ভারতের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হতে চান বুমরাহ

#মুম্বই: পিঠের চোটের কারণে সদ্য সমাপ্ত এশিয়া কাপে খেলতে পারেননি যশপ্রীত বুমরাহ। তার অভাব হারে হারে অনুভব করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে গতবারের চ্যাম্পিয়নরা। চোট সারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে ফিরছেন বুমরাহ।

এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন তিনি। টি-২০ বিশ্বকাপে তিনিই বোলিংয়ে ভারতের মূল ভরসা। তাই অবধারিতভাবেই বিশ্বকাপের প্রথম ১৫ এর দলে তিনি আছেন। বুধবার ইনস্টাগ্রামে বুমরাহ একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাকে কঠোর অনুশীলনে ব্যস্ত দেখা যাচ্ছে।

আরও পড়ুন – শেষ মুহূর্তে গোল হজম, মুম্বইয়ের কাছে হেরে ডুরান্ড কাপের সেমিফাইনাল থেকে বিদায় মহমেডানের

বিগত কয়েক বছর ধরে তিনটি ফরম্যাটেই ধারাবাহিকভাবে ভাল প্রদর্শন করে আসছেন এই স্পিডস্টার। সম্প্রতি বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে দলের অধিনায়কত্বও করেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করা তার ভিডিওতে বুমরাহ ক্যাপশন দিয়েছেন, কাজ করো, তোমার যা দরকার তা তুমি পাবে, কঠোর পরিশ্রম করো, তুমি যা চাও তাই পাবে।

এই ভিডিও দেখে অনেকেই মনে করছেন, ভারতের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হতে চান বুমরাহ। তার জন্যই এই প্রস্তুতি। শেষের ওভারগুলিতে অর্শদীপ সিং ধীরে ধীরে দলের নির্ভরযোগ্য বোলার হয়ে উঠছেন। বুমরাহের উপস্থিতি ভারতের ডেথ বোলিংকে আরো শক্তিশালী করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই।

গত বছর টি-২০ বিশ্বকাপে বুমরাহের পারফরম্যান্সই বলার মত ছিলো। কিন্তু অন্য বোলারদের থেকে সাহায্য না পাওয়ায়, বুমরাহ ভয়ঙ্কর হয়ে উঠতে পারেননি। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। এজবাস্টন টেস্টে প্ৰথম ইনিংসে স্টুয়ার্ট ব্রডকে ৫ টি ছয় মেরে তিনি দেখিয়েছেন, ব্যাট হাতেও তিনি দলকে নির্ভরতা দিতে পারেন।

হরভজন সিং ও ইরফান পাঠানের পর বুমরাহ ভারতের তৃতীয় বোলার , যিনি টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক নিয়েছেন। গতবার টি-২০ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর। এবার ভারতকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে। রোহিত, কোহলির পর প্রত্যাশার চাপ সবচেয়ে বেশি থাকবে যশপ্রীত বুমরাহের উপর।

এখনো পর্যন্ত ৫৭ টি টি-২০ ম্যাচে ২০ এর কাছাকাছি বোলিং গড়ে ৬৭ টি উইকেট নিয়েছেন বুমরাহ। অস্ট্রেলিয়ার আসন্ন টি-২০ বিশ্বকাপ হবে বুমরাহের কেরিয়ারের তৃতীয় টি-২০ বিশ্বকাপ। ২০১৯ এর একদিনের বিশ্বকাপ দলের সদস্যও তিনি ছিলেন। তাই তার অভিজ্ঞতা ও দক্ষতা ইতিবাচকভাবেই দলের কাজে আসবে, এমনটাই আসা টিম ম্যানেজমেন্ট ও ভারতের কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের।