Indian Railways: কোটি কোটি টাকা উপার্জন, পার্সেল লোডিংয়ে রেকর্ড গড়ল উত্তর পূর্ব সীমান্ত রেল!

নয়াদিল্লি: বর্তমান অর্থবর্ষের ১ম ত্রৈমাসিকে পার্সেল লোডিং থেকে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আয় ২৫ কোটি টাকারও বেশি। পার্সেল বুকিংয়ের হার যথাযথ হওয়ায় খুশি রেল।  রেলওয়ের মাধ্যমে পার্সেল/প্যাকেজ পরিবহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রেলের দ্বারা পার্সেল পরিবহণ হলো গ্রাহকদের জন্য একটি সাশ্রয়ী, দ্রুত এবং পরিবেশ অনুকূল ব্যবস্থা।

বছরের পর বছর ধরে পার্সেল ও লাগেজের সময় মতো ডেলিভারি নিশ্চিত করার মাধ্যমে পার্সেল পরিবহণকারীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে, যার ফলে এই সেগমেন্ট থেকে উল্লেখযোগ্য রাজস্ব উপার্জন সম্ভব হয়েছে। ২০২৪-এর জুন মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে পার্সেল ট্রেন ও পার্সেল ভ্যানের মাধ্যমে ১৭.৪৪ হাজার টনেরও অধিক সামগ্রী পরিবহণ করে ৮.১৭ কোটি টাকা রাজস্ব লাভ করেছে।

আরও পড়ুন: আবারও কি সায়ন্তিকা-রেয়াতের মতো ঝঞ্ঝাট? নব নির্বাচিত চার বিধায়কের শপথ নিয়ে জটিলতা চায় না বিধানসভা

এই অর্থবর্ষের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ৫১.২৭ হাজার টন সামগ্রী পরিবহণ করে ২৫.৬৪ কোটি টাকা রাজস্ব উপার্জন করেছে।   ​সবগুলি ডিভিশনের পাশাপাশি জোনাল হেড কোয়ার্টার স্তরের বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট (বিডিইউ) গুলির প্রচেষ্টায় ব্যবসায়ীদের নিজেদের সামগ্রী দ্রুতভাবে পরিবহণ করার সহজ সুবিধা প্রদান করা সম্ভব হয়েছে। ট্রেনের দ্বারা চলাচলের জন্য নতুন ট্র্যাফিক খুঁজতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটগুলি নিজেদের এলাকার ব্যবসায়ী ও শিল্প উদ্যোগীদের সাথে ঘন ঘন বার্তালাপের আয়োজন করে আসছে।

কোভিড পরবর্তী সময় থেকেই রেল পথে পণ্য পরিবহণ করার একটা ঝোঁক বেড়েছে ব্যবসায়ীদের মধ্যে৷ এছাড়া পণ্য পরিবহণ করার ব্যবস্থা আগের চেয়ে অনেক সহজ ও সময় যথাযথ করেছে রেল।

আরও পড়ুন: উপনির্বাচনে ভোট বাড়াল বাম-কংগ্রেস! কিছুটা হলেও হল মুখরক্ষা, কী বলছে পরিসংখ্যান?

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, সময়সূচি নির্ধারিত পার্সেল স্পেশাল ট্রেনের পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে চাহিদা-ভিত্তিক পার্সেল ভ্যান সফলভাবে চালাচ্ছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে আশা করা হয়েছে যে রেলওয়ের দ্বারা প্রদান করা বিভিন্ন ব্যবস্থা ও প্রকল্প পার্সেল ব্যবসায়ীদের  ট্রেন/ভ্যানের দ্বারা নিজেদের সামগ্রী পরিবহণের ক্ষেত্রে বৃহৎ পদ্ধতিতে সাহায্য করবে।