আমকে বলা হয় ফলের রাজা। বাঙালির কিন্তু আমের প্রতি একটা আলাদা টান রয়েছে। জানেন কি বিশ্বের সবচেয়ে দামি আম কী? তালিকায় রয়েছে ভারতীয় এমনকী বাংলার আমের নামও।

Most expensive mangoes: বাজারে হিমসাগর-ল্যাংড়ার দামও বেশ চড়া, জানেন কি বিশ্বের সবচেয়ে দামি আম কোনগুলি?

আমকে বলা হয় ফলের রাজা। বাঙালির কিন্তু আমের প্রতি একটা আলাদা টান রয়েছে। জানেন কি বিশ্বের সবচেয়ে দামি আম কী? তালিকায় রয়েছে ভারতীয় এমনকী বাংলার আমের নামও।
আমকে বলা হয় ফলের রাজা। বাঙালির কিন্তু আমের প্রতি একটা আলাদা টান রয়েছে। জানেন কি বিশ্বের সবচেয়ে দামি আম কী? তালিকায় রয়েছে ভারতীয় এমনকী বাংলার আমের নামও।
বিশ্বের সবচেয়ে দামি আম বলা হয় জাপানের মিয়াজাকি আমকে। উজ্জ্বল রং, চমৎকার স্বাদের জন্য মিয়াজাকির কদর খুব বেশি। মিয়াজাকি আমের দাম প্রতি কিলো প্রায় তিন লক্ষ টাকা।
বিশ্বের সবচেয়ে দামি আম বলা হয় জাপানের মিয়াজাকি আমকে। উজ্জ্বল রং, চমৎকার স্বাদের জন্য মিয়াজাকির কদর খুব বেশি। মিয়াজাকি আমের দাম প্রতি কিলো প্রায় তিন লক্ষ টাকা।
মিয়াজাকি আমের পরে এই তালিকায় রাখা যায় বাংলার কোহিতূর আমকে। অষ্টাদশ শতক থেকে এই আম নিয়ে মানুষের আগ্রহ বাড়তে শুরু করে। প্রতিটি আমের দাম ২০০০-৩০০০ টাকার আশপাশে হয়।
মিয়াজাকি আমের পরে এই তালিকায় রাখা যায় বাংলার কোহিতূর আমকে। অষ্টাদশ শতক থেকে এই আম নিয়ে মানুষের আগ্রহ বাড়তে শুরু করে। প্রতিটি আমের দাম ২০০০-৩০০০ টাকার আশপাশে হয়।
সবচেয়ে দামি আমগুলির তালিকায় রাখা যায় সিন্ধ্রি আমকেও। পাকিস্তানের সিন্ধ প্রদেশের এই আম বেশ বড় হয়, দাম ১২০০ থেকে ১৫০০ টাকা প্রতি কেজি।
সবচেয়ে দামি আমগুলির তালিকায় রাখা যায় সিন্ধ্রি আমকেও। পাকিস্তানের সিন্ধ প্রদেশের এই আম বেশ বড় হয়, দাম ১২০০ থেকে ১৫০০ টাকা প্রতি কেজি।
সুস্বাদু আমের তালিকায় বেশ খ্যাতি রয়েছে আলফান্সো আমের। এই প্রজাতির আমের জন্যই জিআই ট্যাগ পেয়েছে মহারাষ্ট্র। অনেকে আলফান্সোকে আমের রাজাও বলেন। এই আমের প্রতি কেজির দাম ৫০০ থেকে ৭০০ টাকা।
সুস্বাদু আমের তালিকায় বেশ খ্যাতি রয়েছে আলফান্সো আমের। এই প্রজাতির আমের জন্যই জিআই ট্যাগ পেয়েছে মহারাষ্ট্র। অনেকে আলফান্সোকে আমের রাজাও বলেন। এই আমের প্রতি কেজির দাম ৫০০ থেকে ৭০০ টাকা।
সবচেয়ে দামি আমের তালিকায় রয়েছে ফিলিপিন্সের কারাবাও আম বা ম্যানিলা আম। এই আমকে পৃথিবীর সবচেয়ে মিষ্টি আমও বলা হয়। প্রতি কেজি কারাবাও আমের দাম ৩০০ টাকা থেকে শুরু হয়।
সবচেয়ে দামি আমের তালিকায় রয়েছে ফিলিপিন্সের কারাবাও আম বা ম্যানিলা আম। এই আমকে পৃথিবীর সবচেয়ে মিষ্টি আমও বলা হয়। প্রতি কেজি কারাবাও আমের দাম ৩০০ টাকা থেকে শুরু হয়।