল ভারতীয় রেল। এবার আরও বড় চমক। গতি বাড়ানো হল হাওড়া শিয়ালদলের মোট ৫২টি ট্রেনের।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ঝেঁপে আসছে বৃষ্টি! রাজ্য জুড়ে আবহাওয়ার মহাখেলা কবে? বিরাট সতর্কবাণী আলিপুরের

৫২টি ট্রেনের মধ্যে রয়েছে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, জম্মু তাওয়াই-সহ বহু ট্রেন। এই ট্রেনগুলির গতি বাড়িয়ে সর্বোচ্চ গতি ১৩০ কিমি প্রতি ঘণ্টা করা হয়েছে। আর গতি বাড়ানোর ফলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে আগের থেকে কম সময় লাগবে। সেই দিকে তাকিয়েই সময়সূচির পরিবর্তন করা হয়েছে। নভেম্বর মাসের শেষের দিকে এই নয়া সূচি কার্যকর হবে।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে বিরাট মোড়! সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের নার্কো এবং পলিগ্রাফ নিয়ে বড় সিদ্ধান্ত

রইল তালিকা:

pdf

তালিকায় রয়েছে অমৃতসর-কলকাতা অকাল তখত এক্সপ্রেস, জম্মু তাওয়াই-হাওড়া হিমগিরি এক্সপ্রেস, কালকা-হাওড়া নেতাজি এক্সপ্রেস, হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস, শিলঘাট টাউন-কলকাতা কাজিরাঙা এক্সপ্রেস, সিউড়ি-শিয়ালদা মেমু, জম্মু তাওয়াই-শিয়ালদহ হামসফর এক্সপ্রেস-সহ বহু ট্রেন।