কাছের মানুষকে হারালেন ইরফান পাঠান

Death News: বিরাট দুঃসংবাদ! কাছের মানুষকে হারালেন ইরফান পাঠান, বিশ্বকাপের মাঝেই ভেঙে পড়লেন মর্মান্তিক মৃত্যুশোকে

আবারও এক দুঃসংবাদ৷ বিশ্বকাপ চলাকালীন ঘটে গেল বড় অঘটন৷ কাছের মানুষকে চিরকালের মতো হারালেন ইরফান পাঠান৷ এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন ইরফা পাঠান৷ চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের অন্যতম ধারাভাষ্যকার ভারতের অলরাউন্ডার ইরফান পাঠান। সেখানেই ঘটে গেল বড় বিপর্যয়৷

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে ওয়েস্ট ইন্ডিজেই মৃত্যু হল প্রাক্তন ক্রিকেটারের ব্যক্তিগত মেকআপ শিল্পীর৷ সুইমিং পুলের জলে ডুবে মারা গেলেন ফায়াজ আনসারি৷ কীভাবে তার মৃত্যু হল, ইতিমধ্যেই তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ সাধারণত বিদেশ সফরে গেলে ফায়াজকে সঙ্গে করেই নিয়ে যেতেন তিনি। সেইমতো বিশ্বকাপেও নিয়ে এসেছিলেন৷ শুক্রবার সন্ধ্যায় হোটেলের সুইমিং পুলে সাঁতার কাটতে নেমেছিলেন ফায়াজ। আর ঠিক তখনই তার মৃত্যু হয়। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও অবশ্য জানা যায়নি।

ওয়েস্ট ইন্ডিজ থেকে ফায়াজের মরদেহ ভারতে ফেরানোর ব্যবস্থা করছেন ইরফান পাঠান। ফায়াজের ভাই মুহম্মদ আহমেদ বলেছেন, ‘কিছু দিন আগেই ভারতের উত্তর প্রদেশের বিজনোরের বাড়িতে এসেছিল ফায়াজ। সবেমাত্র দু’মাস আগেই বিয়ে করেছিল। মুম্বই ফিরে যাওয়ার পর সেখান থেকে আমেরিকা এবং পরে ওয়েস্ট ইন্ডিজে যায় ফায়াজ। তবে এই মুহূর্তে বেশি কথা বলার মতো অবস্থায় নেই। পরিবারের কাছে এটা বিরাট বড় ধাক্কা। ওখানে সব কিছু ইরফান ভাই দেখছেন। আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।’

আরও পড়ুন: India vs Australia: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি হলে সেমিফাইনালে যাবে কোন ২ দল? কী বলছে অঙ্ক

ওয়েস্ট ইন্ডিজ থেকে দিল্লিতে ফায়াজের দেহ পাঠাতে তিন থেকে চার দিন সময় লাগতে পারে বলেই মনে করা হচ্ছে। বিজনোরের বাসিন্দা ফায়াজের নিজস্ব সেলুনও রয়েছে মুম্বইয়ে। সেখানেই ইরফানের সঙ্গে আলাপ হয়। পরে দু’জনের মধ্যে এতটাই বন্ধুত্ব গড়ে ওঠে যে ফায়াজকে নিজের ব্যক্তিগত মেকআপ শিল্পী করেন ইরফান।ইতিমধ্যেই প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়েছেন ইরফান পাঠান৷