নীতা আম্বানি।

Nita Ambani on Vinesh Phogot: অলিম্পিক্স ফাইনাল থেকে বাদ পড়া নিয়ে ভিনেশ ফোগটের পাশে দাঁড়ালেন নীতা আম্বানি

প্যারিস: খালি হাতেই ফিরতে হচ্ছে ভিনেশ ফোগটকে৷ প্যারিস অলিম্পিক্সে ফাইনালে খেলতে পারবেন না ভিনেশ। তাঁর ওজন ৫০ কেজির বেশি হওয়ায় তিনি আর অলিম্পিক্সে খেলতে পারবেন না৷

এই বিষয় নিয়ে নিজের মতামত জানিয়েছেন নীতা আম্বানি। আইওসি সদস্য এবং রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি বলেছেন, “আজ, পুরো দেশের ভিনেশের জন্য মনখারাপ, ব্যথিত। ভিনেশ চ্যাম্পিয়ন যোদ্ধা, আমার কোন সন্দেহ নেই যে ও আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। ভিনেশ বারবার প্রমাণ করেছে যে ওর শক্তি কেবল ওর ম্যাচ জেতার মধ্যেই নয়, বরং তার প্রতিকূলতাকে অতিক্রম করার ক্ষমতা ওর মধ্যে রয়েছে। ভিনেশ, তুমি আগামী প্রজন্মের জন্য, বিশেষ করে অল্পবয়সি মেয়েদের এবং তাদের অভিভাবকদের জন্য, তাদের স্বপ্ন এবং অধ্যবসায়কে আরও উজ্জ্বল করে তোলে। পদকের চেয়েও গুরুত্বপূর্ণ তোমার প্রচেষ্টা। আমরা সবাই তোমার সঙ্গে আছি।”

আরও পড়ুন: জানতেন ওজন বেশি! ভয়ে ছিলেন ভিনেশ, সারা রাত যা যা করলেন, ভাবতে পারবেন না…

৫০ কেজি ওজন বিভাগে ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট তিনি কিউবার প্রতিপক্ষকে ৫-০ তে হারিয়েছিলেন৷  তিনি ৫০ কেজি বিভাগে সোনা -র লড়াইতে ছিলেন৷ তাঁর ওজন নাকি ৫০ কিলোর থেকে ১০০ গ্রাম ওজন বেশি ছিল৷ এর ফলে এবারের অলিম্পিক্স থেকে পদক ছিটকে গেল৷