Indian Railways: এবার মোবাইল থেকেই কাটা যাবে হল্ট স্টেশনের টিকিট, চালু হল ইউটিএস ব্যবস্থা

নয়াদিল্লি: যাত্রী সুবিধায়, টিকিট কাটার হয়রানি রুখতে হল্ট স্টেশনগুলিতে ইউটিএস-এর মাধ্যমে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা চালু করল পূর্ব রেল। রেলযাত্রার জন্য দীর্ঘক্ষণ টিকিটের লাইনে দাঁড়ানোর ঝক্কি দূর করতেই ইউটিএস মোবাইল অ্যাপ চালু করেছিল রেল।

অ্যান্ড্রয়েড, উইন্ডোজ় এবং আইওএস ভিত্তিক স্মার্টফোনের জন্য ‘ইউটিএস অন মোবাইল’ অ্যাপের জনপ্রিয়তা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। ব্যবহারকারীরা এই অ্যাপটি গুগল প্লে স্টোর, উইন্ডোজ অ্যাপ স্টোর এবং অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। এ বার থেকে হল্ট স্টেশনগুলিতে ইউটিএস-এ টিকিট কাটার ব্যবস্থা থাকবে।

শিয়ালদহ ডিভিশনে অনেকগুলি হল্ট স্টেশন রয়েছে। সেই সব স্টেশনে সব ট্রেন না দাঁড়ালে কয়েকটি নির্দিষ্ট ট্রেনের স্টপেজ দেওয়া হয়। তাই প্রতি দিনই এই সব হল্ট স্টেশনে যাত্রীদের আনাগোনা রয়েইছে। কিন্তু এত দিন হল্ট স্টেশনগুলিতে কোনও টিকিট কাউন্টার ছিল না। তাতে সমস্যায় পড়তেন যাত্রীরা। সেই সমস্যা সমাধানেই শিয়ালদহ ডিভিশনে নয়া পদক্ষেপ করল রেল।

আরও পড়ুন: ‘গণতন্ত্রকে উৎসবের মতো পালন করুন,’ সাত সকালে অমিত শাহকে সঙ্গে নিয়েই গান্ধিনগরে ভোট দিলেন মোদি

এতদিন টেন্ডার ডেকে বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হত হল্ট স্টেশনের টিকিট কাটার জন্য। মাসিক টিকিট বিক্রি করে যে আয় হত, সেই টাকা রেল ও ওই সংস্থা ভাগ করে নিত। কিন্তু বহু সংস্থা এতে আগ্রহ ক্রমশ কমিয়ে দিয়েছে। তবে যাত্রীদের আনাগোনের প্রভাব কমেনি। তাই ইউটিএস মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা করছে রেল।

আরও পড়ুন: মুকুল-শুভ্রাংশুর বীজপুরে বিশাল রোড শো পার্থ ভৌমিকের, ভোটপ্রচারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হনুমান মন্দিরে দিলেন পুজো

শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন প্রান্তে একাধিক হল্ট স্টেশন রয়েছে। কলকাতা শহরতলি কেন্দ্রিক একাধিক হল্ট স্টেশন রয়েছে। আবার চক্র রেলের বন্দর এলাকায় রয়েছে হল্ট স্টেশন। এই সব স্টেশন চালু করার সময় যে উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তা সম্পূর্ণ বদলে যায়। এই হল্ট স্টেশনগুলি দেখাশোনার অভাব রয়েছে বলে যাত্রীদের তরফে বিভিন্ন সময়ে অভিযোগ করে বলা হয়। তবে এর মধ্যে বেশ কয়েকটি স্টেশন রয়েছে যাতে যাত্রীদের যাতায়াত প্রতিদিন রয়েছে। তাই টিকিট কেটে যাতে যাত্রীদের যাতায়াতে অসুবিধা না হয় তাই এই ইউটিএস ব্যবস্থা চালু করা।