Rail: ঝড়ের গতিতে ছুটবে ট্রেন, অনেকটাই কমবে গন্তব্যে পৌঁছনোর সময়, বিরাট পদক্ষেপ ভারতীয় রেলের

*উত্তর পূর্ব সীমান্ত রেল এলাকায় ট্রেনের গতি বাড়াতে ভীষণ রকম তৎপর হয়ে উঠেছে ভারতীয় রেল। একাধিক জায়গায় অত্যন্ত দ্রুত গতিতে চলছে ভারতীয় রেলের কাজ৷ বিশেষ করে অসম থেকে শিলিগুড়ি বা আগরতলা অংশে এই কাজের গতি ক্রমশ বৃদ্ধি করা হয়েছে। ফাইল ছবি। 
*উত্তর পূর্ব সীমান্ত রেল এলাকায় ট্রেনের গতি বাড়াতে ভীষণ রকম তৎপর হয়ে উঠেছে ভারতীয় রেল। একাধিক জায়গায় অত্যন্ত দ্রুত গতিতে চলছে ভারতীয় রেলের কাজ৷ বিশেষ করে অসম থেকে শিলিগুড়ি বা আগরতলা অংশে এই কাজের গতি ক্রমশ বৃদ্ধি করা হয়েছে। ফাইল ছবি। 
*উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অন্তর্গত জাটিঙ্গা লামপুর ও নিউ হারাঙ্গাজাওয়ের মধ্যে কিমি-১১০/৭-এ ট্র্যাক মেরামতি কাজের পরিপ্রেক্ষিতে নীচের বিবরণ অনুযায়ী নিম্নলিখিত ট্রেনগুলির চলাচল বাতিল ও সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। ফাইল ছবি। 
*উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অন্তর্গত জাটিঙ্গা লামপুর ও নিউ হারাঙ্গাজাওয়ের মধ্যে কিমি-১১০/৭-এ ট্র্যাক মেরামতি কাজের পরিপ্রেক্ষিতে নীচের বিবরণ অনুযায়ী নিম্নলিখিত ট্রেনগুলির চলাচল বাতিল ও সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। ফাইল ছবি। 
*৩-৭ মে, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬১৫/১৫৬১৬ (গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি) এক্সপ্রেস। ৪ মে ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৮৮৭/১৫৮৮৮ (গুয়াহাটি-বদরপুর-গুয়াহাটি) টুরিস্ট এক্সপ্রেস। ৪-৬ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬১১ (রঙিয়া-শিলচর) এক্সপ্রেস। ফাইল ছবি। 
*৩-৭ মে, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬১৫/১৫৬১৬ (গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি) এক্সপ্রেস। ৪ মে ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৮৮৭/১৫৮৮৮ (গুয়াহাটি-বদরপুর-গুয়াহাটি) টুরিস্ট এক্সপ্রেস। ৪-৬ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬১১ (রঙিয়া-শিলচর) এক্সপ্রেস। ফাইল ছবি। 
*৫-৮ মে, ২০২৪ তারিখের রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬১২ (শিলচর-রঙিয়া) এক্সপ্রেস। ৪-৬ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬১৭ (গুয়াহাটি-দুল্লভছড়া) এক্সপ্রেস। ৫ ও ৭ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬১৮ (দুল্লভছড়া-গুয়াহাটি) এক্সপ্রেস। ফাইল ছবি। 
*৫-৮ মে, ২০২৪ তারিখের রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬১২ (শিলচর-রঙিয়া) এক্সপ্রেস। ৪-৬ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬১৭ (গুয়াহাটি-দুল্লভছড়া) এক্সপ্রেস। ৫ ও ৭ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬১৮ (দুল্লভছড়া-গুয়াহাটি) এক্সপ্রেস। ফাইল ছবি। 
*৪, ৫, ৬ ও ৭ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত যথাক্রমে ট্রেন নং. ১৫৬৪১ (শিলচর-নিউ তিনসুকিয়া) এক্সপ্রেস, ট্রেন নং. ১৫৬৪২ (নিউ তিনসুকিয়া-শিলচর) এক্সপ্রেস, ট্রেন নং. ০৫৬৩৮ (শিলচর-নাহরলগুন) স্পেশ্যাল এবং ট্রেন নং. ০৫৬৩৭ (নাহরলগুন-শিলচর) স্পেশাল। ফাইল ছবি। 
*৪, ৫, ৬ ও ৭ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত যথাক্রমে ট্রেন নং. ১৫৬৪১ (শিলচর-নিউ তিনসুকিয়া) এক্সপ্রেস, ট্রেন নং. ১৫৬৪২ (নিউ তিনসুকিয়া-শিলচর) এক্সপ্রেস, ট্রেন নং. ০৫৬৩৮ (শিলচর-নাহরলগুন) স্পেশ্যাল এবং ট্রেন নং. ০৫৬৩৭ (নাহরলগুন-শিলচর) স্পেশাল। ফাইল ছবি। 
*ট্রেনের সময় পুনর্নির্ধারণ: ৩ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৭০২৯ (আগরতলা-সেকেন্দ্রাবাদ) স্পেশ্যালের যাত্রার সময় ০৬.২০ ঘণ্টার পরিবর্তে ২৩.৫০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। ফাইল ছবি। 
*ট্রেনের সময় পুনর্নির্ধারণ: ৩ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৭০২৯ (আগরতলা-সেকেন্দ্রাবাদ) স্পেশ্যালের যাত্রার সময় ০৬.২০ ঘণ্টার পরিবর্তে ২৩.৫০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। ফাইল ছবি। 
*উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, সাময়িক অসুবিধা মানুষের তৈরি হবে৷ কিন্তু আগামীদিনে যাতে মানুষ দারুণ ভাবে রেল পথ ব্যবহার করতে পারেন তাই দ্রুত রেলের এই সব কাজ করা হচ্ছে৷ ফাইল ছবি।
*উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, সাময়িক অসুবিধা মানুষের তৈরি হবে৷ কিন্তু আগামীদিনে যাতে মানুষ দারুণ ভাবে রেল পথ ব্যবহার করতে পারেন তাই দ্রুত রেলের এই সব কাজ করা হচ্ছে৷ ফাইল ছবি।