আক্রম তো প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছেন, পরেরবার আর রোহিত মুম্বইতে খেলবে না। আমি ওকে কেকেআরে দেখতে পাচ্ছি। আর সবাই জানে, ইডেন রোহিতের পয়া মাঠ।

‘হাতি ধুলোয় শুয়ে থাকলেও সম্মান পায়’, রোহিত শর্মাকে নিয়ে ‘বড় কথা’ কিংবদন্তির মুখে

মুম্বই: IPL 2024-এ মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা খুব খারাপ হয়েছে। নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বই তাদের প্রথম দুটি ম্যাচেই হেরেছে।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে একেবারে দুরমুশ হয়েছিল মুম্বই। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় স্কোর খাঁড়া করেছিল হায়দরাবাদ। এর পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে।

আইপিএল ২০২৪-এ হার্দিককে মুম্বইয়ের অধিনায়ক করায় রোহিত শর্মার ভক্তরা চটেছেন। মুম্ব ই ইন্ডিয়ান্সের ভক্তদের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে। শুধু তাই নয়, হার্দিক পান্ডিয়া প্রথম ম্যাচ খেলতে নেমে দর্শদকে স্লোগানের মাঝে পড়েন।

আরও পড়ুন- ছেলে হওয়ার পর অনুষ্কার প্রথম ছবি! বিরাটের স্ত্রীকে কেমন দেখাচ্ছে? বড় চমক

এবার নভজ্যোত সিং সিধু যা বললেন রোহিত শর্মাকে নিয়ে, তাতে আগুনে ঘি ঢালা হল হয়তো! আইপিএল ২০২৪-এ ধারাভাষ্য করছেন সিধু। রোহিত শর্মা সম্পর্কে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি।

নভজ্যোত সিং সিধু তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ?এক্স?-এ রোহিত শর্মার একটি ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ?হাতি ধুলোয় মাখামাখি হলে হাতি। সম্মান পাবে। সিধুর এই ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে।

আইপিএলে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত ফর্মে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি ২৯ বলে ৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। মারেন ৭টি চার ও ১টি ছক্কা।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড় রান তাড়া করতে নেমেও রোহিত শর্মা দুর্দান্ত ওপেনিং করেন। রোহিত মাত্র ১২ বলে ২৬ রান করেছিলেন। একটি চার এবং ৩টি ছক্কা ছিল সেই ইনিংসে।

পরের ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। এই মরসুমে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে দেখা যাবে মুম্বাইকে। রাজস্থানের সঙ্গে এই ম্যাচটি হবে ১লা এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

আরও পড়ুন- ব্যাটে দিচ্ছেন সমালোচকদের জবাব! কেকেআরের বিরুদ্ধে জোড়া রেকর্ড কোহলির

ঘরের মাঠে মুম্বইয়ের রয়েছে অসাধারণ রেকর্ড। মুম্বই ওয়াংখেড়েতে ৭৮টি আইপিএল ম্যাচ খেলেছে। ৪৯ বার জিতেছে। হেরেছে মাত্র ২৯টি ম্যাচে। মুম্বইয়ের জয়ের হার ৬০%।