#AusvsInd: চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে জয় দিয়ে T20 বিশ্বকাপে অভিযান শুরু করল ভারতীয় মহিলা দল

#সিডনি: দুরন্ত পুনম যাদব ৷ একা হাতে বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলেন এই লেগব্রেক গুগলি বোলার ৷ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে একাই নিলেন চার উইকেট ৷ এদিন ভারতের দেওয়া ১৩২ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল অজি মেয়েরা ৷ ১৮ রানে জিতল ভারতীয় মেয়েরা ৷ ১৯.৫ ওভারে ১১৫ রানে অল আউট অস্ট্রেলিয়া ৷

তবে এদিন পুনম বিশ্বকাপের হ্যাটট্রিক মিস করেন ৷ আলিসা হেলি ৩৫ বলে ৫১ করেন ওপেনার হিসেবে ৷ কিন্তু এরপর একমাত্র গার্ডেনার ছাড়া কেউই দাগ কাটতে পারেননি ৷ পুনম চার উইকেট ছাড়া শিখা পান্ডে ২ টি উইকেট নেন ৷

শুক্রবার সিডনিতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া৷ ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছেন ভারতের দুই ওপেনার৷ বিশেষত ১৬ বছরের ১৫ বলে ২৯ রানের ইনিংস ওপেনিংয়েই ভালো শুরু দেয় ভারতীয় দলকে ৷ তরুণ তুর্কির ঝকঝকে ব্যাটিং পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট দুনিয়া ৷ কারণ বর্তমান টি টোয়েন্টি চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় কোথাও কোনও জড়তা ছিল না শেফালির ৷

Photo Courtesy- Twitter
Photo Courtesy- Twitter

এদিন স্মৃতি মন্ধনা ফ্লপ পাশাপাশি অধিনায়ক হরমনপ্রীত ফিকে ৷ দুজনের রান যথাক্রমে ১০ ও ২ ৷ তবে দীপ্তি শর্মা ৪৬ বলে ৪৯ রান করেন ৷ এর ফলে ২০ ওভারে ৪ উইকেটে ১৩২ রান করে টিম ইন্ডিয়া ৷


অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামা যে কোনও সময়েই চ্যালেঞ্জিং৷ আর ওয়ার্ল্ড কাপের শুরুতেই এই ম্যাচ খেলতে নেমে প্রথমেই একটা বড় পরীক্ষার সামনে পড়েছিল ভারত ৷ হরমনপ্রীতের দল ব্যাট হাতে আরও একটু পরিণতি লাভ করবে প্রথম ম্যাচের ভুল গুলি থেকে শিক্ষা নিয়ে ৷