Bollywood Gossip: অমিতাভের সঙ্গে চিরকাল জড়িয়েছে রেখার নাম, কিন্তু জানেন জয়া বচ্চনও ছিলেন অন্য সুপারস্টারের প্রেমে পাগল!

অমিতাভ-জয়া, বলিউডের পাওয়াল কাপল৷ এদের নিয়ে চর্চা হয় এখনও৷ বচ্চন পরিবারের অনন্দরের খবরে সকলেরই নজর থাকে৷ বলি দুনিয়ায় বচ্চন পরিবার সবসময়ই সকলের প্রিয়৷ ৷ ফলে পরিবারের সবাই থাকে খবরের শিরোনামে৷
অমিতাভ-জয়া, বলিউডের পাওয়াল কাপল৷ এদের নিয়ে চর্চা হয় এখনও৷ বচ্চন পরিবারের অনন্দরের খবরে সকলেরই নজর থাকে৷ বলি দুনিয়ায় বচ্চন পরিবার সবসময়ই সকলের প্রিয়৷ ৷ ফলে পরিবারের সবাই থাকে খবরের শিরোনামে৷
অমিতাভ-রেখার অবৈধ প্রেমের গুঞ্জন যেন এখনও হট টপিক৷ বহু জায়গায় তা নিয়ে কথা হয় এখনও৷ কিন্তু ক’জন জানেন জয়ার গোপন প্রেম নিয়ে৷ বলিউডেরই এক সুপারস্টারের জন্য পাগল ছিলেন জয়া বচ্চন!
অমিতাভ-রেখার অবৈধ প্রেমের গুঞ্জন যেন এখনও হট টপিক৷ বহু জায়গায় তা নিয়ে কথা হয় এখনও৷ কিন্তু ক’জন জানেন জয়ার গোপন প্রেম নিয়ে৷ বলিউডেরই এক সুপারস্টারের জন্য পাগল ছিলেন জয়া বচ্চন!
পুণে ফিল্ম ইনস্টিটিউটের গুণী ছাত্রী ছিলেন জয়া৷ খুবই প্রতিভাবান ছিলেন এই অভিনেত্রী৷ সত্যজিৎ রায়ের ছবি মহানগর দিয়েই শুরু হয় তাঁর ফিল্মের যাত্রা৷ তবে বেশি দিন তা চলেনি৷ বিয়ের পর প্রায় কাজ বন্ধই করে দেন জয়া৷ সিলসিলা ছবিতে তিনি অভিনয় করে এবং সেই থেকেই অমিতাভ-জয়া-রেখার একটি ত্রিকোণ প্রেমের চর্চা শুরু হয় বলিউডে৷
পুণে ফিল্ম ইনস্টিটিউটের গুণী ছাত্রী ছিলেন জয়া৷ খুবই প্রতিভাবান ছিলেন এই অভিনেত্রী৷ সত্যজিৎ রায়ের ছবি মহানগর দিয়েই শুরু হয় তাঁর ফিল্মের যাত্রা৷ তবে বেশি দিন তা চলেনি৷ বিয়ের পর প্রায় কাজ বন্ধই করে দেন জয়া৷ সিলসিলা ছবিতে তিনি অভিনয় করে এবং সেই থেকেই অমিতাভ-জয়া-রেখার একটি ত্রিকোণ প্রেমের চর্চা শুরু হয় বলিউডে৷
১৯৭৩ তে বিয়ে হয় অমিতাভ-জয়ার৷ তার আগে ১৯৭১ সালে ‘গুড্ডি’ ছবিতে অভিনয় করেন জয়া৷ খুবই হিট ছিল সেই ছবি৷ সেই ছবিতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, সুমিতা সান্যাল এবং প্রাণের মতো তারকাদের। এই ছবিতেই ছিলেন আরও এক অভিনেতা, যাঁকে খুব পছন্দ করতেন জয়া৷
১৯৭৩ তে বিয়ে হয় অমিতাভ-জয়ার৷ তার আগে ১৯৭১ সালে ‘গুড্ডি’ ছবিতে অভিনয় করেন জয়া৷ খুবই হিট ছিল সেই ছবি৷ সেই ছবিতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, সুমিতা সান্যাল এবং প্রাণের মতো তারকাদের। এই ছবিতেই ছিলেন আরও এক অভিনেতা, যাঁকে খুব পছন্দ করতেন জয়া৷
জয়া বচ্চন এক সুপারস্টারের প্রেমে রীতিমতো হাবুডুবু খেতেন৷ অমিতাভের খুবই কাছের বন্ধু সেই নায়কের প্রতি ছিল তাঁর ক্রাশ৷ অভিনেতাকে ‘গ্রীক গডও’ বলেও মনের কথা বলেছিলেন অভিনেত্রী!
জয়া বচ্চন এক সুপারস্টারের প্রেমে রীতিমতো হাবুডুবু খেতেন৷ অমিতাভের খুবই কাছের বন্ধু সেই নায়কের প্রতি ছিল তাঁর ক্রাশ৷ অভিনেতাকে ‘গ্রীক গডও’ বলেও মনের কথা বলেছিলেন অভিনেত্রী!
বহু বছর পর আবার একসঙ্গে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করে এই দু’জন৷ জয়ার স্বামীর চরিত্রে দেখা গিয়েছিল প্রবীণ এই স্টারকে৷ সম্প্রতি, করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ বহুবছর পর ফের একসঙ্গে কাজ করেছেন জয়া৷
বহু বছর পর আবার একসঙ্গে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করে এই দু’জন৷ জয়ার স্বামীর চরিত্রে দেখা গিয়েছিল প্রবীণ এই স্টারকে৷ সম্প্রতি, করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ বহুবছর পর ফের একসঙ্গে কাজ করেছেন জয়া৷
যে সুপারস্টার আর কেউ নন, ধর্মেন্দ্র৷ এক সাক্ষাৎকারে জয়া বচ্চন বলেছিলেন যে যখন তিনি প্রথমবার ধর্মেন্দ্রের সঙ্গে দেখা করেন, তখন তিনি ঘাবড়ে যান এবং সোফার পিছনে লুকিয়ে যান। ধর্মেন্দ্রর মতো সুদর্শন পুরুষের সামনে কী করব বুঝতে পারেননি৷ প্রথমবার ধর্মেন্দ্রকে সাদা ট্রাউজার এবং সাদা শার্ট পরে দেখেছিলেন৷ এবং তাঁকে গ্রীক ঈশ্বরের মতো দেখাচ্ছিল বলে জানিয়েছিলেন জয়া৷
যে সুপারস্টার আর কেউ নন, ধর্মেন্দ্র৷ এক সাক্ষাৎকারে জয়া বচ্চন বলেছিলেন যে যখন তিনি প্রথমবার ধর্মেন্দ্রের সঙ্গে দেখা করেন, তখন তিনি ঘাবড়ে যান এবং সোফার পিছনে লুকিয়ে যান। ধর্মেন্দ্রর মতো সুদর্শন পুরুষের সামনে কী করব বুঝতে পারেননি৷ প্রথমবার ধর্মেন্দ্রকে সাদা ট্রাউজার এবং সাদা শার্ট পরে দেখেছিলেন৷ এবং তাঁকে গ্রীক ঈশ্বরের মতো দেখাচ্ছিল বলে জানিয়েছিলেন জয়া৷
এই বিষয়ে কথা বলার সময়, ধর্মেন্দ্র জানিয়েছিলেন, ‘এটি ছিল আমার প্রতি জয়াজির ভালবাসা এবং শ্রদ্ধা। আমি অমিতাভ ও জয়াকে অনেকদিন ধরে চিনি। শোলে-এর শুটিংয়ের সময় আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি এবং রকি অর রানি কি প্রেম কাহানি-এর শুটিংয়ের সময়ও অনেক স্মৃতি নতুন করে ফিরে এসেছিল।’’
এই বিষয়ে কথা বলার সময়, ধর্মেন্দ্র জানিয়েছিলেন, ‘এটি ছিল আমার প্রতি জয়াজির ভালবাসা এবং শ্রদ্ধা। আমি অমিতাভ ও জয়াকে অনেকদিন ধরে চিনি। শোলে-এর শুটিংয়ের সময় আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি এবং রকি অর রানি কি প্রেম কাহানি-এর শুটিংয়ের সময়ও অনেক স্মৃতি নতুন করে ফিরে এসেছিল।’’