ধোনিকে নিয়ে বড় খবর! চেন্নাই জমা দিল রিটেনশন লিস্ট, এমএসডি কি আছেন দলে?

চেন্নাই ঘোষণা করল তাদের রিটেনশন তালিকা। এদিন বিকেল ৫.৩০ মিনিট নাগাদ সিএসকে তাদের রিটেনশন লিস্ট জমা করে।
চেন্নাই ঘোষণা করল তাদের রিটেনশন তালিকা। এদিন বিকেল ৫.৩০ মিনিট নাগাদ সিএসকে তাদের রিটেনশন লিস্ট জমা করে।
এবার সব থেকে বড় প্রশ্ন ছিল, ধোনিকে কি ধরে রাখবে চেন্নাই! সেই প্রশ্নের উত্তর এধিন পাওয়া গেল চেন্নাই রিটেনশন লিস্ট জমা দেওয়ার পরই।
এবার সব থেকে বড় প্রশ্ন ছিল, ধোনিকে কি ধরে রাখবে চেন্নাই! সেই প্রশ্নের উত্তর এধিন পাওয়া গেল চেন্নাই রিটেনশন লিস্ট জমা দেওয়ার পরই।
জানা গিয়েছিল, চেন্নাই কর্তারা কিছুতেই ধোনির সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। ফলে ধোনি আইপিএলে খেলবেন, নাকি দুম করে অবসর ঘোষণা করবেন তা তাঁরা বুঝতে পারছিলেন না।
জানা গিয়েছিল, চেন্নাই কর্তারা কিছুতেই ধোনির সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। ফলে ধোনি আইপিএলে খেলবেন, নাকি দুম করে অবসর ঘোষণা করবেন তা তাঁরা বুঝতে পারছিলেন না।
কী হবে আইপিএলে ধোনির ভবিষ্যত! আদৌ তিনি আর খেলবেন! নাকি ব্যাট-প্যাড তুলে রাখবেন চিরতরে! এই প্রশ্নের উত্তর খুঁজছিল গোটা দেশ। তবে আর চিন্তা নেই।
কী হবে আইপিএলে ধোনির ভবিষ্যত! আদৌ তিনি আর খেলবেন! নাকি ব্যাট-প্যাড তুলে রাখবেন চিরতরে! এই প্রশ্নের উত্তর খুঁজছিল গোটা দেশ। তবে আর চিন্তা নেই।
চেন্নাই ধরে রাখল ধোনিকে। এছাড়া রুতুরাজ, জাদেজা, পাথিরানা এবং শিবম দুবেকে। ১৮ কোটি টাকায় রাখা হল রুতুরাজকে। একই টাকা দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকেও। ১৩ কোটি টাকায় রাখা হল পাথিরানাকে।
চেন্নাই ধরে রাখল ধোনিকে। এছাড়া রুতুরাজ, জাদেজা, পাথিরানা এবং শিবম দুবেকে। ১৮ কোটি টাকায় রাখা হল রুতুরাজকে। একই টাকা দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকেও। ১৩ কোটি টাকায় রাখা হল পাথিরানাকে।
ধোনিকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে দলে রাখা হল। ৪ কোটি টাকা খরচ করল সিএসকে ম্যানেজমেন্ট।
ধোনিকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে দলে রাখা হল। ৪ কোটি টাকা খরচ করল সিএসকে ম্যানেজমেন্ট।