Bank Holiday: শিবরাত্রির জন্য কাল কি কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ? জেনে নিন

চলতি মাসে বেশ কয়েকদিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ সাধারণত জাতীয় ছুটির দিনগুলির পাশাপাশি গুরুত্বপূর্ণ দিন ও উৎসব অনুযায়ী আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা দিন বন্ধ থাকে ব্যাঙ্ক ৷ এছাড়া  দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার সাপ্তাহিক ছুটি থাকে ব্যাঙ্কের ৷
চলতি মাসে বেশ কয়েকদিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ সাধারণত জাতীয় ছুটির দিনগুলির পাশাপাশি গুরুত্বপূর্ণ দিন ও উৎসব অনুযায়ী আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা দিন বন্ধ থাকে ব্যাঙ্ক ৷ এছাড়া দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার সাপ্তাহিক ছুটি থাকে ব্যাঙ্কের ৷
মার্চে হোলি ও মহাশিবরাত্রির মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে ৷ ফলে স্বাভাবিক ভাবেই সবার মনে যে প্রশ্ন উঠছে তা হচ্ছে এই দিনগুলিতে ব্যাঙ্ক কি বন্ধ থাকবে ? তবে আসন্ন ব্যাঙ্ক ছুটির বিষয়ে সচেতন হওয়া জরুরি। এই তারিখগুলি ছেড়ে অন্য যে কোনও দিন গ্রাহকরা ব্যাঙ্কিং পরিষেবা লাভ করতে পারবেন।
মার্চে হোলি ও মহাশিবরাত্রির মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে ৷ ফলে স্বাভাবিক ভাবেই সবার মনে যে প্রশ্ন উঠছে তা হচ্ছে এই দিনগুলিতে ব্যাঙ্ক কি বন্ধ থাকবে ? তবে আসন্ন ব্যাঙ্ক ছুটির বিষয়ে সচেতন হওয়া জরুরি। এই তারিখগুলি ছেড়ে অন্য যে কোনও দিন গ্রাহকরা ব্যাঙ্কিং পরিষেবা লাভ করতে পারবেন।
তবে গ্রাহকরা আর্থিক পরিচালনায় কোনও বাধা এড়াতে তাঁরা অনলাইন পরিষেবাগুলি ব্যবহার করতে পারেন। ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকলেও অনলাইন পরিষেবার সুবিধা পাবেন গ্রাহকরা ৷ অনলাইন প্ল্যাটফর্ম ও এটিএম পরিষেবা মিলবে ৷
তবে গ্রাহকরা আর্থিক পরিচালনায় কোনও বাধা এড়াতে তাঁরা অনলাইন পরিষেবাগুলি ব্যবহার করতে পারেন। ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকলেও অনলাইন পরিষেবার সুবিধা পাবেন গ্রাহকরা ৷ অনলাইন প্ল্যাটফর্ম ও এটিএম পরিষেবা মিলবে ৷
মহাশিবরাত্রির উপলক্ষ্যে শুক্রবার ৮ মার্চ একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ শনিবার মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় টানা তিনদিন ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মীরা ৷
মহাশিবরাত্রির উপলক্ষ্যে শুক্রবার ৮ মার্চ একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ শনিবার মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় টানা তিনদিন ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মীরা ৷
দেখে নিন চলতি মাসের ছুটির লিস্ট -
দেখে নিন চলতি মাসের ছুটির লিস্ট –
১ মার্চ: চাপচার কুট (মিজোরাম) ৮ মার্চ: মহাশিবরাত্রি (গুজরাত, মহারাষ্ট্রে, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ওড়িশা, চন্ডীগড়, উত্তরাখণ্ড, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গনা, জম্মু- শ্রীনগর, কেরল, উত্তরপ্রদেশ, ছত্তীসগড়, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে ) 
২৫ মার্চ: হোলি (কর্নাটক, ওড়িশা, তামিলনাড়ু, মণিপুর, কেরল, নাগাল্যান্ড, বিহার, শ্রীনগর বাদে অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ছাড়া অন্য রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক)
১ মার্চ: চাপচার কুট (মিজোরাম)
৮ মার্চ: মহাশিবরাত্রি (গুজরাত, মহারাষ্ট্রে, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ওড়িশা, চন্ডীগড়, উত্তরাখণ্ড, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গনা, জম্মু- শ্রীনগর, কেরল, উত্তরপ্রদেশ, ছত্তীসগড়, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে )
২৫ মার্চ: হোলি (কর্নাটক, ওড়িশা, তামিলনাড়ু, মণিপুর, কেরল, নাগাল্যান্ড, বিহার, শ্রীনগর বাদে অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ছাড়া অন্য রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক)

 

২৯ মার্চ : গুড ফ্রাইডে (ত্রিপুরা, অসম, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ বাদে অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাঙ্ক খোলা থাকবে)২২ মার্চ: বিহার দিবস (বিহার) 
২৬ মার্চ: ইয়াওসাং (দ্বিতীয় দিন)/হোলি (ওড়িশা, মণিপুর, বিহার) ২৭ মার্চ: হোলি (বিহার)
২৯ মার্চ : গুড ফ্রাইডে (ত্রিপুরা, অসম, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ বাদে অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাঙ্ক খোলা থাকবে)
২২ মার্চ: বিহার দিবস (বিহার)
২৬ মার্চ: ইয়াওসাং (দ্বিতীয় দিন)/হোলি (ওড়িশা, মণিপুর, বিহার) ২৭ মার্চ: হোলি (বিহার)