Hanste Aansoo

India’s first A-rated film: বলুন তো ভারতের প্রথম ‘Adult Only’ ছবি কোনটা? নায়িকা ১৬ বছরের নাবালিকা, পরে তিনিই সুপারস্টার হন

প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই ভারতীয় সিনেমার বিষয়বস্তু পর্যালোচনা করে 'দ্য ইন্ডিয়ান সিনেম্যাটোগ্রাফ অ্যাক্ট (১৯১৮)। ১৯৩০ সালে সিনেমার পথচলা শুরু। ১৯৪৯ সালে একটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের প্রচলনা হয়, যার মাধ্যমে দর্শকের বয়স অনুযায়ী সিনেমা ভাগ করা হয়। ১৯৫০ সালে মুক্তি পায় ভারতের প্রথম অ্যাডাল্ট ওনলি বা 'A' রেটেড ছবি। নামটা বলতে পারবেন?
প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই ভারতীয় সিনেমার বিষয়বস্তু পর্যালোচনা করে ‘দ্য ইন্ডিয়ান সিনেম্যাটোগ্রাফ অ্যাক্ট (১৯১৮)। ১৯৩০ সালে সিনেমার পথচলা শুরু। ১৯৪৯ সালে একটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের প্রচলনা হয়, যার মাধ্যমে দর্শকের বয়স অনুযায়ী সিনেমা ভাগ করা হয়। ১৯৫০ সালে মুক্তি পায় ভারতের প্রথম অ্যাডাল্ট ওনলি বা ‘A’ রেটেড ছবি। নামটা বলতে পারবেন?
১৯৪৯ সালে পরিচালক কেবি লাল ঘোষণা করলেন পারিবারিক ছবি-- 'হাসতে আঁসু'-এর। ছবিতে ছিল ১৬ বছর বয়সি মধুবালা। ছবিতে ছিলেন মতিলাল, গোপ, মনোরমা-ও।
১৯৪৯ সালে পরিচালক কেবি লাল ঘোষণা করলেন পারিবারিক ছবি– ‘হাসতে আঁসু’-এর। ছবিতে ছিল ১৬ বছর বয়সি মধুবালা। ছবিতে ছিলেন মতিলাল, গোপ, মনোরমা-ও।
 'হাসতে আঁসু' প্রথম কোন-ও ভারতীয় ছবি যা 'A' সার্টিফিকেট পায়। এটি ভারতের প্রথম 'Adult Only' ছবি।
‘হাসতে আঁসু’ প্রথম কোন-ও ভারতীয় ছবি যা ‘A’ সার্টিফিকেট পায়। এটি ভারতের প্রথম ‘Adult Only’ ছবি।
ছবিটি 'A' সার্টিফিকেট পাওয়ায় ছবির প্রযোজনা সংস্থা বেজায় চটে যায়! সাফাইয়ে জানায়, ছবিতে তুলে ধরা হয়েছে পারিবারিক অশান্তি, কারখানায় কাজ করা এক মহিলার জীবন সংগ্রাম, রয়েছে দ্বর্থ অর্থের নানা জোক।
ছবিটি ‘A’ সার্টিফিকেট পাওয়ায় ছবির প্রযোজনা সংস্থা বেজায় চটে যায়! সাফাইয়ে জানায়, ছবিতে তুলে ধরা হয়েছে পারিবারিক অশান্তি, কারখানায় কাজ করা এক মহিলার জীবন সংগ্রাম, রয়েছে দ্বর্থ অর্থের নানা জোক।
'হাসতে আঁসু'-র কেন্দ্রে ছিল উষা (মধুবালা)-র জীবন সংগ্রামের লড়াই। তাকে স্বামী কুমার (মতিলাল) নিগ্রহ করত। বাধ্য হয়ে বাড়ি ছেড়ে দেয় উষা। মহিলাদের অধিকারের জন্য লড়েন। এই ছবির প্লট সেই সময় যথেষ্ট সাহসী বিষয় ছিল।
‘হাসতে আঁসু’-র কেন্দ্রে ছিল উষা (মধুবালা)-র জীবন সংগ্রামের লড়াই। তাকে স্বামী কুমার (মতিলাল) নিগ্রহ করত। বাধ্য হয়ে বাড়ি ছেড়ে দেয় উষা। মহিলাদের অধিকারের জন্য লড়েন। এই ছবির প্লট সেই সময় যথেষ্ট সাহসী বিষয় ছিল।
ছবিতে এও দেখানো হয়, উষা কারখানায় কাজ করছে। সেই সময়ের প্রেক্ষাপটে ধরেই নেওয়া হত, মহিলা মানেই সংসার সামলাবে। সেই জায়গা থেকে একজন মহিলা বাইরে কাজ করছে, এই বিষয়টি মেনে নিতে পারেনি মধ্যবিত্ত সমাজ।
ছবিতে এও দেখানো হয়, উষা কারখানায় কাজ করছে। সেই সময়ের প্রেক্ষাপটে ধরেই নেওয়া হত, মহিলা মানেই সংসার সামলাবে। সেই জায়গা থেকে একজন মহিলা বাইরে কাজ করছে, এই বিষয়টি মেনে নিতে পারেনি মধ্যবিত্ত সমাজ।
বিতর্কিত হলেও বক্সঅফিসে সফল হয় ছবিটি। রমরমিয়ে চলে সপ্তাহের পর সপ্তাহ।
বিতর্কিত হলেও বক্সঅফিসে সফল হয় ছবিটি। রমরমিয়ে চলে সপ্তাহের পর সপ্তাহ।