আগামী ৪ জুনের পর থেকে আর কাজ করবে না Google Pay ? বন্ধ হয়ে যাওয়ার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ বিষয়গুলি

Google-এর Google Pay পরিষেবা ভারত-সহ অনেক দেশে অনলাইন পেমেন্টের জন্য ব্যবহার করা হয়। ২০২২ সালে Google Wallet প্রবর্তনের পর Gpay ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। আর বর্তমানে এটি অনলাইনে টাকাপয়সা লেনদেনের জন্য ব্যবহারকারীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। তবে এত জনপ্রিয়তা সত্ত্বেও Google আগামী ৪ জুন, ২০২৪ তারিখ থেকে Google Pay বন্ধ করতে চলেছে।
Google-এর Google Pay পরিষেবা ভারত-সহ অনেক দেশে অনলাইন পেমেন্টের জন্য ব্যবহার করা হয়। ২০২২ সালে Google Wallet প্রবর্তনের পর Gpay ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। আর বর্তমানে এটি অনলাইনে টাকাপয়সা লেনদেনের জন্য ব্যবহারকারীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। তবে এত জনপ্রিয়তা সত্ত্বেও Google আগামী ৪ জুন, ২০২৪ তারিখ থেকে Google Pay বন্ধ করতে চলেছে।
আর এই খবর প্রকাশ্যে আসতেই অনলাইনে লেনদেনকারীদের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিষয়টা কি সত্যি। আসলে Gpay বন্ধ হবে, এই খবর একেবারেই সত্যি। বিষয়টি Google নিজেই নিশ্চিত করেছে। জেনে নেওয়া যাক, Google-এর এই সিদ্ধান্তে কোন কোন দেশ প্রভাবিত হতে চলেছে।
আর এই খবর প্রকাশ্যে আসতেই অনলাইনে লেনদেনকারীদের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিষয়টা কি সত্যি। আসলে Gpay বন্ধ হবে, এই খবর একেবারেই সত্যি। বিষয়টি Google নিজেই নিশ্চিত করেছে। জেনে নেওয়া যাক, Google-এর এই সিদ্ধান্তে কোন কোন দেশ প্রভাবিত হতে চলেছে।
কারা প্রভাবিত হবেন আর কারা প্রভাবিত হবেন না?বলে রাখা ভাল যে, Google তার Google Pay পরিষেবা বন্ধ করতে চলেছে। তবে Google-এর এই সিদ্ধান্ত ভারতীয় ব্যবহারকারীদের উপর কোনও প্রভাব ফেলবে না। আসলে আগামী ৪ জুন, ২০২৪ তারিখ থেকে আমেরিকায় Google Pay পরিষেবা বন্ধ করতে চলেছে Google। অর্থাৎ ভারত নয়, আমেরিকায় বন্ধ হতে চলেছে Google Pay।
কারা প্রভাবিত হবেন আর কারা প্রভাবিত হবেন না?
বলে রাখা ভাল যে, Google তার Google Pay পরিষেবা বন্ধ করতে চলেছে। তবে Google-এর এই সিদ্ধান্ত ভারতীয় ব্যবহারকারীদের উপর কোনও প্রভাব ফেলবে না। আসলে আগামী ৪ জুন, ২০২৪ তারিখ থেকে আমেরিকায় Google Pay পরিষেবা বন্ধ করতে চলেছে Google। অর্থাৎ ভারত নয়, আমেরিকায় বন্ধ হতে চলেছে Google Pay।
এখন শুধু এই দেশগুলিতেই কাজ করবে Google Pay:আগামী ৪ জুনের পরে Google Pay অ্যাপ শুধুমাত্র ভারত এবং সিঙ্গাপুরেই কাজ করবে। আর অন্যান্য দেশে এই পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। সংস্থার মতে, সকল ব্যবহারকারীকে Google Wallet-এ ট্রান্সফার করা হবে। এই সময়ের পরে Google Pay আমেরিকাতে সম্পূর্ণ অকেজো হয়ে যাবে।
এখন শুধু এই দেশগুলিতেই কাজ করবে Google Pay:
আগামী ৪ জুনের পরে Google Pay অ্যাপ শুধুমাত্র ভারত এবং সিঙ্গাপুরেই কাজ করবে। আর অন্যান্য দেশে এই পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। সংস্থার মতে, সকল ব্যবহারকারীকে Google Wallet-এ ট্রান্সফার করা হবে। এই সময়ের পরে Google Pay আমেরিকাতে সম্পূর্ণ অকেজো হয়ে যাবে।
১৮০টি দেশে Google Wallet দ্বারা বিষয়টি পরিবর্তন করে দেওয়া হবে:বলে রাখা ভাল যে, Google Pay পরিষেবা বন্ধ হওয়ার পরে মার্কিন ব্যবহারকারীরা পেমেন্ট করতে বা পেমেন্ট গ্রহণ করতে পারবেন না।
১৮০টি দেশে Google Wallet দ্বারা বিষয়টি পরিবর্তন করে দেওয়া হবে:
বলে রাখা ভাল যে, Google Pay পরিষেবা বন্ধ হওয়ার পরে মার্কিন ব্যবহারকারীরা পেমেন্ট করতে বা পেমেন্ট গ্রহণ করতে পারবেন না।
Google সব আমেরিকান ব্যবহারকারীকে Google Wallet ব্যবহার করার নির্দেশ দিয়েছে। মনে করা হচ্ছে যে, Google Wallet-এর প্রচারের জন্যই এমন পদক্ষেপ গ্রহণ করেছে সংস্থাটি। প্রায় ১৮০ টি দেশে Gpay-র বদলে Google Wallet ব্যবহার করার কথা তারা নিজেদের একটি ব্লগে বলেছে।
Google সব আমেরিকান ব্যবহারকারীকে Google Wallet ব্যবহার করার নির্দেশ দিয়েছে। মনে করা হচ্ছে যে, Google Wallet-এর প্রচারের জন্যই এমন পদক্ষেপ গ্রহণ করেছে সংস্থাটি। প্রায় ১৮০ টি দেশে Gpay-র বদলে Google Wallet ব্যবহার করার কথা তারা নিজেদের একটি ব্লগে বলেছে।