অবাক করে দেওয়ার মতো এই ঘটনা ঘটেছে কলকাতা স্টেশন থেকে অমৃতসরগামী ১২৩৫৭ দুর্গিয়ানা এক্সপ্রেস ট্রেনে৷ রেল সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ১২.১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়ে ট্রেনটি৷

Indian Railways: বিনা টিকিটে ট্রেনে যাত্রা, নামতে গিয়ে মহাবিপদ! সারা জীবনের শিক্ষা দিল রেল

বিনা টিকিটে ট্রেন যাত্রা মহা অপরাধ! যা করতে গিয়ে ঘটে গেল বিরাট অঘটন৷ এবং টিকিট ছাড়া যাত্রা করতে গিয়ে যাত্রীর এমন শিক্ষা হল, যা সকলের জন্য একটি কঠোর উদাহরণ হয়ে থাকল৷
বিনা টিকিটে ট্রেন যাত্রা মহা অপরাধ! যা করতে গিয়ে ঘটে গেল বিরাট অঘটন৷ এবং টিকিট ছাড়া যাত্রা করতে গিয়ে যাত্রীর এমন শিক্ষা হল, যা সকলের জন্য একটি কঠোর উদাহরণ হয়ে থাকল৷
ইস্ট সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান যে টিকিট ছাড়া ভ্রমণকারীদের বিরুদ্ধে ফাঁদ শক্ত করতে, দানাপুর, সোনপুর, সমষ্টিপুর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের পাঁচটি বিভাগে গভীর রাত পর্যন্ত একযোগে বিশেষ টিকিট চেকিং অভিযান চালানো হয়েছিল। এবং এতেই কাজ হয়৷ এই অভিযানে, রেলওয়ের আধিকারিক, তত্ত্বাবধায়ক, রেলকর্মী, টিটিই এবং পূর্ব মধ্য রেলওয়ের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে প্রচুর সংখ্যক রেলওয়ে সুরক্ষা বাহিনীর কর্মী মোতায়েন করা হয়েছিল।
ইস্ট সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান যে টিকিট ছাড়া ভ্রমণকারীদের বিরুদ্ধে ফাঁদ শক্ত করতে, দানাপুর, সোনপুর, সমষ্টিপুর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের পাঁচটি বিভাগে গভীর রাত পর্যন্ত একযোগে বিশেষ টিকিট চেকিং অভিযান চালানো হয়েছিল। এবং এতেই কাজ হয়৷ এই অভিযানে, রেলওয়ের আধিকারিক, তত্ত্বাবধায়ক, রেলকর্মী, টিটিই এবং পূর্ব মধ্য রেলওয়ের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে প্রচুর সংখ্যক রেলওয়ে সুরক্ষা বাহিনীর কর্মী মোতায়েন করা হয়েছিল।
আটক ১২ হাজারের বেশি যাত্রী৷ প্রধান মেল-এক্সপ্রেস ট্রেনগুলির শীতাতপ নিয়ন্ত্রিত কোচগুলি বিশেষভাবে পরিদর্শন করা হয়েছিল। এর পাশাপাশি সব প্যাসেঞ্জার ট্রেন ও মেমু ট্রেনেও টিকিটবিহীন যাত্রী ধরা পড়েছে। এই অভিযানে মোট ১২ হাজার ১৫০ জন টিকিটবিহীন/অনিয়মিত যাত্রী ধরা পড়েছে, যাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৬৪ লাখ ১৭ হাজার টাকা।
আটক ১২ হাজারের বেশি যাত্রী৷ প্রধান মেল-এক্সপ্রেস ট্রেনগুলির শীতাতপ নিয়ন্ত্রিত কোচগুলি বিশেষভাবে পরিদর্শন করা হয়েছিল। এর পাশাপাশি সব প্যাসেঞ্জার ট্রেন ও মেমু ট্রেনেও টিকিটবিহীন যাত্রী ধরা পড়েছে। এই অভিযানে মোট ১২ হাজার ১৫০ জন টিকিটবিহীন/অনিয়মিত যাত্রী ধরা পড়েছে, যাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৬৪ লাখ ১৭ হাজার টাকা।
তদন্তের সময়, পাঁচ বন্ধু টিটির চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় এবং প্রায় ১০০০ কিলোমিটার যাত্রাও করেন। এসি কোচে গন্তব্য স্টেশনে নামতে যায়। সেই সময় এক বন্ধু বললেন, ভাড়ায় অনেক টাকা বেঁচে গেছে, এই টাকা দিয়ে আজ রাতের পার্টির আয়োজন করা হবে। কাছে দাঁড়িয়ে থাকা টিটি তাদের কথা শুনে অবিলম্বে তাদের পাঁচজনকে ধরে ফেলে। এরই মধ্যে আরপিএফ জওয়ানরাও চলে আসেন। জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তারা দিল্লি থেকে বিনা টিকিটে বিভিন্ন কোচে ভ্রমণ করে আসছিলেন। পাঁচজনের কাছ থেকে থার্ড এসির ভাড়া ও জরিমানা আদায় করার পর টিটি তাদের ছেড়ে দেয়। ফলে এই যাত্রা তাদের সারাজীবন মনে থাকবে।
তদন্তের সময়, পাঁচ বন্ধু টিটির চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় এবং প্রায় ১০০০ কিলোমিটার যাত্রাও করেন। এসি কোচে গন্তব্য স্টেশনে নামতে যায়। সেই সময় এক বন্ধু বললেন, ভাড়ায় অনেক টাকা বেঁচে গেছে, এই টাকা দিয়ে আজ রাতের পার্টির আয়োজন করা হবে। কাছে দাঁড়িয়ে থাকা টিটি তাদের কথা শুনে অবিলম্বে তাদের পাঁচজনকে ধরে ফেলে। এরই মধ্যে আরপিএফ জওয়ানরাও চলে আসেন। জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তারা দিল্লি থেকে বিনা টিকিটে বিভিন্ন কোচে ভ্রমণ করে আসছিলেন। পাঁচজনের কাছ থেকে থার্ড এসির ভাড়া ও জরিমানা আদায় করার পর টিটি তাদের ছেড়ে দেয়। ফলে এই যাত্রা তাদের সারাজীবন মনে থাকবে।
মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, দানাপুর বিভাগে ৫৯০০ যাত্রীকে ২৯ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বিভাগে ১৪৬০ যাত্রীকে ৭ লক্ষ ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে, ধানবাদ বিভাগে ১০০০ যাত্রীকে ৪ লক্ষ ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং সোনপুর বিভাগে ২২৫০ যাত্রীর কাছ থেকে ১২ লক্ষ ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে, সমষ্টিপুর বিভাগে ১৫৪০ যাত্রীর কাছ থেকে ১০ লক্ষ ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, দানাপুর বিভাগে ৫৯০০ যাত্রীকে ২৯ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বিভাগে ১৪৬০ যাত্রীকে ৭ লক্ষ ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে, ধানবাদ বিভাগে ১০০০ যাত্রীকে ৪ লক্ষ ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং সোনপুর বিভাগে ২২৫০ যাত্রীর কাছ থেকে ১২ লক্ষ ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে, সমষ্টিপুর বিভাগে ১৫৪০ যাত্রীর কাছ থেকে ১০ লক্ষ ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।