বাড়িতে পোষ্য থাকলে মন আনন্দে ভরে ওঠে। চারপেয়ে সঙ্গী কখন যে বাড়ির সদস্য হয়ে ওঠে তা বোঝা যায় না। কিন্তু সুখ দুঃখে একসঙ্গে সময় কাটাতে কাটাতে তাঁরাও যেন খুবই কাছের হয়ে ওঠে। সামনেই এগিয়ে আসছে আন্তর্জাতিক সারমেয় দিবস। জানেন আপনার বাড়ির পোষ্যটি আপনার সঙ্গে কথাও বলতে পারে আবার ভালবাসা জাহিরও করতে পারে। জেনে নেওয়া যাক আদরের পোষ্যের নানান অজানা তথ্য

Interesting facts: কুকুরের দেহে রয়েছে এক ভয়ঙ্কর প্রাণীর জিন, এই তথ্য় জানলে শিউরে উঠবেন!

কুকুরেরা ভীষণ সামাজিক- কুকুররা ভীষণ রকমের সামাজিক প্রাণী। আপনার পোষ্যের সঙ্গে যে একটা আত্মিক যোগ তৈরি হয় তা সামাজিকতার ফসল। কারণ, এই কুকুরেদের  আর নেকড়েদের জিনের সঙ্গে মিল পাওয়া যায়। ফলে মিল পাওয়া যায় সামাজিকতারও।
কুকুরেরা ভীষণ সামাজিক- কুকুররা ভীষণ রকমের সামাজিক প্রাণী। আপনার পোষ্যের সঙ্গে যে একটা আত্মিক যোগ তৈরি হয় তা সামাজিকতার ফসল। কারণ, এই কুকুরেদের আর নেকড়েদের জিনের সঙ্গে মিল পাওয়া যায়। ফলে মিল পাওয়া যায় সামাজিকতারও।
আপনার পরিবারই ওর পরিবার- কুকুরেরা আপনার পরিবারকেই নিজের পরিবার মনে করে। যেহেতু কুকুরেরা একটি পরিবারে বা একটা দলে থাকার প্রবণতায় বড় হয় তাই আপনি বা আপনার পরিবারই তাঁর কাছে সবকিছু হয়ে দাঁড়ায়।
আপনার পরিবারই ওর পরিবার- কুকুরেরা আপনার পরিবারকেই নিজের পরিবার মনে করে। যেহেতু কুকুরেরা একটি পরিবারে বা একটা দলে থাকার প্রবণতায় বড় হয় তাই আপনি বা আপনার পরিবারই তাঁর কাছে সবকিছু হয়ে দাঁড়ায়।
কুকুরেরা সর্বদা মাংসাশী নয়- কুকুরেরা সর্বভুক। তাঁদের বেশি প্রোটিনের প্রয়োজন হয় না। অল্প পরিমাণে তাঁদের বুঝে সব খাবারই দেওয়া যায়। তবে এক্ষেত্রে একজন ভেটেরিনিয়ানের পরামর্শ নেওয়া সবথেকে উপযুক্ত।
কুকুরেরা সর্বদা মাংসাশী নয়- কুকুরেরা সর্বভুক। তাঁদের বেশি প্রোটিনের প্রয়োজন হয় না। অল্প পরিমাণে তাঁদের বুঝে সব খাবারই দেওয়া যায়। তবে এক্ষেত্রে একজন ভেটেরিনিয়ানের পরামর্শ নেওয়া সবথেকে উপযুক্ত।
কুকুরেরাও ভয় পায়- হ্যাঁ, আপনার পোষ্যটিও ভয় পেতে পারে। ভয় পেলে সে আপনার সঙ্গে চনমনে ব্যবহার করবে না। দুই পায়ের ফাঁকে লেজ গুটিয়ে থাকবে। এই ধরনের ট্রমা তাঁদের মনে খুব প্রভাব ফেলে।
কুকুরেরাও ভয় পায়- হ্যাঁ, আপনার পোষ্যটিও ভয় পেতে পারে। ভয় পেলে সে আপনার সঙ্গে চনমনে ব্যবহার করবে না। দুই পায়ের ফাঁকে লেজ গুটিয়ে থাকবে। এই ধরনের ট্রমা তাঁদের মনে খুব প্রভাব ফেলে।
কুকুরও আপনাকে কিছু জানাতে চায় অনেক সময়- অনেক সময় আপনার পোষ্যটি আপনাকে কিছু জানাতে চায়। সেটি হতে পারে সে আপনার দৃষ্টি আকর্ষণ করে কিংবা ডেকে। তা কিন্তু এড়িয়ে যাবেন না। কারণ এই ধরনের ছোট ছোট জিনিস আপনার ছোট্ট সদস্যের মনে অনেকটা প্রভাব ফেলে। মনে রাখবেন আপনার জগত বড় হলেও, তাঁর জগত কিন্তু আপনার এবং আপনার পরিবার ঘিরেই। তাই এই তথ্যগুলি বুঝে ভাল রাখুন নিজের পোষ্যকে।
কুকুরও আপনাকে কিছু জানাতে চায় অনেক সময়- অনেক সময় আপনার পোষ্যটি আপনাকে কিছু জানাতে চায়। সেটি হতে পারে সে আপনার দৃষ্টি আকর্ষণ করে কিংবা ডেকে। তা কিন্তু এড়িয়ে যাবেন না। কারণ এই ধরনের ছোট ছোট জিনিস আপনার ছোট্ট সদস্যের মনে অনেকটা প্রভাব ফেলে। মনে রাখবেন আপনার জগত বড় হলেও, তাঁর জগত কিন্তু আপনার এবং আপনার পরিবার ঘিরেই। তাই এই তথ্যগুলি বুঝে ভাল রাখুন নিজের পোষ্যকে।